Header Ads Widget

আলো

আলো Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







####গল্প----আলো #####
------------------------------------------

"কিরে তুই এখনো গেলিনা"?
ঠাকুরমশাই ধমকে উঠলেন ।
"আজ্ঞে একটা মিনতি নিয়ে এসেছি।"
"কি মিনতি"?
"পুজো করার সময় মায়ের কাছে আমার জন্য একটা জিনিস চাইবে?"
"তোর জিনিস আমি চাইতে যাব কেন? ওরে সর,সর্, ছায়াটা গায়ে লাগছে যে"!
ঠাকুরমশাই তড়িৎগতিতে পিছিয়ে দাঁড়ালেন ।ছেলেটির নাম বাবলু । কালু বাগদীর ছেলে।
এ গ্রামেই থাকে, পিতৃ-মাতৃহীন। বছর দশ-বারো বয়স। অনাথই বলা চলে। পরের দয়ায় কোন রকমে বেঁচে আছে।
ছেলেটি আবার অনুনয় করে বলল ,
"তুমি তো সবার হয়ে পুজো করো ।তাহলে আমার হয়ে কিছু চাইতে পারবে না কেন?" ঠাকুর মশাইঅবাক হয়ে তাকিয়ে রইলেন ,কি বলবেন ভেবে পেলেন না। তারপর বললেন,"কি চাইতে হবে?"
"পুজো করার সময় মাকে বলবে আমি যেন একদিন ডিমের ঝোল খেতে পাই ।ওরা খেয়েছিল ,ওই যে গো, যাদের বাড়িতে আমি কাজ করি ।আমাকে দেয়নি। কি সুন্দর বড় বড় ডিমের লাল লাল ঝোল । আমাকে শুধু একটা বেগুন সিদ্ধ দিয়েছিল ।তার মধ্যে আবার এত্তবড়ো একটা পোকা।"
ঠাকুর মশাই আঁতকে উঠলেন।" দিলিতো আমিষের নাম করে সব মাটি করে। দুগ্গা দুগ্গা "। দু হাত জোড় করে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন।তারপর বললেন," তুই যা তো এখান থেকে। আমি খুব ব্যস্ত। ঘরে পুজো করে আবার মণ্ডপে যেতে হবে ।অনেক কাজ বাকি"। ঠাকুর মশাই পুজোর ফুল নিয়ে ব্যস্ত হয়ে ঘরের দিকে পা বাড়ালেন। ছেলেটি পিছন যেতে যেতে বলল," আমার তো খুব শরীর খারাপ, খালি জ্বর হয়। তাই মন্ডপে যেতে পারব না। কতজনকে বললাম। সবাই বলল, তুই বাগদির ছেলে, তোর হয়ে কিছু বলতে পারব না । আচ্ছা ঠাকুরমশাই, ভগবান কেন উঁচু জাত নিঁচু জাত বানালো?"
" ভগবান বানাবে কেন? মানুষ বানিয়েছে।"
" কেন? মানুষ কি ভগবানের চেয়েও বড়?" ঠাকুরমশাই চমকে উঠলেন। ছেলেটি বলল," মা বলতো যারা ভালো মানুষ তারা সবাইকে এক চোখে দেখে। তুমিতো মায়ের পুজো করো ।তুমি তো ভালো মানুষ। তুমি তো আর উঁচু জাত নিঁচু জাত দেখবে না। তাই তোমার কাছে এলাম। তুমি বললে মা নিশ্চয়ই শুনবে। "
রুগ্ন মলিন ছেলেটি। সারাদেহে অসুস্থতা আর অনাহারের চিহ্ন। দু' চোখে ব্যাকুল আবেদন।কিন্তু এসব আবেদনে সাড়া দেবার সময় তার নেই। বললেন, "সন্ধ্যায় মণ্ডপে গিয়ে যা চাইবার চেয়ে নিস।" ঠাকুরমশাই ঘরের মধ্যে ঢুকে গেলেন। কিন্তু আজ যেন কিছুতেই পুজোয় মন বসাতে পারলেন না ।বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলেন । বারবার বাবলুর কথাগুলো মনে পড়ছিল।অনেক কষ্ট করে পুজো শেষ করে গ্রামের পুজো মণ্ডপে গেলেন। কিন্তু সেখানেও পুজো করার সময় তার একই অবস্থা হলো। আরতির সময় হাত থেকে পঞ্চপ্রদীপ প্রায় পড়ে যাচ্ছিল। চোখের জলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন ।একি হলো তার ? তার এতদিনের সযত্নে লালিত শাস্ত্রজ্ঞান আচার- বিচারের দুর্ভেদ্য ভিত নড়ে উঠলো ওই নিচু জাতের একরত্তি ছেলেটির কাছে ?তবে কি তিনি ভুল করে এসেছেন এতদিন? না না এ কিছুতেই হতে পারে না ।তার মত শুদ্ধদেহে শুদ্ধমনে ক'জন পুজো করে ?
রাতে ভালো করে ঘুম এলো না। সারারাত ছটফট করলেন ।শেষ রাতে একটা স্বপ্ন দেখে পাগলের মতো উঠে বসলেন। স্বপ্নে দেখলেন ,তিনি পুজো করছেন কিন্তু মা মুখ ফিরিয়ে রয়েছেন ।সকাল হতেই পাড়ার দোকান থেকে কয়েকটা ডিম কিনলেন। দোকানদার অদ্ভুত চোখে তাকিয়ে রইল। পুরোহিত মশাই অকৃতদার । স্বপাক ভোজন করেন ।নিজের হাতে ভাত আর ডিমের ঝোল রান্না করে বেরিয়ে পড়লেন। একটা নির্জন পুকুরের পাশে কালু বাগদীর ঘর। বাড়ি বাবলু রাতে সেখানে একাই শোয়। ছোট্ট খড়ের কুঁড়েঘরটি প্রায়নেই বললেই চলে।ঠাকুর মশাই ঘরে ঢুকে দেখলেন, ঘরে কেউ নেই। এদিক-ওদিক তাকাচ্ছেন, দরজায় ছায়া দেখে চোখ ফেরালেন। বাবলু দাঁড়িয়ে আছে। হাসি হাসি মুখ। বলল ,"ডিমের ঝোল এনেছ?
প্রচন্ড বিস্ময়ে ঠাকুরমশাই বললেন," তুই কি করে জানলি ?"
বাবলু হাসিমুখে তাকিয়ে রইল। ঠাকুমমশাই দেখলেন, বাবলুর শরীরে অসুস্থতার কোনো চিহ্নই নেই ।ঝলমল করছে মুখ।জিজ্ঞেস করলেন," তোর শরীর কেমন আছে?"
"আমি এখন খুব ভাল আছি । কোনো কষ্ট নেই ।"
"ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নে। আমি চললাম।"
ঠাকুরমমশাই বেরিয়ে তাড়াতাড়ি পা চালালেন বাড়ির দিকে। বাড়ি এসে দেখলেন, কয়েকজন ছেলে দাড়িয়ে আছে ।
"কি ব্যাপার?"
" প্রনাম ঠাকুর মশাই ।আমরা কিছু টাকা পয়সা যোগাড় করছিলাম। কালু‌বাগদীর ছেলে,ঐযে বাবলু বলে ছেলেটি,কাল রাতে মারা গেছে। অনাথ ছেলে।ক্রিয়াকর্ম তো আমাদেরই করতে হবে।"
ঠাকুরমশাইয়ের চারপাশ টলমল করে দুলে উঠলো । প্রায় পড়ে যাচ্ছিলেন ।ছেলেরা এসে ধরে বসিয়ে দিল।
"ঠিক আছে ঠাকুর মশাই। আমরা নাহয় পরে আসবো । আপনি বিশ্রাম নিন।"
একইভাবে ঠাকুরমশাই বসে রইলেন। অনেকক্ষণ বাদে কোনরকমে উঠে ঘরে গিয়ে মায়ের পায়ে আছড়ে পড়লেন ।
", এতদিনে আমার দম্ভ ভাঙালি মা?ওইটুকু ছেলের যে জ্ঞান ছিল তাও আমার নেই ।এই অভাগাকে তুই ক্ষমা কর । কেন ওকে এইভাবে কেড়ে নিলি ?নিলিই যখন তোর পায়ে ওকে স্থান দিস মা ।ওকে শান্তি দিস"।
ঠাকুর মশাই উপুড় হয়ে আকুল স্বরে কাঁদতে লাগলেন। মায়ের মুখে তখন মধুর হাসি।











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments