উপকারী Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প
#উপকারী
অনিমেষবাবুর একমাত্র মেয়ে গার্গীর বিয়ে সামনের সপ্তাহেই । ছোটবেলা থেকেই ভালো স্কুল, কলেজে মেয়েকে পরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যথেষ্টই উদ্যোগী হয়েছিলেন তিনি । পুরোটা না হলেও কিছুটা তার সুপারিশ মতোন একটা বহুজাতিক কোম্পানিতে মেয়েকে আজ তিনিই ঢুকিয়েছেন । তো মেয়ে বহুজাতিক কোম্পানির একজন দক্ষ কর্মী, আর ছেলে যা নয় তাই হবে, তা কি করে হয় ? এখানে ওখানে দেখাশোনার পর অবশেষে এক দূরসম্পর্কের আত্মীয়র চেনাশোনা একটি ছেলের খুঁজে মিললো । ছেলে কানাডায় কর্মরত একটি বিশাল বড়ো কোম্পানির ম্যানেজার ।
প্রায় বছর দুয়েক আগে থেকেই কর্তা-গিন্নি দুজনে মিলেই অল্প অল্প করে মেয়ের গয়না পাড়ার স্যাকরা সুবিমলবাবুর কাছে গড়িয়েছেন । আজ বাদে কাল এই সমস্ত গয়না পরিয়ে মেয়েকে বিদায় জানাবেন এই তাদের একমাত্র স্বপ্ন, বাসনা । তিল তিল করে সমস্ত কিছু তারা জমিয়ে মেয়ের হাতে তুলে দেবেন এই তাদের আশা ।
দুপুর থেকে আকাশে যেভাবে কালো মেঘ জমছিল, বিকেল হতে না হতেই তুমুল জোরে বৃষ্টির আগমনে রাস্তা-ঘাট সমস্ত কিছু জলে ডুবে গেছে । অনিমেষবাবুদের বাড়ির সামনে প্রায় এক হাঁটু জল, সন্ধ্যা থেকে আবার কারেন্ট অফ, প্রবল দুর্যোগে অনেক সময় এইসব জায়গায় কারেন্ট চলে যায় । কিন্তু এখন যে কারেন্টটা নেই, সেটা মনে হয় কোনো বড়সড় ফল্ট, সহজে মনে হয় আসবে না । স্ত্রী মিত্রার সাথে ঘরে একটা মোমবাতি জ্বেলে নিজেদের জীবনের অম্ল-মধুর গল্প করছেন । হঠাৎ দরজায় যেন কার একটা ঠকঠক আওয়াজ শুনতে পেলেন ওরা । কারেন্ট অফ থাকায় বাইরের দরজার বেল তো বাজছে না, তাই বোধহয় ঠকঠক করে কেউ দরজায় আওয়াজ করছে ।
অনিমেষবাবু খাট থেকে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত আটটা বাজে, আর আধঘন্টা বাদে মেয়ে চলে আসবে অফিস থেকে । ভিতর থেকে "কে ?" বলে চিৎকার করে উঠতে, বাইরে থেকে জবাব এলো, "আমি সুবিমল বাবু ! একটা বিশেষ দরকারে এসেছি ! একটু দয়া করে দরজাটা খুলবেন ?"
বেশ ভারিক্কি গলাটা কেন যে এমন কর্কশ শোনাচ্ছে সুবিমলবাবুর তা কোনোমতেই বুঝতে পারলেন না । "খুলছি" বলে এরপর দরজাটা খুলতেই, সুবিমলবাবুকে দেখলেন, বগলে ছাতা, কাঁধের কাছটা একটু ভেজা, ডান হাতে একটা বড়োসড়ো ব্যাগ ! "আসুন" বলে সুবিমলবাবুকে আহ্বান জানালে, তিনি বলে উঠলেন "না আজ নয়, অন্যদিন ! আজ আমায় নিয়ে সবাই একটু ব্যস্ত আছে, তাই এখন নয়, পরে......।"
অনিমেষবাবু ব্যাগটার কথা উল্লেখ করে জিজ্ঞেস করলেন, "এতে কি আছে ?" উনি তখন বললেন, "আপনার মেয়ের সমস্ত বিয়ের গয়না ! আপনাকে আরও দু-তিন দিন বাদে ফেরত দেবার কথা ছিল, কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবার জন্য আজই ফেরত দিয়ে দিলাম !" ভদ্রতাবশত: সুবিমলবাবুকে জিজ্ঞেস করলেন, "এতো বৃষ্টির মধ্য যখন এলেন, এক কাপ চা খেয়ে যান !" ওনার হাই পাওয়ারের চশমার ফাঁক দিয়ে সুবিমলবাবু অনিমেষবাবু-কে দেখে বললেন, "বললাম না, এখন সবাই আমাকে নিয়ে এখন ব্যস্ত আছে, পরে যদি সময় হয়....।"
উনি চলে গেলেন, চলে যাবার পর অনিমেষবাবু ব্যাগটা খুলে সমস্ত গয়নাগুলো দেখলেন, একেবারে নিখুঁত, ঠিক যেমনটি চেয়েছিলেন, ঠিক তেমনটিই উনি নিয়ে এসেছেন !
* * *
সাড়ে আটটা হয়ে রাত নটা দশ হয়ে গেলো তবুও গার্গী বাড়ি না ফেরাতে, অনিমেষবাবু এবং তার স্ত্রী বেশ নার্ভাস হয়ে গেলেন । মোবাইলে অনেকবার ধরবার চেষ্টা করলেও ধরতে পারলেন না, বলছে এন্গেজড রয়েছে । স্ত্রীর কথামতোন বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটে রাস্তার মোড়ে যেতেই সুবিমলবাবুর গয়নার দোকানটা নজরে এলো ।
বেশ ভিড়, একটা পুলিশের গাড়িও সামনে দাঁড়িয়ে রয়েছে । খুব স্বাভাবিক উৎসুক লোকের মতন অনিমেষবাবু দোকানের কাছে যেতেই দেখতে পেলেন, ভিতরে সুবিমলবাবুর নিথর দেহটা পরে রয়েছে । চারিদিকে রক্তের চিহ্ন, সারাটা ঘর বয়ে বেড়াচ্ছে এলোমেলো হয়ে যাওয়া আসবাবপত্রগুলো ।
একজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন, বৃষ্টিটা শুরু হতেই জনা চারেক দুষ্কৃতী এই সোনার দোকানে ঢোকে । কথা কাটাকাটি, জোরাজুরি করতে করতে অবশেষে দুস্কৃতির ছোড়ার আঘাতে মাটিতে পড়ে যান সুবিমলবাবু । এরপরও কোনোকিছু দিতে অস্বীকার করতে তারা নৃশংসভাবে সুবিমলবাবুকে কোপাতে শুরু করে, বেশ কিছুক্ষনের মধ্য মেঝেতে শুয়ে তিনি প্রাণ হারান । প্রায় পুরো দোকানটাই দুষ্কৃতীরা লুঠ করে ।
অনিমেষবাবু আরো অবাক হলেন জেনে, সুবিমলবাবু মারা গেছেন বৃষ্টি শুরু হবার সময়, তখন বেলা সাড়ে চারটে-পাঁচটা হবে আর উনি বাড়িতে এলেন, তখন সাতটা বাজতে দশ মিনিট বাকি ছিল ।
তাহলে, বিশাল বড়ো একটা অস্বস্তি, ক্ষতি, ঝড়-ঝাপ্টা থেকে তার আত্মা এসে কি বাঁচিয়ে দিলো তাদের ? একবার প্রশ্নটা কাউকে করবেন বলেও পিছিয়ে এলেন, বলতে পারলেন না ! কেউ বিশ্বাস তো করবে না, আবার বলা যায় না, গয়নার ব্যাগটা না আবার দেখতে চায় !
মেয়েকে নিয়ে ঘরে পৌঁছতে স্ত্রীকে ঘটনাটা বলতে উনি বেশ চমকে যান ! তিনজনেই অনেকক্ষন চুপ করে বিছানায় বসে ছিলেন । আলো চলে আসতেই খানিকটা নিষ্কৃতি পেলেন সবাই । তবে ওনার কর্তব্যবোধ দেখে তিনজনেই মুগ্ধ হলেন ! মনে মনে ওরা তিনজনই কৃতজ্ঞতা জানালেন সুবিমলবাবুকে ।
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments