Header Ads Widget

চাকরী

চাকরী Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)








আমি অত ভালো করে গুছিয়ে লিখতে পারিনা তাই ভুল ত্রুটি হলে পাঠক পাঠিকা নিজ গুনে ভুল মার্জনা করবেন।
ঘটনাটি আমার এক বন্ধুর দিদির জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক পরিনতির কথা,যা আজ আপনাদের কাছে তুলে ধরলাম।

আমার এক বন্ধু তুহিনের দিদি মিতাদেবী তার ছেলে রনি কে নিয়ে দিনযাপন করছিলেন।রনির বাবা কিছুকাল আগে মারা যান।বাবার চলে যাওয়ার পর রনি তার মাকে খুব আগলে রাখে।ইতিমধ্যে রনি Bangalore এ একটা চাকরী পেয়ে যায়।সেখানে গিয়ে কাজে জয়েন করে রনি একটা Flat এর সন্ধান করতে থাকে।কিছুদিনের মধ্যে সে একটা flat এর খোজ পায় এবং flat এর ভাড়া কম হওয়ায় সে ঐ flatটি ভাড়া নিয়ে নেয়।কিছুদিন পর রনি মিতাদেবীকেও Bangalore এ নিয়ে চলে আসে।flatএ বেশ কিছুদিন যাবৎ ভালোই কাটছিলো।রনি সকালবেলা অফিসে চলে যায় ফেরে কোনোদিন ৫টা কোনোদিন ৬টা।এই সময় মিতাদেবী একাই থাকেন flatএ।

কিন্তু কিছুদিন ধরে তার মনে হচ্ছে কেউ একজন তার ছায়াসঙ্গী হয়ে চলছে।তারপর রান্নাঘরে বাসনপত্র একাএকাই পরে যাওয়া,জিনিস পত্র জায়গা থেকে হঠাৎ গায়েব হয়ে যাওয়া,কোনো প্রকার হাওয়া ছাড়া জানালার কপাট একাই খোলা বা বন্ধ হয়ে যাওয়া এসব ঘটনা হতে থাকলো।রনিও এসব ঘটনার কবলে পরতে লাগলো।প্রথম প্রথম এসব ঘটনাকে গুরুত্ব না দিলেও কিছুদিন পর থেকে "সে" তার অস্তিত্বের জানান দিতে লাগলো।রাতে স্বপ্নে এক কালো অবয়বের আগমন মিতাদেবীকে খুব ভীত করে তুলল।

কিন্তু এখানেই থেমে থাকলো না "সে" থাকলো না "তার" অস্তিত্ব সে এবার এক মুহুর্তের ঝলকে দেখা দিতে থাকলো।হঠাৎ যেন ঘরের মধ্যে মুহুর্তে কে যেন চলে য়,কে যেন হঠাৎ দরজার পাশে ছিলো 😳😳😳😳এই ধরনের আভাস হতে থাকলো।রনিও তার মা খুব পেতে শুরু করলো।রনি এবার flatটি ছাড়ার সিদ্ধান্ত নিলো।কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাদের যেন বের হতে দিচ্ছিলো না।

ক্রমে মিতাদেবীর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেলো।রনি তখনি ঠিক করল জলপাইগুড়ি আসার।সে তিনদিন পরের বিমানের টিকিট ২টো কেটে নিলো।কিন্তু যেদিন তাদের যাওয়ার কথা তার আগের দিন মিতাদেবী বাথরুমে হঠাৎ পরে যান এবং তার কোমর ভেঙে যায়।রনি মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য Ambulence নিয়ে আসে কিন্তু তাদের flat ৬ তলায় হওয়ায় এবং লিফট খারাপ হওয়ায় স্ট্রেচার কর্মীরা ৬ তলায় উঠতে মানা করে।এবং মিতাদেবীর কোমর ভেঙে যাওয়ায় তিনিও যেতে অসমর্থ।

কিছুক্ষন বাক বিতন্ডা হওয়ার পর রনি তাদের ৬তলায় আনতে অসমর্থ হয় এবং Ambulance ফিরে যায়।সেই রাতেই মিতাদেবী মারা যান।রনির কাছে শুধু অনবরত চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার ছিলো না।রাতে রনি তার মামাকে খবরটা দিতেই তার মামা পরদিনই বিমানে এসে পরে এবং মিতাদেবীর দাহকার্য সম্পন্ন করে।রনি তার মামাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তুহিন তাকে যত তাড়াতাড়ি সম্ভব জলপাইগুড়ি নিয়ে যাওয়ার ব্যাবস্থা করে।

২দিন পরের টিকিট পায় তারা।কিন্তু যে ২ দিন তুহিন ঐ flat এ ছিলো সেও ঐ অশরীরী আভাস পেয়েছিল,যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ঐ flat থেকে বের হতে দিচ্ছিলো না।এরপর তারা জলপাইগুড়িতে চলে আসে।বর্তমানে রনি তার মামার কাছেই থাকে।কিন্তু মা এর এভাবে চলে যাওয়াটা সে কোনোদিনই মানিয়ে নিতে পারবে না।










website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments