Header Ads Widget

সবজান্তা

সবজান্তা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







#গল্প
#সবজান্তা

ষাটোর্ধ ঋষিকেশ বাবুর প্রায় বছর তিরিশেক ধরে হাওড়া অঞ্চলের এক কাপড়ের দোকানে যাতায়াত | তিনি সেখানকার একাউন্টেন্ট | খুব একটা বড়ো দোকান না হলেও নয় নয় করে খান পঞ্চাশেক কর্মচারীর কর্মক্ষেত্র | মালিক অবন্তিবাবুর ইদানিং খিটখিটে মেজাজের তিনি সম্মুখীন হলেও শান্ত স্বভাবের ঋষিকেশবাবু কিন্তু সব কিছু হাসি মুখে মেনে নেন | মানিয়ে নেন চিরকালীন সত্য কথা, অবস্থার পরিপ্রেক্ষিতে স্বভাবের পরিবর্তনকে | তবে আজ পর্যন্ত কেউ কিন্তু তার দেরি করে আসা নিয়ে অভিযোগ করতে পারেন নি, এমনকি অবন্তিবাবুও নন |
বাড়ি থেকে বেরিয়ে বৈদ্যবাটী স্টেশনে ঠিক পৌনে নয়টার ডাউন ব্যান্ডেল লোকাল ধরা | দশটা থেকে সোয়া দশটার মধ্যে দোকান পৌঁছানো | আজও তাই হতে চলেছিল কিন্তু বাধ সাধলো ওই মধ্যবয়স্ক লোকটি | আগে কখনো ওনাকে দেখেননি, সাধারণভাবে ডেইলি প্যাসেঞ্জার নন, হলে ঠিক চিনে নিতে পারতেন ওনাকে | সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে ঢোকার মুখেই কনুই দিয়ে এক ধাক্কা, আর একটু হলেই পড়ে যাচ্ছিলেন কোনোমতে রেলিংটা ধরে রক্ষা | তবে বুকে ব্যাথাটা বেশ হচ্ছে, ডান হাতটা চেপে বসে পড়লেন গাছের তলায় গোল করে বসার জায়গাটিতে | ট্রেনটি ছেড়ে চলে গেছে মিনিট খানেক হলো, ভিড়টা একটু কমতেই দুতিনজন চেনা পরিচিতি মুখ কাছে এসে কুশলের কথা জিজ্ঞেস করতে হাঁফ ছেড়ে বাঁচলেন | ব্যাথাটাও অনেকটা কম অনুভব হচ্ছে এখন | অদ্ভুতভাবে এতো ভিড়ের মধ্যেও উনি কোথায় যেন হওয়ার মতন মিলিয়ে গেলেন | তবুও লোকটির ওপর বেশ রাগ হচ্ছে | তোদের কোনো আক্কেল নেই নাকি ? দিলি তো আজ আমার তিরিশ বছরের সুনাম ডুবিয়ে | এখন ট্রেন ধরে দোকানে পৌঁছতে পৌঁছতে তো আধঘন্টা দেরি হবে | শান্ত ঋষিকেশবাবু বেশ উত্তেজিত স্বরে নিজের হা-হুতাশ ব্যক্ত করছিলেন, যদিও স্বান্তনা দেওয়ার মতন আশেপাশে লোকের অভাব ছিল না |

* * *
দোকানে পৌঁছতে বেশ দেরি হলেও সরু গলিটার মুখে এসে বেশ চমকে উঠলেন | গলির মুখে দমকল দাঁড়িয়ে, বেশ কিছু লোকজন উদ্ভ্রান্তের মতন দৌড়োদৌড়ি করছে | এম্বুলেন্স গাড়িতে অবন্তিবাবুকে স্ট্রেচারে করে তুলতেই বুকের ব্যাথাটা আবার চাগার দিয়ে উঠলো | শরীরের বেশ কিছু অংশে কালো পোড়া দাগ, শরীরের প্রচন্ড কষ্টটাকে কোনোক্রমে সামলে রেখেছেন | ঋষিকেশবাবু সামনে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেও কয়েকজন লোক ধরে টেনে নিয়ে এলেন | বোঝাতে শুরু করলেন মিনিট পনেরো আগে ঘটে যাওয়া দোকানের মধ্যে প্রচন্ড জোরে বিস্ফোরণের কথা | আগুনে জ্বলে যাওয়া দোকানের মধ্যে তখন বেশ কয়েকজন কর্মচারী প্যাকিংয়ের কাজ শুরু করেছিলেন | তাদের যে শেষ পর্যন্ত কি অবস্থা কেউ ঠিক করে বলতে পারলেন না | ঋষিকেশবাবু মনে করার চেষ্টা করলেন, চেনা, আত্মীয়ের মতন হয়ে যাওয়া সরল মুখগুলিকে |
ঘোলাটে হওয়া চশমার কাঁচদুটিতে তখন লবনাক্ত জলের রেখা | সামনের দৃশ্য ঝাপসা হয়ে যাবার মুখে মনে পড়তে লাগলো তার নিজের পরিবারের অসহায় মুখগুলির কথা | ডিভোর্স হয়ে চলে আসা একমাত্র মেয়ের ছোট বাচ্চা, নিজের অসুস্থ স্ত্রী, বেকার ছেলের কোনোরকমের রোজনামচার দৃশ্যগুলি নিজের চোখের সামনে যেন ফ্রেমে সাজানো ঘটনা | সামনের পরিচিত দোকানে এক গ্লাস খাবার জল গলায় ঢালতেই মনে পড়লো বৈদ্যবাটী স্টেশনের সেই লোকটির কথা, যার কনুইয়ের জোরালো গুঁতোয় তার এই দোকানে আসার দেরি হওয়া | জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার বাস্তবিকভাবে কোনোমতেই ব্যাখ্যা করা যায় না | যদি যেত হয়তো যুক্তিতক্কের গল্পগুলো অনেকটাই সবার বোধগম্য হয়ে উঠতো |

~~~**~~~











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments