শেষ_ট্রেনের_যাত্রী Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#শেষ_ট্রেনের_যাত্রী
#কঠোরভাবে_প্রাপ্তবয়স্ক_ও_প্রাপ্তমনস্কদের_জন্য
-"একজন ছেলের জন্য চাকরি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস" ...আপন মনে ভাবছিল হাওড়া ডিভিশন রেল পুলিশের সদ্য জয়েন করা কনস্টেবল গৌতম সমাদ্দার। এক সপ্তাহ হয়েছে রেল পুলিশে জয়েন করেছে সে। গৌতমের ভাবনা কতটা ঠিক বা ভুল তা জানি না তবে গৌতমের জন্য তার চাকরিটা সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। গৌতমের বয়স বছর ত্রিশেক, বহু চেষ্টা করেও সে এর আগে কোন চাকরি জোটাতে পারেনি,আর তাই বহু লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়েছে। স্বামীহারা তার মাকেও কথা শোনাতে ছাড়েনি কেউ। এতদিনে বহু পরিশ্রমের শেষে এই চাকরিটা আয়ত্তে আনতে পেরেছে সে। এই এক সপ্তাহের মধ্যেই তার সিনিয়ররা তাকে খুবই ভালবেসে ফেলেছে ,কারণ গৌতম ছেলেটা কথাবার্তায় খুবই সুন্দর খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে। সেইদিন সন্ধ্যাবেলা গৌতম ডিউটি করছিল, ডিউটি শেষ হবে সন্ধ্যেবেলা সাতটা নাগাদ কিন্তু তারপরে যে অফিসে জয়েন করবেন তার বাড়িতে কিছু সমস্যা হওয়াতে তার আসতে দেরি হয়ে যায় ফলে গৌতমকে তার জায়গাটা সামাল দিতে হয়। এই করতে করতে তার ডিউটি থেকে বের হতে বেজে গেলো এগারোটা।
-" ইস!!!!কত রাত হয়ে গেল। মা নিশ্চয়ই খুব চিন্তা করছে। লাস্ট ট্রেন ছাড়া আরতো উপায়ও নেই কোন কিন্তু সেও তো এখনো প্রায় মিনিট দশ পনেরো বাদে। মাকে বরং একটা ফোন করে দি"।
এই বলে পকেট থেকে তার মোবাইল ফোনটা বার করে লক স্ক্রীন খুলে চমকে গেলে গৌতম
-" ও মাই গড!!! পাঁচটা মিস কল মায়ের"।
ফোনটা সাইলেন্ট থাকায় মায়ের ফোন ধরতে পারেনি গৌতম। নিজেই মা কে এখন ফোন করলো গৌতম কিন্তু ফোনটা বেজে বেজে কেটে গেল।
-" মা মনে হয় চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে, থাক আর ফোন করবো না"
এই বলে নিজের পকেট এ ফোনটা ঢুকিয়ে নিয়ে গৌতম অধীর আগ্রহে লাস্ট ট্রেন এর জন্য অপেক্ষা করতে লাগল।
ট্রেনটা প্লাটফর্মে আসামাত্রই গৌতম তাড়াতাড়ি করে তাতে উঠে বসে ভাবলো আর পাঁচ মিনিটের মধ্যেই সে রওনা হবে তার গন্তব্যের উদ্দেশ্যে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গৌতম বলতে লাগলো
-"উফঃ বাঁচলাম বাবা কি ভাগ্যেই ট্রেন টা ক্যানসেল করেনি না হলে এরপরে দুখানা ট্রেন গ্যালোপিং"।
সম্পূর্ণ ট্রেন কক্ষে সে একাই একমাত্র যাত্রী অবশ্য লাস্ট ট্রেন গুলো এরকম ফাঁকা ফাঁকাই হয় ,খুব একটা ভীড় হয় না। ট্রেন হুইসেল দিয়ে তার যাত্রা আরম্ভে সংকেত দিল। ট্রেনের চাকা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে অগ্রসর হতে শুরু করা মাত্রই একজন তড়াং করে লাফ মেরে কম্পার্টমেন্টে প্রবেশ করল। যাত্রীটি হাঁফাতে হাঁফাতে বলতে লাগলো
-"মা গো ট্রেনটা পেলাম তাহলে"।
গলা শুনে গৌতম বুঝতে পারল সেটি একটি মেয়ের গলা যদিও সে তার উল্টো দিকের এক কোণে বসে আছে। গৌতম এর মাথায় তখন একটিমাত্র চিন্তা বারে বারে ঘুরপাক খাচ্ছে
- " মা ঠিক আছে তো...... শরীর টরির খারাপ হল না তো মায়ের!!!"
চিন্তামগ্ন থাকতে থাকতে কখন যে ট্রেন হাওড়া থেকে বেরিয়ে লিলুয়া হয়ে বেলুড়ে এসে পৌঁছেছে তা খেয়ালই করেনি গৌতম ।অবশ্য তার গন্তব্যের এখনো ঢের বাকি ,তার গন্তব্য স্টেশন চুঁচুড়া। কিন্তু হঠাৎ করেই একটা ভারী অদ্ভুত ঘটনা ঘটলো। গৌতমের সহযাত্রী হঠাৎ তার জায়গা ছেড়ে গৌতমের উল্টো দিকের সিটে এসে বসলো। গৌতমের অবশ্যই এতে কোন আশ্চর্য কিছু লাগেনি সে ভাবল বোধ হয় একলা মেয়ে ভয় পাচ্ছে তাকে পুলিশের পোশাকে দেখে নিশ্চিন্তে তার সামনে এসে বসেছে। গৌতম একমনে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ট্রেন যখন উত্তর পাড়ায় ঢুকছে, কি মনে হতে হঠাৎ কম্পার্টমেন্টের ভিতরে মুখ ফেরাতেই গৌতম লক্ষ্য করলো তার সহযাত্রী সেই মেয়েটি উজ্জ্বল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অকস্মাত্ অপ্রত্যাশিত ভাবে এই পরিস্থিতির সম্মুখীন হতে সলজ্জ ভাবে চোখ নামিয়ে নিল গৌতম। মনে মনে সে ভাবতে লাগলো
- " ভারী অদ্ভুত তো মেয়েটা এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন?...কিছু কি বলতে চায় আমাকে?...কোন সমস্যা নয় তো?"
এরপর কিছু একটা ভেবে নিয়ে সেই মেয়েটিকে কিছু একটা জিজ্ঞেস করার উদ্দেশ্যে মাথা তুলে তার দিকে তাকাতেই গৌতম দেখলো সেই মেয়েটা তখনও তার দিকে একই ভাবে তাকিয়ে আছে। গৌতমের ঠোঁট দিয়ে কোন কথা বের হল না সে একদৃষ্টে তাকিয়ে রইল সেই মেয়েটির দিকে। কিছুতেই যেন চোখ সরাতে পারল না মেয়েটির থেকে ।যেন কোন এক অদ্ভুত মায়া শক্তি তার চোখে মেয়ে টির দিকে আকর্ষণ করে রেখেছে ঠিক যেমনভাবে চুম্বক লোহাকে নিজের দিকে আকর্ষিত করে। সৌন্দর্য যেন চুইয়ে পড়ছে সেই মেয়েটির সর্বাঙ্গ থেকে অসামান্য অপরূপা রূপবতী সেই মেয়ে।ট্রেন তখন কোন্নগর স্টেশন ছাড়লো। কিন্তু এরপর যে অপ্রত্যাশিত ঘটনা ঘটলো তা হয়তো গৌতম এর পক্ষে অনুমান করা সত্যিই দুষ্কর। একটা মৃদু হাসি হেসে সেই মেয়েটি হঠাৎ তার সিট ছেড়ে গৌতমের একদম পাশে এসে বসলো। এরপর সেই মেয়েটি হঠাৎ করেই হাত রাখল গৌতমের কাঁধে আর এক হাত রাখলো গৌতম এর গালে। গৌতম যেন কোন এক নৈস্বর্গিক মায়াতে আচ্ছন্ন হয়ে গিয়েছে, তার সর্বাঙ্গ যেন সম্পূর্ণভাবে সেই মেয়ে টির আয়ত্তে চলে গেছে, গৌতম অনুভব করলো তার চোখ যেন আর তার সঙ্গ দিচ্ছে না আর খুলে রাখতে পারছেনা তার চোখ দুটো। আস্তে আস্তে চোখ দুটো একেবারে বুজে গেল, তারপর সমস্তটাই অন্ধকার।
***********
-"ও মশাই শুনতে পাচ্ছেন কি হলো শুনতে পাচ্ছেন"
কে যেন গৌতমের গালটা সজোরে নাড়াতে নাড়াতে প্রশ্ন করতে লাগল। আস্তে আস্তে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে মাথা ধরে উঠে বসলো গৌতম। তার সামনে সে লক্ষ্য করলো তার মতনই খাকি উর্দি পরা এক বলিষ্ঠ চেহারার ভদ্রলোক এবং আরও দুতিনজন।
- "আমি কোথায়"
কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল গৌতম।
- "আপনি ব্যান্ডেল জংশন রেল পুলিশের অফিসে আছেন.... ওরা কারসেডে ট্রেন চেক করতে গিয়ে আপনাকে এই অবস্থায় উদ্ধার করে"
উত্তর দিলো খাকি উর্দি পরা সেই ভদ্রলোক। এতক্ষণ নিজের দিকে খেয়াল করেনি গৌতম এরপর সে নিজের দিকে তাকানো মাত্রই আঁতকে উঠল ,তার শরীরে জামাটা যেন কেউ আঁচড়ে ফালাফালা করে দিয়েছে, জায়গায় জায়গায় রক্ত লেগে। ভয়ে বিস্ময়ে গৌতম বলে উঠলো ,
-"কিন্তু আমি এই অবস্থায় এখানে কি করে ,আমি তো হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম চুঁচুড়ায় নামবো বলে"।
কথাটা শুনে খাকি উর্দি সেই ভদ্রলোক কি একটা ভাবনা চিন্তা করে গৌতম কে জিজ্ঞেস করল,
- " আচ্ছা কাল রাতে আপনার সাথে ঠিক কি কি হয়েছিল একটু মনে করে বলুন তো?"
গৌতম একটু ভেবে নিয়ে সব গুছিয়ে এক এক করে বলতে লাগল সে খাকি উর্দি পরা ভদ্রলোক কে। সবটা শুনে এবার সেই খাকি উর্দি ভদ্রলোক চিৎকার করে বলে উঠল
-" কি বলছেন কি মশাই!!!.... আপনার ভাগ্য খুবই ভালো যে আপনি জীবিত আছেন এখনো"।
খাকি উর্দি পড়া ভদ্রলোকের কাছ থেকে এমন উত্তর পেয়ে ভয়ে গুটিসুটি মেরে গেল গৌতম। সেই ভদ্রলোক বলতে লাগলেন
- " আপনি যেই মেয়ের খপ্পরে পড়েছিলেন সে কোন মেয়ে নয় আসলে একজন অশরীরী!! এই ঘটনাটা আমার এক সিনিয়র অফিসারের কাছ থেকে শোনা ।তখন আমি এই পদ গ্রহণ করিনি, আজ থেকে প্রায় বছর পাঁচ-সাত আগের কথা একটি মেয়ে কলকাতায় এক ডান্স কম্পিটিশন গেছিল তার বাবা-মাকে লুকিয়ে। দেরি হওয়ায় ওই লাস্ট ট্রেন টাই সে পায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার আর বাড়ি ফেরা হয় না, ট্রেনে দুজন মদ্যপ ছেলে ওঠে যারা তাকে নানাভাবে টিজ করতে থাকে একটা সময় মেয়েটা যখন তার প্রতিবাদ করে তাদের একজনের গালে চড় মারে তখন তারা মেয়েটার শ্লীলতাহানির চেষ্টা করে ।নিজের সম্মান রক্ষার জন্য ট্রেন থেকে ঝাঁপ দেয় মেয়েটি, ক্ষতবিক্ষত হয়ে যায় তার শরীর। এরপর প্রায় প্রতি বছর ওই শেষ ট্রেনে যে বা যারা ওই কম্পার্টমেন্টে উঠেছে তাদের কারোরই আর বাড়ি ফেরা হয়ে ওঠেনি। একটু থেমে সেই ভদ্রলোক বলেন,
-"একবার এক ব্যক্তির মৃতদেহ আমরা কার সেড থেকে পাই.... তার শরীরটা কেউ যেন ধারালো কিছু দিয়ে ফালাফালা করে দিয়েছিল....তার চোখ দুটো আর হৃদপিন্ড খুলে বার করে নিয়েছে...."।
এরপর সেই ভদ্রলোক গৌতম কে প্রশ্ন করলেন
-"কিন্তু আপনি এই বিপদ থেকে কি করে পরিত্রান পেলেন?এ যে অসম্ভব"..
এরপর কি মনে হতে গৌতম হঠাৎ তার ডান হাতের দিকে তাকালো তার কনুই এর উপরে জামার কিছুটা জায়গা পুড়ে গেছে.... বেরিয়ে এসেছে তার হাতে লাল সুতোয় বাঁধা একটা রুদ্রাক্ষ। নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল গৌতমের, গৌতমের বয়স তখন আট বছর গৌতমের দাদু ওর কুষ্টি বিচার করে উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছিল ওর কাছে। তাঁর গুরুদেবের দেওয়া এই রুদ্রাক্ষটা পরিয়ে দিয়েছিল তার হাতে। গৌতমের মা প্রশ্ন করেতে উনি বলেছিলেন
-" আমি ওর কুষ্ঠিতে যৌবনকালে মরণ ফাঁড়া দেখতে পেয়েছি কিন্তু সেই ফাঁড়া কাটিয়ে উঠলে ওর দীর্ঘায়ু হবে...... এই রুদ্রাক্ষ আমার গুরুদেবের দেওয়া....এ খুবই শক্তিশালী ওকে সব বিপদ থেকে রক্ষা করবে"।
গৌতমের মা-বাবা বরাবরই আধুনিক চিন্তাধারার মানুষ বলে এই কথায় অত আমল দেয়নি কিন্তু সেই রুদ্রাক্ষ টা খুলে ফেলে নি কারণ ওই বৃদ্ধ মানুষটিকে তারা দুজনেই খুব শ্রদ্ধা করত। কিন্তু আজ সেই বৃদ্ধ মানুষের রুদ্রাক্ষ টাই চরম বিপদের হাত থেকে রক্ষা করল গৌতমকে। সে বুঝতে পারলো কি ঘটেছে ওই অশরীরীর সাথে।
ভদ্রলোকের প্রশ্নের কোন উত্তর দিল না গৌতম খালি বলল
- "আমায় একটু জল দেবেন....গলাটা শুকিয়ে গেছে"।
এই ঘটনার পর থেকে শেষ ট্রেনের সব যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায়.... মৃত্যু আর তাদের সহযাত্রী হয় না।
#সমাপ্ত
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments