Header Ads Widget

ফুটবল প্রতিযোগিতা

ফুটবল প্রতিযোগিতা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)





#ফুটবল প্রতিযোগিতা .....


এই ঘটনা টি ঘটেছিলো ১৯৬৭ সাল এ ....
তখন প্রায় পৃথিবীতে ছিল শুধু খেলা ,কাজ ,সবার সঙ্গে আড্ডা এবং মাঝে মাঝে সবাই মিলে ঘুরতে 
যাওয়া | যাই হোক......এই ঘটনা টি ঘটেছিলো পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম এ যার নাম ছিল "কালিয়াগঞ্জ" | ওই গ্রামটি তে সব বছর আয়োজন হতো ফুটবল এর এক বিশাল বড়ো প্রতিযোগিতা যেখানে যোগ দিতো প্রায় কলকাতা থেকে আশা বেশ বড়ো বড়ো টীম ও | ওই বছর প্রায় ১০ টীম প্রতিযোগিতা তে নাম লিখিয়েছিল যার মধ্যে কালিয়াগঞ্জ এর ও টীম ছিল কিন্তু বেস্ট টীম বলতে গেলে নর্থ দমদম এর একটি ক্লাব ছিল...... "যারা ৫ বছর ধরে চ্যাম্পিয়নশিপ জিতে ছিল" | 
কালিয়াগঞ্জ এর টীম ও ছিল একজন শক্তিশালী খেলোয়াড় যার নাম ছিল "মাধব" সে ছিল একজন স্ট্রাইকার তার পায়ের কাজ ছিল দেখার মতন ও পায়ে বল পেলে প্রায় ৯০ প্রতিশত বোঝাই যেত যে নির্ধিষ্ট গোল হবেই | কিন্তু ওই টীম এই একজন ছিল যার নাম "স্বস্তিক" সেও খুব ভালো খেলতো কিন্তু ও খুব ভীতু এবং সবসময়ে অনুশীলন এর সময়ে ভয়ে ভয়ে খেলতো র বলতো যে আমরা মনে হয়ে জীত তে পারবো না এই প্রতিযোগিতা তা |কিন্তু সবাই মাধব এর খেলা দেখে বলতো আমরা এই প্রতিযোগিতা অবশই জিতবো কারণ আমাদের অধিনায়ক হচ্ছে মাধব আর ও জানে কি ভাবে ম্যাচ জিতিয়ে ফিরতে হয়ে |
কোচ "রামাকান্ত" টীম কে বলতেন ফুটবল ১১ এ জন এর খেলা সব ভার মাধব এর ওপর দিবি না ,সবাই কে মন দিয়ে খেলতে হবে এবং কেউ নেগেটিভ চিন্তা করবে না | প্রথম ম্যাচ খেলা হয়ে সেখানে কালিয়াগঞ্জ এর টীম জেতে ২-০ গোল এ আর দুই গোলই দেয় মাধব |ওই খেলা দেখে সবাই মাধব কে নাম দিয়ে ফেললো "জুনিয়র পেলে" |কোচ রামাকান্ত ও বেশ মুগ্ধ হলেন নিজের প্লেয়ার এর খেলা দেখে|
 তার পরের খেলা গুলো তে আরো প্ল্যানিং নিয়ে নামলো কালিয়াগঞ্জ এর টীম প্রায় সব খেলা তেই গোল দেয় মাধব এবং কালিয়াগঞ্জ পৌঁছে যায় ফাইনাল ম্যাচ এর দিকে | গ্রাম এ বেশ সবাই খুশি যে যাক এ বার হয়তো ট্রফি তা কালিয়াগঞ্জ এই আসতে চলেছে |জোর কদমে চলছে কালিয়াগঞ্জ টীম এর প্র্যাক্টিস|
র একটি টীম যারা উঠেছিল ফাইনাল এ সেটি ছিল ওই নর্থ কলকাতার দলটি যারা ৫ বছর ধরে চাম্পিয়নশিপ জিতে চলেছিল | ওদের কাছে এই ম্যাচটি জেতা খুবই গুরুত্ব পূর্ণ ছিল কারণ ওরা জানতো যে যদি আমরা একটি নুতুন টীম এর কাছে হেরে যাই তাহলে ওটা ভীষণ লজ্জাজনক হতে পারে | তাই ওরা একটি প্ল্যান তৈরি করলো যে ২ জন ছেলে কে লাগাতে হবে ওদের প্র্যাক্টিস দেখতে তারপর এই ওদের দুর্বলতা টা খুঁজে বার করা |
লাগানো হয়ে ২ টি ছেলেকে ওরা তো ৪-৫ দিন পর এসে খবর দেয় "স্যার এবার মনে হচ্ছে আপনাদের আর ম্যাচ জেতা হবে না কারণ ওদের টীম এর একজন প্লেয়ার আছে যার নাম মাধব তার পায়ের কাজ অপূর্ব এবং ওকে আটকানোর মতন প্লেয়ার আপনাদের পুরো টীম এ নেই "|
নর্থ দমদম এর কোচ এর মাথায় হাত আর মাত্র ২ দিন বাকি এবার মনে হচ্ছে ট্রফিতা গেলো র আমার চাকরিও গেলো |
তখনই কোচ এর মাথায় আসে একটি ভয়ানক চিন্তা ডিসকাশন হয়ে ক্যাপ্টেন এর সঙ্গেও ......
তার পরের দিন চিঠি পাঠানো হয়ে কালিয়াগঞ্জ এর টীম কে "আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকল টীম কে আজকের রাতের খাবারটা ২ টীম মিলে করলে কেমন হয়ে সবার সঙ্গে আলাপ ও হবে এবং ফুটবল নিয়ে আলোচনাও হবে "|
রামকান্ত সেই রাতেই পৌছায়ে নিজের পুরো প্লায়ার্স দেড় নিয়ে নর্থ কলকাতার টীম এর হোটেলে |
বেশ গল্প চলছে আলোচনাও চলছে ফুটবল নিয়ে এবং ম্যাচ নিয়ে | হটাৎ কলকাতা টীম এর অধিনায়ক নিয়ে আসে একটি কোল্ড ড্রিংক মাধব কে বললে তুমি এটা খাও .....
 কোচ রামাকান্ত ও বলে হ্যা খেয়ে নে সবাই তো খাচ্ছে খেয়ে নে ....মাধব ওই ড্রিংক টা খেয়ে ফেললো | তারপর যখন সবাই ঘরে যেতে থাকলো মাধবের খুব জ্বর চলে এলো হুট্ করে | রামাকান্ত বললো কালকে তোর প্র্যাক্টিস এ আস্তে হবেনা তুই রেস্ট নে কারণ পরশুই ম্যাচ তুই কালকে রেস্ট নে |
পরের দিন হটাৎ সকাল ৯ টা নাগাদ স্বস্তিক রামাকান্ত এর কাছে দৌড়ে দৌড়ে আসে এবং বলে স্যার শিগগিরই মাধব এর ঘরে চলুন ওর অবস্থা খুব খারাপ |
রামাকান্ত এক মিনিট ও না দাঁড়িয়ে পৌঁছে যায় মাধব এর বাড়ি গিয়ে দেখে মাধব শুয়ে আছে বিছানায় এবং মা ও বাবা কেঁদেই চলেছে .......মাধব স্যার কে দেখেই বলে উঠলো মাফ করবেন স্যার আমি মনে হয়ে আপনার স্বপ্ন টা পূরণ করতে পারবো না কারণ আমার ভিতর থেকে মনে হচ্ছে আমার সব শেষ হয়ে আসছে আসতে আসতে স্যার এই কথা শুনেই নিজেকে আটকাতে না পেরে কেঁদে ফেললো ....কিন্তু মাধব বললো স্যার কাঁদবেন না ফাইনাল ম্যাচটা আমরাই জিতবো এবং এই বললেই মাধব চলে যায় অন্য পৃথিবীর দিকে ..............|||
পুরো টীম এ শোক এর আবহাওয়া ছরিয়ে গেলো .....এই শুনে অন্য দিকে নর্থ কলকাতার টীম এ আনন্দর উচ্ছাস ছড়িয়ে পরে ...কোচ বলে উঠলো ব্যাস এবার আর ট্রফি টা কেউ নিতে পারবে না আমাদের থেকে ...........|কোচ রামাকান্ত ঠিক করে ফেললো যে টুর্নামেন্টের হেড এর কাছে গিয়ে নিজেদের নাম টা উঠিয়ে নেবো এবং আমিও কোচিং ছেড়ে দেব ওই সময়ই মাধবের বা ও মা ছুটে আসে আর বলে "স্যার আপনারা ফাইনাল টা খেলুন..... মাধব কালকে রাত্রে আমার স্বপ্নে এসেছিলো আর ও বলেগেছে স্যার কে বারন করবে তোমরা কারণ ওই টীম তে এটাই চাইতো এবং ওরাই আমাকে মেরেছে ওদের কে হারিয়েই আমার আত্মা শান্তি পাবে "| এই শুনে রামাকান্ত বললো এই ম্যাচ হবেই এবং এই ম্যাচটি মাধব কে স্মরণ করে খেলতে নামবো আমরা |
পরের দিন রেফারীর বাঁশি তে শুরু হয়ে খেলা এবং অধিনায়ক বানানো হয়ে "স্বস্তিক" কে ......
নর্থ কলকাতার টীম এ তো বেশ আনন্দর ঝলক দেখা যাচ্ছে ......এবং রামাকান্ত কে দেখে হাসছে নর্থ কলকাতা টীম এর কোচ ..........রামাকান্ত তো মাধব কে স্মরণ করে যাচ্ছে তোর জন্যই আমরা খেলছি রক্ষা করিস টীম এর .....হটাৎ মাধব যেখানে খেলতো ওই স্ট্রাইকিং এ চলে যায় "স্বস্তিক"... আর শুরু করে নিজের মুগ্ধ করানো খেলাটি ........যেই ছেলে ভয়েতে বল থেকে দূরে দূরে খেলতো সে তখন শুরু করে গোল এর পর গোলের খেলা ......নর্থ কলকাতা কে ১০-০ গোল এ হারায়ে রামাকান্তের দল ......এই দেখে নর্থ কলকাতার টীম এর কোচ অজ্ঞান হয়ে যায় .....| খেলা শেষ হতেই গ্রাম এর লোকেরা ছুটে যায় স্বস্তিক এর দিকে .......স্বস্তিককে সবাই কোলে তুলে ফেলে ....কিন্তু অবাক হয়ে যায় স্বস্তিক চিল্লিয়ে বলে আমায় নামাও আমার ভয়ে লাগছে ......সবাই বলে উঠলো এই খেলাটি এতো দিন কোথায় ছিল তোমার ......ও অবাক হয়ে বলে "আমি কি করলাম...আমরা কি ম্যাচ জিতেগেছি ?
এই শুনে গ্রাম এর লোকেরা একটু রেগেই বললো ...আমাদের সঙ্গে কি মজা করছো ?
কোচ রামকান্ত দৌড়ে আসে এবং সবাই কে বলে এই ম্যাচটি জিতিয়ে গেলো আমাদের একমাত্র জুনিয়র পেলে "মাধব" ......ও বলেছিলো আমি ম্যাচ টা জিতিয়ে শান্তি পাবো আর ..... ও সেটা করে দেখালো |
ট্রফি টা নিয়ে রাখা হয়ে মাধব এর ছবির সামনে ক্লাব ঘরে ...হটাৎ ছবির থেকে মালা টি পরে যায় ট্রফি টার ওপর এবং একটি ছায়া চলে যায় ক্লাব থেকে বাইরের দিকে .......সবাই বুঝে যায় মাধব এর আত্মা এবার শান্তি পেলো এবং প্রস্থান করলো এক নতুন জগৎ এর দিকে .......
এই গল্প তে একটা লেসন শেখা গেলো "যে কোনো প্রতিযোগিতাই হোক না কেন অপসিশন কে সম্মান করো এবং প্ল্যান বানাও কিন্তু বাজে রাস্তা দিয়ে সফলতা কখনো পাওয়া যায়না এবং উচিত ও না .....|||||













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments