Header Ads Widget

সেই ম্যানিকিন

সেই ম্যানিকিন Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#ভুতান্বেষী

||সেই ম্যানিকিন||

 কুনালের জন্মদিনটা এবার খুব ধুমধাম করে পালন করছে অমল ও হিয়া। কুনাল ওদের ৭ বছরের ছোট্ট ছেলে, ওদের চোখের মণি।
 অমল একটি শপিং মলের মালিক। এই বছরই সেই মলে নতুন সংযোজন, চাইল্ড স্টোর, যেখানে এক থেকে বারো বছরের বাচ্চাদের ড্রেস ও খেলনা পাওয়া যায়। সেই উপলক্ষেই ছেলের এবারের জন্মদিনটা আরও বেশী স্পেশাল করে সেলিব্রেট করছে তারা। জন্মদিনের সাথে সাথেই চাইল্ড স্টোরটার উদ্বোধন করা হবে। 

"স্যার, স্যার, আপনার ছেলের জন্মদিনের উপহার, আমি নিজের হাতে বানিয়েছি। দেখুন তো পছন্দ হয় কিনা?" বেশ গদগদ ভাবে বলে উঠলো রঞ্জন, মলের এক সামান্য কর্মচারী। অনাহুত অতিথিকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে অমল ও হিয়া। কর্মচারীদের কেউ তো আজ নিমন্ত্রিত ছিল না! আজ সব বড় বড় লোকেরা উপস্থিত, তাদের মাঝে মলিন হলদে জামা পড়া রঞ্জনকে কি মানায়?  "নাহ, কালকে কাজে আসুক। আচ্ছা সে ঝাড়তে হবে একে",  মনে মনে ভাবে অমল।

"কই দেখি, কী এনেছো তুমি আবার? এটা আবার কী? মূর্তি ?! ম্যানিকিন ?!  আমার ছেলে, কুনালের আদলে বানানো ?!  সত্যি রঞ্জন, তুমি পারোও বটে। আমার ছেলের পোষাক এরকম একটা হাফ গেঞ্জি আর প্যান্ট? ও কি আর তোমাদের বাড়ির ছেলে রঞ্জন?" হাসি মুখে, কিন্তু ধারালো কন্ঠে বলে অমল। অতিথিদের কয়েকজন হালকা হেসে ওঠে। 

কান নাক ঝাঁ-ঝাঁ করতে থাকে রঞ্জনের। সকলের সামনে এভাবে অপমান? মাথা নিচু করে যখন সে বেরিয়ে যাচ্ছে, তখনও অমল ও হিয়ার ঠোঁটে ক্রুর হাসি ফুটে থাকে। তাদের সাথে সকলের অলক্ষ্যে আরও একজন হেসে ওঠে।

"উফ, সারাদিন খাটাখাটুনি গিয়েছে, এবার একটু রেস্ট দরকার।" বাড়ি ফিরে বলে হিয়া। ছোট্ট কুনাল গাড়িতেই মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিল, তাকে বিছানায় শুইয়ে দেয়। মা বাবার দুজনেরই ম্যানিকিনটা পছন্দ না হলেও কুনালের খুব পছন্দ হয়েছিল। তার জেদাজেদিতেই শেষ পর্যন্ত বাড়ি নিয়ে আসে জিনিসটা। কুনালের বিছানার পাশে দাঁড় করিয়ে দেয় সেটিকে অমল। রঞ্জনের কথা মনে করে আবার হেসে ওঠে সে, "আজ ওকে যা দিয়েছি না, আর কখনো এসব হাই প্রোফাইল পার্টিতে আসবে না। বামন হয়ে চাঁদে হাত দিতে এসেছে।" 

"আচ্ছা, এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাও, কাল আবার কাজে যাবে।" বলে হিয়া, এবং বাথরুমে ঢুকে যায়। অমলও আলো নিভিয়ে বাইরের ব্যালকনিতে বসে।

বাথরুম থেকে বেরিয়ে নাইট বাল্ব জ্বালায় হিয়া। তারপর যেই কুনালের পাশে শুয়ে পড়তে যাবে, খেয়াল করে ম্যানিকিনটা তার দিকে মুখ ফিরিয়ে আছে, মুখে কি হালকা হাসি? কিন্তু, ওটা তো ওই দিকে মুখ করে রেখেছিল না অমল? ঠিক মনে আসছে না। মনের ভুল ভেবে ঘুমিয়ে পড়ে সেও, ছেলেকে জড়িয়ে।

এদিকে অমল ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেতে গিয়ে শুনতে পায়, কুনাল হিয়ার ঘর থেকে কিসের যেন শব্দ আসছে। যেন কেউ ঘরজুড়ে পায়চারী করছে। তবে কি হিয়া ঘুমায় নি এখনও? তাই হবে হয়তো। ঘুমে চোখ জড়িয়ে আসছে, ঘরে গিয়ে শুয়ে পরে সেও।

পরেরদিন সকালে উঠে ব্যাস্ত রোজনামচায় ভুলে যায় দুজনের গতরাতের অস্বস্তিকর ঘটনাগুলো। সন্ধ্যেবেলা অমল আর হিয়া ব্যালকনিতে বসে, কুনাল ঘরে স্কুলের হোমওয়ার্ক করছে। হিয়া বলে ওঠে, "ম্যানিকিনটা বড় বেশী জ্যান্ত মনে হচ্ছে জানো। দেখো, একদম কুনালের মতই দেখতে!" 

"ওসব তোমার মনের ভুল, বাদ দাও।" হেসে বলে অমল, হিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়।
সেদিন রাত্রেই ঘটে ঘটনাটা। যথারীতি ছেলেকে ঘুম পারিয়ে নিজেরা রাতের খাবার খেতে যায় অমল আর হিয়া। সব কাজ সেরে ঘরে ঢুকতে ঢুকতে বেজে যায় ১১ঃ৩০ মত। ঢুকেই চমকে ওঠে সে, ছেলের পাশে কে শুয়ে? ম্যানিকিনটা! কিন্তু, ওটা ওখানে কি করে এল? তাহলে কি কুনালই ওটাকে নিয়ে শুয়েছে? তাই হবে হয়তো। ওটাকে সরিয়ে রেখে শুয়ে পড়ে সে।

রাত্রের বেলা হঠাৎ কিছু কারণে ঘুম ভেঙে যায় হিয়ার। চোখ খুলে সে বুঝতে পারে না কেন ঘুম ভেঙে গেল তার। পাশ ফিরে শোয় আবার। চোখটা বন্ধ করতে যাবে এমন সময় একটা জিনিস লক্ষ্য করে সে, গায়ের রক্ত জল হয়ে যায়। ও কি? কুনালের মাথার কাছে কে ও? একদম কুনালের মত দেখতে! ওই ম্যানিকিনটা ওখানে কি করে!!!
আর ভাবতে পারে না হিয়া। আঁ আঁ করে চেঁচিয়ে ওঠে ভয়ে, পাশের ঘর থেকে অমল ছুটে আসে, "কি হলো হিয়া? কি হলো তোমার?" 

অমলকে দেখে ওই সময়েও তার মনে হলো, দরজাটা খোলা ছিল কি? সে তো লাগিয়েই শুয়েছিল। 
হিয়া কিছু না বলে ম্যানিকিনটার দিকে আঙ্গুল দেখায়। ততক্ষণে সে যথারীতি তার আগের জায়গায় ফিরে গেছে। 

"কি হলো? আবার ভয় পেয়েছো? ওই ম্যানিকিনটা দেখে আবার? ধুস, ওটা ফেলে দিলেই হয়, আর ভয় পাবে না তুমি!" তারপর অমল তাকে শুয়ে থাকতে বলে ম্যানিকিনটা নিয়ে বেরিয়ে যায়, স্টোররুমের একটি বাক্সে বন্দি করে রেখে আসে। হিয়াও শান্ত হয়ে ছেলের দিকে মুখ ফিরে ঘুমিয়ে পড়ে। 

ভোর ৬ঃ৩০ টার দিকে ঘুম ভেঙে যায় তার। উঠে ছেলেকে ডাকতে গিয়ে দেখে, একি? কুনাল কই? এটা তো কুনালের মত দেখতে একটি মোমের পুতুল, সেই রঞ্জনের দেওয়া ম্যানিকিনটা!!!! কুনাল কই গেল? ঘর থেকে ছুটে বেরিয়ে যায় সে।

"নমস্কার, আমি এলিট নিউজের সাংবাদিক আনুরাধা পাল, আমার সাথে রয়েছে ক্যামেরাম্যান কিরণ। এই মুহূর্তের একটি নাড়িয়ে দেওয়ার মত খবর, প্রখ্যাত বিজনেস টাইকুন মিস্টার অমল সেন ও হিয়া সেনের একমাত্র পুত্র কুনাল সেনের মৃতদেহ তাদের বাড়ির স্টোররুমের একটি বাক্স থেকে পাওয়া গিয়েছে। এটা কি পারিবারিক সমস্যার কারণে খুন না অন্য রহস্য লুকিয়ে রয়েছে? জানতে হলে চোখ রাখুন পর্দায়.............."














website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments