Header Ads Widget

অন্ধকারের আতঙ্ক

অন্ধকারের আতঙ্ক Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#গল্প- অন্ধকারের আতঙ্ক
         
     
               ছেলেবেলা থেকেই অন্ধকারে আমার ভীষণ ভয়। আমার বয়স তখন নয় বছর হবে, যখন এই ঘটনা- টা ঘটে। প্রতিদিন সন্ধ্যায় লোডশেডিং তখন লেগেই থাকত।হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতে আমার বেশ ভয়-ই লাগত....আলোর পোকাগুলোর ছায়া দেখলে মনে হত কতগুলো ছায়ামূর্তি যেন চারপাশে ঘোরাফেরা করছে। আমাদের বাড়িটা ছিল বেশ পুরোনো ধাঁচের দোতলা বাড়ি। ঘরের সামনে ছিল লম্বা বারান্দা। এতবড় বাড়িতে উপরে আমরা তিনজন.. অর্থাৎ বাবা,মা আর আমি থাকতাম, নিচে একতলায় ঠাকুমা দাদু থাকত।কাকা বাইরে থাকত, পিসিদের সবার বিয়ে থা হয়ে গিয়েছিল। রাত হলেই চারিদিক নিস্তব্ধ আর ঝিঁঝিঁ পোকার ডাক যেন সারা বাড়িতে একটা গা-ছমছমে পরিবেশ সৃষ্টি করত।ঠিক এই রকম এক সন্ধ্যায় আমি একা দোতলার ঘরে বসে পড়াশোনা করছি,মা ঠাকুমা নিচে একতলায় কাজ করছে। ঘরের জানালা দিয়ে পাশের বাড়ির নারকেল গাছ আর ছাদটা আবছা দেখা যাচ্ছে। হাওয়ার দাপটে গাছের পাতাগুলো এলোমেলো হয়ে দুলছে, গাছটাকে ঠিক যেন ব্রম্ভদৈত্যর মতোই লাগছে। হটাৎ দপ্ করে আলো নিভে গেল.... লোডশেডিং। আমি দোতলায় একা... মা নিচে গেছে। জমাট বাঁধা অন্ধকার পুরো ঘর- বারান্দাকে গ্ৰাস করল। দমকা হাওয়া জানলা দিয়ে ঢুকে এল সারা ঘরে। আমার সারা শরীর কেঁপে উঠলো। জানলার বাইরে চোখ পড়তেই মনে হল পাশের বাড়ির ছাদে কেউ একজন রয়েছে। অন্ধকারে সাদা অবয়বটা যেন আরও ফুটে উঠেছে... হাঁটাটাও একটু অস্বাভাবিক, ছায়ামূর্তি- টা যেন হাওয়ায় ভাসছে।অথচ পাশের বাড়ির বয়স্ক ভদ্রমহিলা পায়ে ব্যাথার জন্য সচারাচর ছাদে উঠতেন না আর একটু খুঁড়িয়ে হাঁটতেন। আমি ভয়ে কাঠ হয়ে বসে আছি, চিৎকার করার শক্তিও যেন হারিয়ে ফেলেছি। এদিকে সিঁড়িতে একটা পায়ের শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছে।মা হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো। মনে হল ধড়ে প্রাণ এলো.... বাঁচলাম। সঙ্গে সঙ্গে কারেন্ট ও চলে এলো।ভয় কাটলেও বার বার‌ জানলার দিকে চোখ চলে যাচ্ছিল।মা রেগে গিয়ে বলল..কি আছে জানলায়? মাকে বললাম মনে হচ্ছে পাশের বাড়ির দিদা ছাদে দাঁড়িয়ে আছে মা জানলার কাছে গিয়ে দুবার মাসিমা মাসিমা বলে ডাকল কিন্তু কোন সাড়া পাওয়া গেল না, সাদা অবয়বটা ও আর দেখা গেল না।এই ঘটনার এক ঘন্টা পরে আমার ছোটো মামা এসে খবর দিল যে তার মা অর্থাৎ আমার দিদিমা এক ঘন্টা আগে মারা গেছেন। দিদিমা বরাবরই আমাকে খুব ভালোবাসতেন তাই হয়তো শেষ বারের জন্য দেখা করতে এসেছিলেন, কিন্তু কোনো ক্ষতি করেন নি। পরেরদিন সকালে মা পাশের বাড়ির দিদাকে জিজ্ঞাসা করেছিল উনি গতকাল রত্রে ছাদে উঠেছিলেন কি না? কিন্তু মাসিমা বলেছিলেন যে তিনি ছাদে উঠতে পারেন না কারণ তার পায়ে ব্যাথা।












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments