পিসিমার_বালা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#পিসিমার_বালা
অভিকের পিসিমার অনেক দিনের ইচ্ছা ছিল, ভাইপোর বৌ আসবে, তার হাতে পরিয়ে দেবে সোনার বালা দুখানি | অনেক কষ্টের জমানো এই দুখানি বালা নেবার জন্য তার দুই মেয়ে অবশ্য কম চেষ্টা করেনি, তবুও তার ওই এক রা ছিল, আমার যা কিছু আছে তোদের সব দেব, কিন্তু এই দুখানি বালা আমার ভাইপো বৌয়ের জন্য |
কিন্তু ভাগ্য তার সাথ দিলো না, ভাইপোর বিয়ের ঠিক মাস দুই আগে, কঠিন জ্বরে ভুগে মারা গেলো অভিকের পিসিমা | গ্রামের লোকেরা খুব আফসোস করেছিল, ইস বেচারা আর কিছুদিন বাঁচতে পারলো না, কত আশা ছিল ভাইপো বৌয়ের মুখ দেখে তবেই দেহ রাখবে !
বৌভাতের রাতে সবাই যখন শুয়ে পড়েছে, অভিক আর নতুন বৌয়ের ঘুমটা ভেঙে গেলো হঠাৎ একটা আওয়াজে, মনে হলো দরজা ঠক ঠক করছে কেউ ! ওরা মনে করলো কেউ নিশ্চয় মজা করছে, ওরা চুপ করে আবার শুয়ে পড়লো, কিন্তু খানিকক্ষণ পর আবার সেই আওয়াজ | খুব ধীরে ধীরে খাট থেকে নেমে অভিক দরজা খুলতেই চমকে গেলো, মিষ্টি পানের মশলার গন্ধ তার নাকে এলো, ঠিক পিসিমা যে গন্ধের মশলা পানে মিশিয়ে খেত | দু-একবার লুকিয়ে অভিকও ছোটবেলায় অনেক বার খেয়েছে, গন্ধটা তাই নাকে লেগে রয়েছে | দরজা বন্ধ করে শুয়ে পড়তে বেশ কিছুক্ষন পরে খাটটা যেন জোরে নড়ে উঠলো । ভয় পেয়ে নতুন বৌ অভিকের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরলো |
অভিক উঠে খাটের মাঝখানে বসতেই জানালার একটা পাল্লা খোলা দেখলো | অদ্ভুত তো, সব জানালা দরজাই তো বন্ধ ছিল, তাহলে খুললো কি করে | নতুন বৌ ভীষণ ভয় পেয়ে গেলো, বললো এই ঘরে ভুত আছে, আমি থাকবো না এই ঘরে | ধুর, ভুত আছে, যতই অভিক তার বৌকে সাহস জোগানোর চেষ্টা করলো, না, তার বেশ বুক ধড়ফড় করছে | জানালার পাশে রাখা একটা ঘটি এবার ধুম করে মাটিতে পড়তেই দুজনে চমকে উঠলো | মেঝেতে গড়িয়ে গেলো ওর মধ্য রাখা জল, তাই এবার খানিকটা হলেও অভিক চমকে গেলো | তার মনে হলো কিছু তো একটা অদ্ভুতাকার ঘটনা ঘটে চলেছে, তার বৌ একবার খাট থেকে নেমে পড়লো, বললো এই ঘরে আর একদম থাকবে না |
মহা বিপদে পড়লো অভিক, এক্ষুনি লোক জানাজানি হলে হাসাহাসির চূড়ান্ত হতে হবে | তোমার ভয় কি, লাইট জ্বলছে তো, একটু বোসো, আর কিছুক্ষন পরেই তো সকাল হয়ে যাবে | তারপর ভালো করে সবকিছু পর্যবেক্ষন করা যাবে, এই মুহূর্তে বাড়ির বাইরে বেরুলে সবাই কি বলবে বলোতো | অভিক যে খুব একটা কিছু ভুল বলছে না, তার নতুন বৌ সে কথা বুঝতে পারলো | না, লাইট জ্বালিয়েই তারা শেষ রাতটুকু সেদিন কাটিয়ে দিলো | ঘুমটা তার ভাঙলো, তার বৌয়ের জোরে জোরে পিঠে ধাক্কা দেওয়ার ফলে, ধড়মড় করে উঠে পড়ে দেখতে পেলো তাদের মাথার কাছে রয়েছে পুরোনো আমলের একজোড়া বালা, আরে এই তো বালা, যেদুটো পিসিমার হাতে পড়ে থাকতে দেখেছিলো | মার কাছে শুনেছিলো এই বালাদুটোই পিসিমা তার বৌকে দেবে বলে, সবাইকে বলে বেড়াতো | তবে, কোথা থেকে এই বালাদুটো এলো ? উনি মারা যাবার পর তো তার দুই মেয়ে তার দরজা তালা দিয়ে বন্ধ করে দিয়েছিলো |
একের পর এক গতকালের রাতের ঘটনাগুলো তাদের মনে আসতে লাগলো, দরজা ধাক্কা দেওয়া, পান-মশলার গন্ধ পাওয়া, জানালার একটা পাল্লা খোলা থাকা, জানালার পাশ থেকে ঘটি গড়িয়ে পড়ে যাওয়া | তাহলে কাল রাতে কি পিসিমা...........|
অবশ্য অভিক তার নতুন বৌয়ের চওড়া হাসি দেখে সব কিছু ভুলতে বসেছিল | আর তার বৌ যতই বলুক এখানে ভুত আছে, সে তো সকালবেলা এই ঘরথেকে নড়তেই চাইলো না, একবার হেসে বললো, চুপ কাউকে বোলো না, যদি পিসিমা আবার কিছু নিয়ে এই ঘরে আসেন |
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments