অভিশপ্ত_আইল্যান্ড Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#অভিশপ্ত_আইল্যান্ড
তিন নম্বর আইল্যান্ডের সামনে পৌঁছে কিছুটা দূরে এক ভদ্রমহিলাকে দেখলাম, হেঁটে খুব তাড়াতাড়ি রাস্তা পার হচ্ছেন | জোরে চিৎকার করে জিজ্ঞেস করলাম,
-ম্যাডাম, এবি ব্লকটা কোনদিকে প্লিজ একটু বলবেন ?
একবার মনে হলো আমার দিকে তাকিয়ে ঘাড়টা ঘোরালেন, তারপর, কোথায় যেন মিলিয়ে গেলেন বুঝতে পারলাম না | খানিকটা দূর এগিয়ে গিয়ে ওনাকে খুঁজতেও চেষ্টা করলাম, কিন্তু বুঝলাম না কি হলো ?
এক ভদ্রলোক অবশ্য আমায় পিছন থেকে ডেকে জিজ্ঞেস করলেন,
-দাদা, আপনি কি কাউকে খুঁজছেন নাকি ?
উত্তর দিলাম,
-আমি তো একটা ঠিকানা খুঁজছি, কিন্তু এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করতে হঠাৎ উনি যেন কোথায় মিলিয়ে গেলেন মনে হলো !
উনি এবার আমার খুব কাছে এসে গেছেন | আমাকে ঠিকানাটা দেখিয়ে দিয়ে বললেন,
-দাদা রাত তো প্রায় সাড়ে এগারোটা, এই রকম জায়গায় নির্জন অন্ধকারে কিছু দেখলে, অত মাথা ঘামানোর চেষ্টা করবেন না, এখন যান ঠিকানাটা তো বলেই দিয়েছি |
আমি এই জায়গায় থাকি না, ওনাকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলাম না | ঠিকানাটা আমার এক বন্ধুর, ওর বাড়িতে ঢোকবার আগে কি কারণে বেশ পিছনে একবার মুখটা ঘুরিয়েছি, দেখি কিছুটা দূরে সেই ভদ্রমহিলাকে, উনি অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন | বন্ধুর বাড়িতে ঢুকে ব্যাপারটা বলতেই, ও বললো,
-ও তুই বোধহয় লীলা আন্টিকে দেখেছিস, উনি.............|
জিজ্ঞেস করলাম,
-উনি, কি ?
বন্ধুটি বললো,
-বেশ কয়েক বছর আগে উনি আইল্যান্ডটা পার হতে গিয়ে একটা বাসের ধাক্কায় স্পট ডেড হন ! উনি আর ওনার এক মেয়ে থাকতেন | মেয়েটি বাড়ি ফিরতে দেরি করলেই উনি আইল্যান্ডের চারদিকে ঘুরে বেড়ান, কেউ ওনাকে দেখতে পায়, কেউ পায় না | তুই দেখেছিস, যাক......তবে উনি কাউকে কোনোদিন কিছু ক্ষতি করেন নি !
* * *
আরো বেশ কিছুদিন পরের ঘটনা | ওই আইল্যান্ডের কাছ দিয়ে যাচ্ছি, বেশ রাত হয়েছে | দেখি একটি মাঝবয়সী মেয়ে হন হন করে হেঁটে আসছে | আমাকে দেখে উনি জিজ্ঞেস করলেন,
-এক্সকিউজ মি, আপনি কি বলতে পারবেন কটা বাজে ? আমার মোবাইলটা অনেকক্ষন ধরে কাজ করছে না !
বললাম,
-এখন এগারোটা দশ হয়েছে | আপনি কতদূর যাবেন ?
উনি নিজের মনেই বললেন,
-মা বোধহয় বেরিয়ে পড়েছে বাড়ি থেকে !
ওনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু পিছনে ফিরে দূরে সেই ভদ্রমহিলাকে দেখলাম, দাঁড়িয়ে রয়েছেন ! তাহলে ইনিই কি সেই মেয়ে, যার জন্য উনি আইল্যান্ডটার কাছে এতো রাতের বেলা ঘোরাফেরা করেন ?
* * *
আমার বাড়ি ফিরতে মাঝেমাঝেই একটু দেরি হয়, সেদিনও হয়েছিল | রাত প্রায় সাড়ে এগারোটা হবে, ওই আইল্যান্ডটার পাশ দিয়ে যাচ্ছি | দূর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু আইল্যান্ডটার কাছে একটা অল্প পাওয়ারের বাল্ব জ্বলছে | কান্নার শব্দটা একবার জোরে হচ্ছে, একবার মিলিয়ে যাচ্ছে |
আইল্যান্ডটার কাছে কাঁচের টুকরো ছড়ানো দেখে মনে হলো কোনো এক্সিডেন্ট হয়েছে | রক্তের দাগও ছড়ানো রয়েছে দেখলাম | বাড়ি ফিরে পরদিন সকালে খবরের কাগজে একটা খবর দেখে অবাক হয়ে গেলাম,
"আইল্যান্ডের কাছে বাস আর অটো একসিডেন্ট | অটোতে থাকা তিনজন স্পট ডেড, আর একজনের অবস্থা আশংকাজনক | মারা যাওয়ার যাত্রীদের মধ্য এক ভদ্রমহিলা আছেন, অদ্ভুতভাবে ওনার মা -ও ওই আইল্যান্ডের সামনে একসিডেন্টে কিছুদিন আগে মারা গেছিলেন |"
* * *
কানের মধ্য ভেসে আসা কালকের রাতের কান্নার শব্দটা বড্ডো জোরালো লাগছিলো | অভিশপ্ত ওই আইল্যান্ডটা চোখের সামনে ভেসে এলো, মা এবং মেয়ের ওই দুর্ঘটনা, আর ঠিক ওই আইল্যান্ডের সামনেই, অবিশ্বাস্য !
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments