সাঙ্গাত Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত। মাথার পাশে জ্বালিয়ে রাখা মিটমিট করে জ্বলা, হ্যারিকেনের বাতিটা বাড়িয়ে দিয়ে আলোটা তীব্র করে নিল ঝাটু।
মাটিতে করা বিছানায় পরপর তিন বছরের ছেলে আর পাঁচ বছরের মেয়ে ঘুমাচ্ছে অকাতরে ।ছেলে মেয়ের পাশে ঝাটুর বউ, ঝুমা ও পরম নিশ্চিন্তে ঘুমিয়ে কাদা হয়ে আছে।
ঝাটু বউকে মৃদু গলায় ডাকল __"হ্যাঁরে, শুনছিস! ও বউ, বউ!"
ঝুমা কোন উত্তর দিল না। ঝাটু বুঝলো, বউয়ের ঘুম ভাঙ্গেনি । আসলে পেটে সাত মাসের আর একটা কে নিয়ে, হাড়ভাঙ্গা খাটুনি যায় ঝুমার ওপর দিয়ে । ঘরের কাজ, ছেলেমেয়ে সামলানো, গরু- ছাগল- মুরগি দেখভাল করা! সবকিছুই একা হাতে করে ঝুমা। তাই সারাদিনের ক্লান্তি ওকে চেপে ধরে। বিছানায় পড়লেই মুহূর্তে ঘুম চলে আসে ওর।
ঝাটু উঠে গিয়ে সযত্নে বউয়ের গালে হাত বোলাতে বোলাতে ডাকল__" শুনছিস রে, বউ?----"!
ঝাটুর স্পর্শে ঝুমার ঘুম ভেঙ্গে গেল। ও জানতো, ঝাটু ভোরে উঠে মাঠে যাবে। ধান জমিতে জল ঢোকাতে হবে । ঝাটুর স্যাঙ্গাত লক্ষন ও যাবে। পিচ রাস্তার পাশের নয়ানজুলি থেকে, ডোঙায় করে জল বাইতে হবে। ঠান্ডায় ঠান্ডায় ঘন্টা তিনেক জল বাইতে পারলে হয়ে যাবে । হপ্তা খানেক নিশ্চিত হওয়া যাবে। তার মধ্যে যদি বৃষ্টি দয়া করে, তবে হয়তো পরের সপ্তাহে জল নাও লাগতে পারে। কিন্তু আজকে জমিতে জল দিতে না পারলে, ধানের চারা গুলো কে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই লক্ষণকে ঘন্টা তিনেকের জন্য খেটে দিতে বলেছে ঝাটু। আবার কোনদিন লক্ষণের দরকার পড়লে ঝাটু খেটে দেবে।
এই খেটে দেওয়াকে বদলি বলে। আর ডোঙার দু দিকে শক্ত দড়ি বাঁধা থাকে। দু মাথায় দুজন দড়ি বাঁধা ডোঙাটাকে নয়ন জুলির জলে ডুবিয়ে, দড়িতে টান মেরে, এক অদ্ভুত কায়দায় সেটাকে জলসহ তুলে আলের পাশে জমিতে ঢালতে হয়। কাজটা বেশ একটা ছন্দ সহকারে, তালে তালে করতে হয় । সবাই এই কাজ পারে না।
ঝাটু দাঁতটা মেজে নিয়ে, মুখে দু'মুঠো মুড়ি চিবিয়ে, এক ঘটি জল খেয়ে, একটা বিড়ি ধরিয়ে বেরিয়ে পড়ে কাঁধে ডোঙাটাকে চাপিয়ে । ওর বাড়ি থেকে লক্ষণের বাড়ি মিনিট পাঁচেক দূরে।
লক্ষণের বাড়ির উঠোনে দাঁড়িয়ে "লক্ষণ! ও লক্ষণ ভাই !" বলে হাঁক দেয় ঝাটু । আবছা অন্ধকারে লক্ষন সামনে উপস্থিত হয় হঠাৎ। ঝাটু ডোঙাটা
লক্ষণের হাতে ধরিয়ে দিয়ে, নিজে হ্যারিকেনের আলোয় সামনে সামনে চলতে থাকে। আর পিছন পিছন লক্ষণও চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ঝাটুরা জমির কাছে পৌঁছে গেল। তারপর দেরি না করে , জল বাইতে শুরু করে দিল।
বেশ ঘণ্টা দুয়েক কাজ করার পরও , পুবাকাশে আলো ফুটছে না দেখে, ঝাটু বলল __"ও লক্ষণ ভাই ; মনে হয় মাঝ রাতেই উঠে চলে এসেছি আমরা । ভোরের আলো তো এখনো দেখা যায়না পূবে!
লক্ষণ কোন উত্তর দিল না। আজকেও বেশ চুপচাপ। আর এক টানে কাজ করেই চলেছে, থামার কোনো লক্ষণ নেই!
এদিকে ঝাটুর অবস্থা শোচনীয় । আর ও জল সহ ডোঙ্গা টানতে পারছে না। হাত পা ব্যাথায় টনটন করছে! শেষে বাধ্য হয়ে ও বলেই ফেললো __ "লক্ষণ ভাই! এবার থাক! আর টানতে পারছি না!"
কিন্তু লক্ষণের কোন হেলদোল নেই। ও ডোঙ্গায় জল টেনেই চলেছে! কিছুতেই থামছে না!
ক্লান্ত অবসন্ন ঝাটু থামতে পারছে না। কারণ ডোঙ্গার দড়ির টান সমান রাখতে হয়। একজন যদি না বলে থামিয়ে দেয় , তাহলে দড়ির টান আলগা হলে, অন্যজন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাধ্য হয়ে ঝাটু আবার বলে __"লক্ষণ ভাই, এবার থাম, আর পারছিনা!"
বলার সাথে সাথেই ও প্রান্ত থেকে হঠাৎ দড়িটা আলগা দিয়ে দিলো লক্ষণ। আর সমস্ত শক্তি প্রায় ফুরিয়ে আসা ঝাটু ঝুপ করে সশব্দে নয়ান জুলির জলে গিয়ে পড়ল।
কোনোক্রমে ঝাটু জল থেকে ডাঙায় উঠে দেখল, কেউ কোথাও নেই! ও ভয়ে ভয়ে " লক্ষণ ভাই !ও লক্ষণ ভাই!" বলে বারকয়েক ডাকাডাকির পর, সঙ্গে আনা হ্যারিকেনের বাতিটা বাড়িয়ে, চারিদিকে খুঁজেও লক্ষণের দেখা আর পেল না!
একটা ঠান্ডা হিম শীতল হাওয়া ওর কানের পাশ দিয়ে প্রবাহিত হতে লাগল বারবার। অসময়ে ও ঠকঠক করে কাঁপতে লাগলো। সেটা ভয়ে, না ঠান্ডায় ঝাটুর বোধগম্য হলো না। ও তাড়াতাড়ি ডোঙ্গা আর হ্যারিকেনটা তুলে , বাড়ির পথে চললো। হঠাৎ একটা নিশাচর পাখি ডেকে উঠল_" কে কে যায়! কে কে যায়!" তারপর ঝাটুর কানের পাশ দিয়ে হাওয়ায় ভেসে উড়ে গেল । ঝাটু হঠাৎই ভয়ে শিউরে উঠলো!
বাড়ি যখন পৌছালো, তখন পুবের আকাশ সবে ফর্সা হচ্ছে। ঝুমা ঘুম থেকে উঠে গোবর জলের ছিটা দেওয়ার জন্য, বালতি করে পুকুর থেকে জল তুলছে।
ঝাটু কে দেখে ঝুমা বলল__" কিছুক্ষণ আগে লক্ষণ ভাই এসে ডাকাডাকি করছিল! ওর কাল রাত থেকে খুব জ্বর! কাজে যেতে পারবেনা । তাই বলতে এসেছিল। দু' এক দিন পরে লাগলে ও খেটে দেবে।" ঝাটুর বউ একটু চুপ থেকে, আবার বলল __"তুমি একা একা এতক্ষণ কি করছিলে? মাঠে গিয়েছিলে! নাকি অন্য কোথাও ছিলে?"
ঝাটু বিস্ফারিত চোখে ঝুমাকেই প্রশ্ন করল__" লক্ষণ আমার সঙ্গে যায়নি ? তাহলে ঘন্টা তিনেক ধরে যে জল বাইলো, সে কে!?"
আবার একবার একটা দমকা হাওয়া ওর কানের পাশ দিয়ে বয়ে গেল। ঝাটু পরিষ্কার শুনলো__" আমি ! আমি রে!"
-------------------------(সমাপ্ত)-----------------------------
আমি জানিনা, ঝাটুর সঙ্গে তিন ঘণ্টা ধরে কে কাজ করলো___ ভূত! নাকি ভগবান?
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments