মধ্যরাত Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
বৃষ্টিভেজা মধ্যরাত। ঘড়ির কাঁটা ইতিমধ্যেই সাড়ে বারোটা ছুয়েছে। মোড়ের মাথার দোতলা বাড়িটাও নিজেকে লুকিয়ে নিয়েছে নিস্তব্ধতার চাদরে। ঘর অন্ধকার৷ শুধু ল্যাম্পপোস্টের হলদে আলোটা মশারি ভেদ মাঝেমধ্যে তার অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে।
কিন্তু এই শুনশান পৃথিবীর মধ্যেও জেগে রয়েছে একটা ছেলে৷ থাই হরর ওর খুব প্রিয় একটা বিষয়। 'অ্যালোন, 'শাটার' বা 'পি মাক', থাই হরর ওকে চমকে দিয়েছে বারবার। আর তাই এই নিস্তব্ধ রাতে, ইউরোর অদম্য আকর্ষণকে উপেক্ষা করে সে দেখে চলেছে আরো একটা থাই সিনেমা। ইংরেজি তর্জমায় ছবিটির নাম 'ফোবিয়া ২'। এটা এই সিরিজের দ্বিতীয় ছবি। প্রথম ছবিটা ও দেখেনি, কারণ সেটা প্রায় চারঘন্টা লম্বা। এতবড় সিনেমা দেখতে গেলে রাতের ঘুমের দফারফা হয়ে যাবে। বদলে ওর মোবাইলে চলছে ফোবিয়া ২. থাইল্যান্ডের পাঁচজন নামী পরিচালকের পাঁচটা ছোটগল্প। পোশাকি ভাষায় যাকে বলা হয় হরর অ্যান্থোলজি। সাথে উপরি পাওনা হিসেবে প্রতিটা গল্পের সাথেই আছে একটা করে টুইস্ট। কেমন লাগলো সেই সিনেমা ? আসুন, ওর মুখ থেকেই শুনে নেওয়া যাক।
১. প্রথম গল্পটার নাম Novice. বাংলায় যে শব্দের তর্জমা করলে দাঁড়ায় নবজাতক। চৌদ্দ বছর বয়সী জনৈক কিশোর ছোটবেলা থেকেই বদ সঙ্গে পড়েছিল। বন্ধুদের সাথে মিলে সে অনেক খারাপ কাজ করে বেড়াতো, যার জন্য তার পুলিশের খাতাতেও নাম উঠতে পারে। বাধ্য হয়ে তার মা তাকে একটি প্রাচীন বৌদ্ধ আশ্রমে সাধুদের কাছে লুকিয়ে রেখে আসে। জায়গাটা সভ্য সমাজ থেকে বহু দূরে, গভীর জঙ্গলের ভিতরে। এখানে যুক্তি নয়, কাজ করে অন্ধবিশ্বাস। বিজ্ঞান নয়, বরং রাজত্ব করে তন্ত্র-মন্ত্র। এরা এই মঠে একটি প্রাচীন প্রথা পালন করে আসে, যেখানে এরা ক্ষুধার্ত আত্মাদের খাবার নিবেদন করে থাকে৷ কিন্তু বয়সের দোষে ছেলেটি এসব নিয়মকানুন মানতে পারে না৷ কি ভয়ানক ফলাফল অপেক্ষা করে আছে তার জন্য ?
২. দ্বিতীয় গল্পের নাম Ward. আর্থিত নামের একজন তরুণ বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়। পায়ে কাঁচ ঢুকে গিয়েছিল, অতয়েপ তাকে চেক আপ করার জন্য অন্তত একটা দিন হাসপাতালে রাখা হবে বলে স্থির হয়। কিন্তু সেখানে যে ওয়ার্ডে সে ছিল, ঠিক পাশের বেডেই তার জন্য এমন বিভীষিকা অপেক্ষা করে আছে, সেটা কি কেউ ভেবেছিল ? এই গল্পটা শেষ হয় একটা অদ্ভুত টুইস্ট দিয়ে। সেইসাথে এই গল্পটার সাথে শরদিন্দুবাবুর লেখা একটি ছোটগল্পের বেশ কিছুটা মিলও পাওয়া যায়।
৩. তিন নম্বর গল্পটার নাম Backpackers. পাঁচটা গল্পের মধ্যে এই গল্পটাকেই আমার সবচেয়ে দূর্বল বলে মনে হয়েছে। এমন আচমকা জম্বি দেখার জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না।
৪. চতুর্থ গল্পের নাম Salvage. মানে, উদ্ধার। গল্পের নায়িকা নাচ একটি গ্যারাজের মালিক, যে পুরনো গাড়ি কেনাবেচা করে৷ অ্যাক্সিডেন্টের ফলে ভেঙেচুরে যাওয়া বিভিন্ন মডেলের গাড়িকে সারিয়ে নিয়ে, তাতে রং চড়িয়ে নতুন কাস্টমারদের কাছে নাচ বিক্রি করতো৷ এদিকে ক্রেতাদের কাছে গাড়ির আসল ইতিহাস রয়ে যেত অজানা। কিন্তু এদের মধ্যে অনেকগুলি গাড়ির সাথেই জড়িয়ে ছিল অশরীরি অস্তিত্ব। একদিন গ্যারাজে খেলতে খেলতেই উধাও হয়ে যায় নাচের একমাত্র ছেলে৷ তাকে খুঁজতে গিয়েই সামনে আসে এক ভয়াবহ অভিজ্ঞতা। এই গল্পটার ভাবনা ভালো, স্রেফ একটা গ্যারাজের মধ্যে যেভাবে ভয় পাওয়ার আয়োজন করা হয়েছে সেটা প্রশংসনীয়। কিন্তু শেষ অবধি গল্পটা আরো ভালো হতে পারতো, যেন জমতে গিয়েও সবটা জমলো না। কিছু প্রশ্ন আছে, যেগুলোর উত্তর পেলে সিনেমাটা আরো বেশি ভয় পাওয়াতে পারতো।৷
৫. পঞ্চম তথা শেষ গল্পের নাম In the End. শেষের কিছু জায়গা বাদ দিলে সিনেমায় আমার এই গল্পটাই সবচেয়ে ভালো লেগেছে। গল্পের বিষয়বস্তু হরর-কমেডি, কিছুটা পি-মাক সিনেমার ছায়াও যেন পাওয়া যায়। কি দেখলাম সে নিয়ে আর বিশদে বলছি না। Banjong Pisanthanakun আমার খুব প্রিয় থাই ডিরেক্টর, শুধুমাত্র ওনার নামের জন্যই এই গল্পটা একবার দেখে ফেলা যেতে পারে।
'ফোবিয়া ২' সিনেমার অন্যতম ভালো দিক এর গঠন। পাঁচটা গল্প, পাঁচজন পরিচালক কিন্তু প্রতিটা গল্পই মোটামুটি ভালো। জম্বির অংশটুকু আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি, সেটা অবশ্য আলাদা কথা। তাছাড়া টুইস্টগুলোও বিশেষ প্রশংসার দাবি রাখে। প্রতিটা গল্পের কালার টোন বেশ সুন্দর, সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড এফেক্টও যথাযথ। প্রথম গল্পে জঙ্গলের ভিতরকার পরিবেশ দেখানোর সময়ে যে শিরশিরে পরিবেশটা তৈরি করা হয়েছে তার কথা আলাদা করে বলতেই হচ্ছে।
কিন্তু তা সত্ত্বেও এই সিনেমাটা দেখে ঠিক ভয়ের অনুভূতি জাগে না। কোথাও কোথাও জাম্প স্কেয়ার দেখে এক দু'বার চমকে উঠেছি ঠিকই, কিন্তু সেই অর্থে ভয় পাওয়ার মত উপকরণ কম। অবশ্য তাতেও কোনো ক্ষতি নেই, স্রেফ গল্পগুলোর জন্যই সিনেমাটা একবার দেখা যেতে পারে। আর যারা ভয় পাবেন বলে ভূতের সিনেমা এড়িয়ে চলেন, তারাও নিশ্চিন্তে এই সিনেমাটা দেখতে পারেন। দু'ঘন্টা পাঁচ মিনিটের সিনেমা, আশা করছি ভালোই লাগবে।
'ফোবিয়া' এবং 'ফোবিয়া ২', দুটো সিনেমাই আপনারা নেটফ্লিক্স এবং ইউটিউব দু'জায়গাতেই পেয়ে যাবেন।
প্রাপ্তিস্বীকারঃ রিভিউGb পেজ।
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments