Header Ads Widget

এক গ্লাস জল

এক গ্লাস জল Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







●এক গ্লাস জল●

ভোর রাতে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে হঠাৎ ঘুমটা ভেঙে গেল অনিকেতের.. তার সারা শরীরে বিন্দু বিন্দু ঘামের রেখা দেখা দিলো... কপাল থেকে ঘাম গড়িয়ে পরছে... পাখাটা বন্ধ হয়ে গেছে... বোধহয় লোডশেডিং হয়েছে... বহরমপুরের এইদিকটায় বড্ড লোডশেডিং হয়... বিছানায় বসে এইসব সাতপাঁচ ভাবতে থাকে সে... গলাটা শুকিয়ে গেছে.. না!! একটু জল খেতে হবে.. এই ভেবে সে খাট থেকে নামে.. চারদিকে ঘুটঘুটে অন্ধকার।। অন্ধকারে হাতরে হাতরে সে খাটের পাশের টেবিলটার কাছে যায়... গ্লাসটা নিয়ে সে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে ফেলে....
হঠাৎই তার মনে হয় জলটার স্বাদ কেমন যেন লবনাক্ত... কিন্তু হঠাৎ তার মনে পরে যায় আরে!! এখানে জলে বড্ড আয়রন সেই জন্যেই এরকম...
দরজাটা খুলে সে বাইরে আসে.. এই গরমের মধ্যেও রামু(চাকর) টা কিভাবে ঘুমিয়ে আছে সেটা ভেবেই তার বিরক্ত লাগে... তবুও সে রামুকে না জাগিয়ে বাইরে এসে একটা সিগারেট ধরায়....

অনিকেত কোলকাতা শহরে একটি ছোট মার্কেন্টাইল ফার্মে চাকরি করে... হঠাৎ করেই দুদিন ছুটি পেয়ে যাওয়ায় সে তাদের দেশের বাড়িতে অবসর কাটানোর সুযোগ হাতছারা করতে চায় না... মা বাবার থেকে পারমিশন পাওয়া মাত্রই সেদিনই টিকিট কেটে ট্রেনে চেপে বসে সে... দেশের বাড়িতে এখন আর কেউই থাকেন না।। দাদু দিদা অনেকদিন আগেই গত হয়েছেন কিন্তু এতবড় বাড়ি দেখাশুনার জন্যও তো একটা লোকের দরকার.. তাই অনিকেতের বাবা মাসোহারা দিয়ে রামুকে রেখেছেন... এইসবই আবোলতাবোল ভাবতে ভাবতে সিগারেটে টান দিচ্ছিল সে... আর মনে মনে গরমের মধ্যে রামুকে ঘুমোতে দেখে খুব বিরক্ত হচ্ছিল সে.... সিগারেট টা অর্ধেক শেষের পথে... হঠাৎ পিছন দিয়ে কেউ বলে উঠলো " কি বাবু!! ঘুমান নাই? গরম লাগতাসে?"
হঠাৎ আচমকা পিছন দিয়ে এরকম শুনে চমকে ওঠে সে... পিছন ঘুরে দেখে সাদা ধুতি আর চিটেপরা একটা সাদা গেঞ্জি পরে রামু দাঁড়িয়ে আছে... অন্ধকারে মুখটা ভালো করে দেখা যাচ্ছেনা তার...
বাবা!! বলিহারি ঘুম বাবা তোমার রামুদা.... খাঁকিয়ে ওঠে অনিকেত...
রামু বলে কি করবো বাবু? এখন তো আর ঘুম বলে কিছু নাই!! সারাদিনই ঘুরে বেরাই.. খিদেও পায়না ঘুমো পায়না...
এরকম হেঁয়ালি কথা শুনে অনিকেত আরো বিরক্ত হয়.. সে আবার খাঁকিয়ে ওঠে..." বেশ তো ঘুমাচ্ছিলে পরে পরে আমি কি দেখিনি নাকি??"
অন্ধকারের মধ্যেই সাদা মুলোর মতে দাঁত বের করে রামু হাসতে থাকে... তারপর বলে ওঠে বাবু আপনে তো অনেক বছর পর আইলেন... শুনুন আপনারে একটা ঘটনা বলি... গতবছর গরমকালে আমি বারান্দায় মাদুর পেতে শুয়েছিলাম.. হঠাৎ "হা রে রে রে রে রে" করে ডাকাতের দল ঘেরাও করলো...
অনিকেত আরো একটা সিগারেট ধরিয়ে বললো তারপর......???
রামু আবার বলতে শুরু করলো ডাকাতের দল বাড়িতে ঢুকে চারটে বড় কাঁসার থালা আর দুটি বাটি ছারা আর কিছু না পেয়ে আমায় ঘিরে ধরলো...আমি অনেক করে বললাম আমারে ছেড়ে দেন আমার কাছে কিচ্ছু নেই কিন্তু কথা শুনলোনা... দলের একজন এগিয়ে এসে তার হাতের মস্ত ভোজালিটা দিয়ে আমার গলায় মারলো এক কোপ.... সাথে সাথে আমার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল চারিদিকে শুধু রক্ত আর রক্ত....
এসব কি বলছে রামু?? অনিকেতের চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলো... চাঁদের আবছা আলোতে সে যা দেখলো তাতে হাড় হিম হয়ে গেল তার... সে দেখলো সাদা ধুতি আর গেঞ্জি পরে একটা লোক দাঁড়িয়ে সারা শরীর থেকে ঝরে পরছে কাঁচা রক্ত লোকটার মাথা নেই... কেউ যেন তা এক কোপে কেটে উড়িয়ে দিয়েছে.... হঠাৎই তার মনে হলো তার ঘারের কাছে কি যেন গড়াচ্ছে ঘাম মনে করে সে মুছতে গিয়ে দেখে একি!! এ যে রক্ত!!
এক ছুটে ঘরে চলে আসে অনিকেত... ঘরে নিশ্ছেদ্য অন্ধকার... তারই মাঝে হাতরে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নেয় সে... হঠাৎ.........!!
লাইট জ্বলে ওঠে।। বাতির আলোতে সে দেখতে পায় জল নয়..... !! গ্লাস ভর্তি কাঁচা রক্ত....!!
গ্লাস পরে যায় তার হাত দিয়ে... মাটিতে লুটিয়ে পরে সে....

পরদিন সকালে ঘুম ভাঙে তার...গায়ে ধুম জ্বর... সে দেখে সে হাওড়া ষ্টেশনের একটি বেঞ্চে শুয়ে আছে পাশে তার ব্যাগটা রাখা.... সারারাত সে কোথায় ছিল কিভাবেই বা সে এখানে এলো...তা আজো তার অজানা....


ভালো লাগলে কমেন্টে জানাবেন....











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments