পুরোনো_কলকাতা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প
#পুরোনো_কলকাতা
আজ থেকে তা প্রায় বছর আশির পুরোনো কলকাতা শহর | দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে তখন বাতাসে বারুদের গন্ধ | ইংরেজ আমলের শেষার্ধে তখন ঘড়ঘড় ট্রামের আওয়াজ আসে দিনের বেলা অফিস বাবুদের তরপড়ানিতে | কিন্তু সমস্যা একটাই, জাপানি বোমার হুটোপাটিতে শহরে তখন সন্ধ্যা নামতেই সব অন্ধকার | রাস্তাঘাট ঢেকে দেওয়া হয়েছে কালো রঙের প্রলেপ দিয়ে, আলো জ্বালালেই বিপদ |
উত্তর কলকাতার একটি অঞ্চল | সম্প্রতি জাপানি বোমায় লণ্ডভণ্ড হাতিবাগানের একটি বাজারে বেশ সরগরম | আবার বুঝি ধাঁই হয়ে যায় নাকি | তাই সন্ধ্যাবেলা কারো বাড়িতে লাইট কিংবা লম্ফো জ্বালালে খ্যাঁক করে তেড়ে আসেন মাঝবয়সী অবনীবাবু | অফিস আর ছোট ব্যবসায়ী বাপুরা বিকেল শেষ হতে না হতেই বাড়ি ফিরে আসেন | যখন তখন আবার না জাপানিরা ধড়াম করে বোমা ছুঁড়ে বসে, সেই ভয়ে তারা ঘরে ঢুকে খিল এঁটে দেন |
সমস্যা শুধু তাই নয়, যাদের গ্রামে বাড়িঘর রয়েছে তারা ছেলেপুলে নিয়ে সবাই কেটে পড়ছেন সেখানে | প্রাণে বাঁচতে হবে তো, নাকি ? কেউ কেউ আবার আরো এক পা বাড়িয়ে, হাতিবাগান ফেলে দেওয়া বোমার চাক্ষুস দর্শনে জলের দরে সাতপুরুষের জমি, বাড়ি বিক্রি করে পালাতে পারলেই তারা বাঁচেন | অবনীবাবুর হচ্ছে এক সমস্যা, সাত কূলে তার কেউ নেই | কিছু টাকা অবশ্য ওনার রয়েছে, যা দিয়ে দিন দুয়েক আগে কিনে ফেলেছেন এক পেল্লাই সাইজের বাড়ি | মালিক ছিলেন বর্ধমানের এক বাঙালি ক্রিশ্চান, সুবোধ তলাপাত্র | অবনীবাবুকে কোনোমতে বাড়িটা গছিয়ে দিয়েই সাত সকালে ট্রেন চেপে পালিয়েছেন এই বোমার শহর ছেড়ে | নামমাত্র কাগজে সই করে বাড়িটির মালিক হয়ে বসেছেন অবনীবাবু |
কিন্তু দোতলা বাড়ির সব কটি তলায় প্রায় জনা চল্লিশেক ঘরের প্রায় সবকটিরই দেওয়াল খসে পড়ছে | বাড়িটার রং দেখলে চার-পেয়েরাও মুখে কাপড় দেবে | তবে জলের দরে এই বাড়িটার মালিক যে হয়ে বসবেন তা বোধহয় ঘুণাক্ষরে ভাবেন নি | সন্ধ্যার অন্ধকারে যখন সবাই ঘরে ছিটকিনি দিয়ে ঘাপটি মেরে বসে, তিনি একবার ভেবে বসলেন নতুন বাড়িতে একটা চক্কর দেবেন |
হাতে থাকা দেশলাই আর গোটা দুয়েক মোমবাতি জ্বেলে দোতলায় একটা চক্কর মারতে মনে হলো দূরে ওই কোণার ঘর থেকে রেডিওর আওয়াজ আসছে | কান পেতে ভালো করে শুনে তার বাঁজখাই গলায় প্রশ্ন এলো,
-আজ্ঞে, কে আপনি ওই ঘরে ? সুবোধবাবু যে বললেন, বাড়ি পুরো ফাঁকা, যদি থাকেন তবে তিনি অন্য জগতের হবেন !
রেডিও তে সম্ভবত আজাদ হিন্দ বাহিনীর সর্বেসবা নেতাজি সুভাষ বোসের ভাষণ চলছে | যা তখনকার বাঙালি তথা ভারতবাসীর রক্তে চকমকি পাথর জ্বালাতো | ছলকে উঠতো শিরশিরানি অনুভব | তবে খুব সাবধানে, কারণ গোরা পুলিশের খপ্পরে একেবারে পড়লেই হলো, গারদে ঢোকা নিশ্চিত হয়ে যেত |
একটা নাঁকি গলায় আওয়াজ এলো,
-কি করবো মশাই, আমি সম্পর্কে ওই সুবোধ খচ্চরটার কাকা হই | গেলো সপ্তাহে ঠান্ডা লেগে বুকে কফ জমে সে কি কান্ড রে বাপ্ ! ডাকি আর ডাকি, তবুও ব্যাটার সাড়া পাই না | ব্যস, যা হয়, কাশতে কাশতে ভোরের দিকে...............| কিন্তু বাপ, কফিনের বাক্সটা যে ভালো করে এঁটে বন্ধ করতে হয়, তাও পাঁঠাটা জানে না | সাতপুরুষের ভিটে এই বাড়িটা আমার প্রাণ | রেডিওটা খুব শখের, আর তাই ভর সন্ধ্যাতে শুনতেই দু দিন ধরে এখানে আসছি !
অবনীবাবু আর এগোন না, ক্রমশ থেমে পিছনের দিকে হাঁটতে থাকেন | নড়বড়ে সিঁড়ি দিয়ে হনহনিয়ে নেমে বকশির বাড়ির সামনের দালানে বসে হাঁফ ছাড়েন | ঘুটঘুটে অন্ধকারে তখন কলকাতা শহরটা পুরোই ভুতুড়ে, সামান্য পাতা নড়ার আওয়াজেও গা শিরশিরিয়ে ওঠে | পাড়ার লোকেদের চমকানো সেই সন্ধ্যাতে তার আর হয় না | পরনের জামাটাও বেশ ভিজে ভিজে মনে হয় |
~~~**~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments