ইচ্ছাপূরণ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#ইচ্ছাপূরণ
( গল্পের প্রয়োজনে এমন কিছু শব্দ ব্যবহার করতে হয়েছে যা আংশিক প্রাপ্তবয়স্কদের জন্য)
" বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যায় করি, বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু। "
এই ধানের শিষের উপর একটুকরো হীরের মত দামী ,চকচক করতে থাকা শিশির বিন্দু-কে চাক্ষুশ করার জন্য একদিন বেরিয়েই পড়লাম বাবার পয়সায় সদ্য কেনা গাড়িটা নিয়ে। একটা চালচুলো-হীন , বেকার , বাবার টাকায় ফুটানি মারা ছেলের স্বভাবতই কোনো গন্তব্য ছিল না, উদ্দেশ্য ছিল একটা হাইওয়ে ধরে একদম ফাঁকা গ্রাম্য পরিবেশ আর স্নিগ্ধ মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের রসাস্বাদন করতে করতে লং ড্রাইভ।
এই ঘটনাটা যখনকার, তখন আমি বছর ২৭-এর এক বেকার যুবক। যে বয়সে যখন আমার বন্ধুরা মাসে ২৫-৩০ হাজার টাকা কামিয়েও এত কম টাকায় কি হবে বলে কুমীরের কান্না জুড়ছে, সেই বয়সেও আমাকে বিড়ি খাওয়ার পয়সার জন্যও বাবার কাছে হাত পাততে হয়।
গাড়ী নিয়ে দুপুরের দিকে বেড়িয়ে পড়লাম , তারপর সিঙ্গুর , ধানিয়াখালি , গুড়াপ, বারসুল হয়ে দামোদরের সমান্তরালে আরো কিছুটা গিয়ে যে জায়গাটায় পৌঁছলাম, সেটার নাম সোনামুখি। মোবাইলে টাওয়ার না থাকায় একটু জিজ্ঞেস করে জানতে পারলাম বিষ্ঞুপুরের দূরত্ব এখান থেকে মাত্র ৩০-৩৫ কিলোমিটার , মানে বড়জোর ১ ঘন্টা, তারপর ওখান থেকে সোজা কলকাতা ব্যাক। একটু বসে চা-সিগারেট খেয়ে যখন আবার স্টার্ট দিলাম, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। জয়পুর জঙ্গলের কান ঘেঁসে যেতে যেতে কি মনে করে গাড়িটা একটু সাইড করে নেমে পড়লাম। একঝলক মেঠো ঠান্ডা মনোরম বাতাস এসে ধাক্কা দিল আলতো করে। দুপাশে ঘন জঙ্গল, ঝিঁঝির ডাক, সাথে আরো নাম না জানা কত পোকা-মাকড়ের শব্দ , ঠান্ডা মনোরম বাতাস আর দূর থেকে ভেসে আসা চেনা -অচেনা পাখিদের কিচির মিচির কেমন একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করে চলেছে অবিরাম। একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে এই অপরূপ প্রকৃতির প্রতিটা অদৃশ্য সৌন্দর্য উপভোগ করতে লাগলাম।
"মশাই কি লোকাল না দূরে কোথাও যাবেন? "
একটা ফ্যাশফ্যাশে গলার শব্দে চোখ খুলে পাশে তাকিয়ে দেখলাম এক বছর ৬০-এর প্রৌঢ়। এই জীবটা হঠাৎ কোথা থেকে উদয় হল সেখা ভাবতে ভাবতে অবাক হয়ে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। আমার মনের কথা বুঝতে পেরেই সম্ভবত একটু হেসে উনি বলে উঠলেন ,
"আমি এই কাছেই থাকি। সন্ধ্যাবেলায় একটু হাঁটতে বেরোই। "
আমি জানালাম আমি লোকাল নই, কলকাতা ফিরবো । শুনে ভদ্রলোক বললেন, "জায়গাটা ভালো নয়, বেশিক্ষণ থাকবেন না। "
শুনে একটু কৌতুহলী হয়ে জিজ্ঞেস করলাম , "ভালো নয় মানে ? কোনো জংলী - জন্তু জানোয়ার? না কি ভূত-প্রেত এর ভয়? "
শুনে ভদ্রলোক বললেন , "ভূত-প্রেত নয়। তবে হয়তো তার চেয়েও বেশী কিছু। তবে আপনার ক্ষতি করবে না। হয়তো আপনার কোনো সুপ্ত ইচ্ছাপূরণ হয়ে যেতে পারে। "
আমি হেসে বললাম বলেন কি মশাই, সে তো দারুণ ব্যাপার তাহলে! ভদ্রলোক আর কিছু না বলে হেসে উল্টোদিকে হাঁটা লাগালেন।
'ইচ্ছাপূরণ' - শব্দটা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগল। এরকম রূপকথার গল্পের মত সত্যি যদি কোনো পরী আকাশ থেকে ডানা মেলে নেমে আসতো! তার যাদুকাঠিটা সামনে ধরে জিজ্ঞেস করত বলো কি চাই! আর আমি একটা চাকরি, অনেক টাকা, নিজের টাকায় কেনা গাড়ি-বাড়ি সব সবকিছু চাইতে পারতাম! বা যদি তার থেকে আরো বেশি কিছু চাইতাম! আর সে তার যাদুকাঠিটা আমার কপালে ঠেকিয়ে আমার সব ইচ্ছা পূরণ করে দিত! গাড়ির সিট- এ বসে এইসব ভাবতে ভাবতেই চোখ-দুটো কখন লেগে গেছিল বুঝতে পারিনি। কতক্ষণ এইভাবে ঘুমিয়ে ছিলাম, সেটাও ঠিক জানিনা।
একটা হালকা হাসি আর ছমছম করে জলতরঙ্গে ঢেউ তোলা নূপূরের শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দের উৎস লক্ষ্য করে তাকাতেই শরীরে একটা স্রোত বয়ে গেল, সেটা ভয় না কাম , সেটা আমি জানি না। চাঁদের হালকা আলোতে স্পষ্ট দেখলাম কিছুটা দূরে একটা অল্পবয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। তার অর্ধনগ্ন শরীরের প্রতিটি বাঁকের পরতে পরতে যে উদ্দাম আকর্ষণের হাতছানি রয়েছে , তা উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। একঝলক আমার দিকে তাকিয়ে সে হাঁটতে লাগল জঙ্গলের দিকে। আমি গাড়ি থেকে নেমে মন্ত্রমুগ্ধের মত চলতে লাগলাম তাকে অনুসরণ করে। জোৎস্নার আলোয় ধুয়ে যাওয়া জঙ্গলের প্রতিটা গাছের শিশির ভেজা পাতাগুলো থেকে গড়িয়ে পড়া একেক ফোঁটা শিশির বিন্দু ছুঁয়ে যাচ্ছে আমার সামনে এগিয়ে চলা সেই অজানা অচেনা নারীমূর্তির শরীরের প্রতিটা অংশ। তার প্রায় উন্মুক্ত কোমর, নগ্ন পীঠ , শিড়দাঁড়া বরাবর গড়িয়ে পড়া শিশির বিন্দু আমাকে আরো বেশী আকর্ষণ করতে লাগল তার দিকে। হাঁটতে হাঁটতে একটা নূপূর খুলে গেল তার পা থেকে, সেদিকে না তাকিয়েই সে চলতে লাগল। আমি নূপূরটা কুড়িয়ে হাতে নিলাম। জোনাকির মিটমিট করে জ্বলা আলো আর হাজার হাজার রংবেরং-এর প্রজাপতি ঘিরে ধরতে লাগল আমাকে.... আমাদের। সামনে তাকিয়ে দেখলাম সে দাঁড়িয়ে পড়েছে। সামনে একটা বিস্তৃত জলরাশি সমৃদ্ধ ঝিল। সেই নারীমূর্তি ঘূরে তাকালো আমার দিকে । পাতলা ভিজে শাড়িতে তার সুগঠিত বক্ষযুগল বারবার আমার দৃষ্টি আকর্ষণ করতে লাগল। একটা দমকা হাওয়া এসে তার শরীরের শেষ আভরণটাও খসিয়ে দিল। সম্পূর্ণ নগ্ন অবস্হায় আমার আরো অনেকটা কাছে এগিয়ে এল সে। আমার দুটো হাত ধরে তুলে দিল তার নরম কোমরে, আর তার ঠোঁটদুটো নেমে এল আমার কানের পাশে। আমি কামাতুর গলায় জিজ্ঞেস করলাম 'তুমিই কি সব ইচ্ছাপূরণ করা সেই পরী? '
সে কোনো উত্তর দিলনা । আমার হাত ধরে নিয়ে চলল সেই ঝিলের দিকে। এই নারীমূর্তিটিকে নিজের সবটুকু দিয়ে কাছে পাওয়ার ইচ্ছা ব্যতীত আর কোনো ইচ্ছা আমি এই মূহুর্তে উপলব্ধি করতে পারলাম না। সেই ঝিলের জলে কিছুটা নামার পরেই সে আমাকে জড়িয়ে ধরল । একটা একটা করে আমার সমস্ত পোষাক শরীর থেকে খসে পড়ল, শুধু হাতে ধরা থাকল তার সেই নূপূরটা। এক অদ্ভুত ভালোলাগার সমুদ্রে ভেসে যেতে লাগলাম। সেই ঝিলের গভীরে তলিয়ে যেতে লাগলাম। একটা স্রোত বারবার এসে ধাক্কা দিতে থাকল আমাকে ।
'ও মশাই.... আরে ও মশাই..... শুনছেন.... '
একটা-দুটো ধাক্কা আর একটা ফ্যাশফ্যাশে গলার আওয়াজে ঘুম ভাঙল আমার।
'আপনি তো আচ্ছা লোক মশাই! সারারাত বাড়ী যাননি কাল? এখানেই ছিলেন! ' -কালকের সেই ভদ্রলোক।
গাড়ীর সিট- এ বসে ঘুমিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানিনা। ঘড়িতে সময় দেখলাম ভোর সাড়ে চারটে। মানে কাল সন্ধ্যের পর আমি ঘুমিয়েছি আর এখন উঠলাম! আর সারারাত আমি এইসব ভুলভাল স্বপ্ন দেখেছি!
বাড়িতে ঠিক কতটা চিন্তা করছে , সেটা এই প্রথমবার উপলব্ধি করলাম । আর দেরী না করে গাড়ীতে স্টার্ট দিলাম। শরীরটা বেশ হালকা লাগছিল। রাতের স্বপ্ন-টা মনে পড়তে নিজের মনেই হেসে উঠলাম। হঠাৎ পাশের সিট- এ চোখ পড়তে চমকে উঠলাম আর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শিড়দাঁড়া বরাবর। একটা নূপূর পড়ে আছে আমার ঠিক পাশের সিটে। আর এই নূপূরটা আমার চেনা।
এরপর সাত বছর কেটে গেছে। এখন আমি একটা সরকারী অফিসে চাকরী করি। নতুন ফ্ল্যাটে শিফট করেছি বছর দুয়েক হল। বিয়ে করেছি সেটার- ও প্রায় একবছর হল। গত মাসে একটা নতুন গাড়ী-ও কিনেছি। এই ইচ্ছাগুলো পূরণের স্বপ্ন- ই দেখতাম আমি আজ থেকে সাত -আট বছর আগে।
ও হ্যাঁ, সেই নূপূরটা এখনও আছে। ওটার আরেকটা জোড় বানিয়ে নিয়েছে আমার বউ। এখন ও মাঝেমাঝে পড়ে ওটা।
----- সমাপ্ত -----
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments