Header Ads Widget

ব্যাখ্যা

ব্যাখ্যা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







আজকে যে ঘটনা বলতে চলেছি তা সম্পুর্ন আমার অভিজ্ঞতা।খুব বেশি দিন আগের কথা নয়। করোনা তখনও এতটা থাবা বসায় নি। তবে লোকে ভয় পেতে শুরু করেছে। কলকাতায় তখন হালকা শীতের আমেজ ই বলা চলে।

আমি চাকরি সুত্রে বেশ কিছু বছর বাইরে থাকি স্বামী সন্তান এবং আমার মা কে নিয়ে। তো বছর দুই বার অন্তত ছুটি যাওয়া হয়। যথা সম্ভব পরিজন দের সাথে দেখা করা হয়। বিশেষ করে আমার এক দিদি শাশুড়ী।অর্থাত আমার বরের দিদিমা। আমার শাশুড়ী বরের পাঁচ বছর বয়সে মারা যান। তাই বিয়ের পর থেকে উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে। তাছাড়া ওনার মতো অমন শান্ত, সুন্দর,স্নেহশীল মানুষ খুব কম দেখেছি।

আমার মেয়ে খুব ছোট হওয়ায় করোনার ভয়ে সেবার ছুটি গেলাম না। হঠাৎ ফোন আসে রান্না করার স্টোভ ফেটে গায়ে আগুন ধরে যায় দিদিমার। 85 শতাংশ বার্ন হয়েও প্রায় দুমাস বেচে বিছানায় ছিলেন ।

তো আমার বরের সেদিন নাইট ডিউটি ছিল। রাত দুটোয় সাধারণত চলে আসার কথা। আমি না আসা অবধি ডাইনিং প্লেস এ অপেখা করতে থাকি আর মা সোনাকে নিয়ে ঘরে শুয়ে পরে। হঠাৎ গা ছমছম করতে থাকে। ওদিকে ওরও দেরি হচ্ছে। একটু তন্দ্রা আসলেই টের পাচ্ছিলাম পিছনে তিনটে লোক কথা বললে যেরকম শোনায় ঠিক তাই হচ্ছে। বার বার এরকম হওয়ায় বরকে নিয়ে ভয় লাগছিল। এই ভাবে ভোর চারটেয় ও এলো। এসেই বললো দিদিমা মারা গেছে মাসি ফোন করেছিল।

আমার এসব শুনে আর ঘুম এলনা। পরদিন ঠিক সন্ধ্যা হতেই উৎপাত শুরু। দেখলাম মা রান্না ঘরে গেল তথচ ডাক দিতেই বাথরুম থেকে বেরিয়ে এল। সোনা এসে এসে খালি দিক দেখিয়ে বলছিল মাম্মা ওটা কে?সন্ধ্যা বেলা বিনা কারনে ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দেখলাম দিদিমা বললেন লিপি আমার সাথে যাবি? বর আসতে আগের রাতের ঘটনা সহ সব বললাম। সে হেসে উড়িয়ে দিল।

সে রাতে একাই শুলো অন্য ঘরে। মাঝরাতে তীব্র মাংস পোড়া গন্ধে ঘুম ভেঙে গেল। দেখি বর এক ভাবে শিব মন্ত্র যব করছে মেয়ের মাথার কাছে দাড়িয়ে। কি হয়েছে জানতে চাইলে বললো স্পস্ট দেখলাম দিদিমা ঝলসানো শরীর নিয়ে বসে আছে।জানিনা স্বপ্ন না সত্যি। ও কোনো কিছু ভয় পায়না শুধু অমঙ্গলের আশঙকায় মেয়েকে আগলে রাখছিল। এভাবে শ্রাদ্ধ শান্তি মেটার আগ অবধি আমরা কিছু না কিছু অনুভব করে গেছি। এর কোনো ব্যাখ্যা পাইনি |











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments