Header Ads Widget

মামা

মামা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







কিছু ঘটনার হয়তো সত্যি কোনো কিনারা হয় না। সেই ঘটনার হদিস করতে করতে একটা সময় তুমি নিজেও ভাবতে বাধ্য হবে হয়তো ভুল ছিল। হয়তো...কিন্তু মনের ভুল হলেও চোখ ও কি ভুল দেখতে পারে।
.
ঘটনাটা ঘটেছিল আমার মামারবাড়িতে ।আমার দাদুর শরীর খানিকটা খারাপ ছিলো। মাঝে সাঝে আমরা যখন ছুটি পেতাম চলে যেতাম মামারবাড়ি।ওখানে দাদু দিদা আর মামা থাকতো। এরকমই একদিন এক ছুটিতে মামারবাড়ি গেছি দাদুকে দেখতে , সাথে মা আর দিদি ।

ওদিকে আমার মাসি আর বোন ( আমার থেকে 3 বছরের ছোট )ও এসেছিলো। একদিন সবাই বড়রা ঠিক করলেন সবাই দাদুর নামে পুজো দিতে যাবেন যেহেতু আমি আর বোন ছোট আমরা বাড়িতেই থেকে গেলাম।

যদিও বেশিক্ষণ সময় একলা থাকার কথা ছিলো না কারণ বিকেল বেলা মামা কাজ থেকে ফিরে আসবে তাড়াতাড়িই , কাজেই ওরা দুপুর 3টে নাগাদ বেরিয়ে পড়বে আর মামা ফিরবে 5 টা নাগাদ । কাজেই এই 2 ঘন্টা আমি আর বোন নিজেদের মতো করে অনায়াসেই সময় কাটিয়ে ফেলতে পারবো। যাই হোক সবাই সময় মতো বেরিয়ে পড়ে আর বাড়িও রীতিমতো ফাঁকা হয়ে যায়। এদিকে আমি আর বোন টিভি দেখছি । দেখতে দেখতে মামা আসার সময় ও হয়ে পড়ে।

হঠাৎ ই সিঁড়ির দরজায় একটা খুঁট শব্দ হয় , আমি আর বোন নিশ্চিত যে মামা এসে পড়েছে কাজ থেকে। তারপর কয়েক সেকেণ্ড পর যখন ঘরের দরজা দিয়ে মামা ঢোকে আমি আর বোন একটু অবাক হলাম কারণ মামা কোনো বাইরের পোশাক(যেটা পরে কাজে গিয়েছিলো) পরে ছিলো না । মামার পরনে ছিল সাধারণ ঘরে পড়ার হাফ প্যান্ট আর গেঞ্জী , হাতে তরকারির বাটি। আমি আর বোন যথারীতি মামাকে প্রশ্ন করলাম, " কিরে,তুই কখন ফিরলি?"

মামা কোনো উত্তর দিলো না শুধু হাসলো। তারপর সেই খাবারেই বাটিটা টেবিলে এ রেখে ঘরের পেছন দিকে চলে যায়। ওদিকটায় ছিল মামাদের স্নানঘর।। যাই হোক আমরা তো মোটামুটি একটু অবাক হয়ে দুজনের দিকে চেয়ে থাকলাম। ঠিক তখন ই আবার সিঁড়ির দরজা ঠেলে বাইরের দিক দিয়ে ঘরে আসে মামা।

পরনে এবার সেই ফরমাল শার্ট , প্যান্ট , কাঁধে ব্যাগ যেন এইমাত্র কাজ থেকে ফিরলো। তাহলে এইমাত্র যে ঘরে ঢুকে তরকারি রেখে স্নানঘর এর দিকে গেল সে কে ! সমস্ত কথা মামা কে বলার পর মামা হেসে উড়িয়ে দিলো। টেবিলে এ রাখা তরকারি বাটি অবধি সেখানে রাখা। কিন্তু মামা বিশ্বাস করলো না...বলল , "ভালোই মজা শিখেছিস তোরা , নিজেরা এনে রেখে আমার নামে গুল দিচ্ছিস"।

কিছুতেই মামা কে আসল কথাতা আমরা বোঝাতে পারলাম না ।। আমরাও আর কোনো কথা বাড়াইনি। শুধু এটাই ভেবে গেছি মামা আসার আগে মামার মতো ওটা কে এসেছিল ? আর কেনই বা এসেছিল ? উত্তর আজ ও পাইনি........











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments