Header Ads Widget

হাইকোর্টের ভূত

হাইকোর্টের ভূত  Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






লকডাউনের শেষ লগ্নে আরেকটু ভুতুড়ে ব্যাপার হয়েই যাক । 

হাইকোর্টের ভূত 

কলকাতা শহরের হেরিটেজ তকমা পাওয়া ইমারৎগুলির মধ্যে অন্যতম হল ক্যালকাটা হাইকোর্ট। ১৮৬২ সালে হাইকোর্ট প্রতিষ্ঠার সময় এই ভবন নির্মাণ শুরু হয়। ভারতবর্ষের প্রাচীনতম হাইকোর্ট এটি । ভবনটি শেষ হতে প্রায় বছর দশেক লেগেছিল। ব্রিটিশ সরকারের আর্কিটেক্ট বেলজিয়ামের ক্লথ হলের আদলে এটির নির্মাণ করান। বর্তমানে এর জুরিসডিকশান হল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আর ইউনিয়ন টেরিটোরি অফ আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ড । দুটি বেঞ্চ আছে এই হাইকোর্টের। একটি জলপাইগুড়িতে অন্যটি আন্দামানে। 

Sir Barnes Pracock হলেন ক্যালকাটা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস। হ্যাঁ , হাইকোর্ট এখনও ক্যালকাটা , সেখানে কলকাতার অনুপ্রবেশ ঘটেনি । এই প্রসঙ্গে বলে রাখা যেতে পারে যে ম্যাড্রাস হাইকোর্ট আর বম্বে হাইকোর্টও এখনও তাদের পুরোনো নামেই স্বমহিমায় প্রতিষ্ঠিত। আর এই লেখাটি যখন লিখছি তখন ম্যাড্রাস আর বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস হলেন দুজন বিশুদ্ধ বঙ্গ সন্তান জাস্টিস সঞ্জীব ব্যানার্জী এবং জাস্টিস দীপঙ্কর দত্ত। একজন বঙ্গ সন্তান মেঘালয়ের চিফ জাস্টিস বিশ্বনাথ সমাদ্দার । মাঝে মাঝে বাঙালী হিসেবে গর্ব বোধ হয় বইকি । 

আর অতীতের বিখ্যাত জাস্টিসদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় জাস্টিস শম্ভুনাথ পণ্ডিতের কথা যিনি ক্যালকাটা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারক। অন্যান্য স্বনামধন্যদের মধ্যে আছেন জাস্টিস দ্বারকানাথ মিত্র, জাস্টিজ রমেশ চন্দ্র মিত্র, স্যার চন্দ্রমাধব ঘোষ , স্যার গুরুদাস ব্যানার্জি, স্যার আশুতোষ মুখার্জি, জাস্টিস পি বি চক্রবর্ত্তি যিনি পরবর্তিতে ক্যালকাটা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি হন। 

এইরকম একটি একশোষাট বছরের প্রাচীণ ইমারৎ যেখানে অসংখ্য ফাঁসির হুকুম হয়েছে সেখানে ভূত অথবা ভূতের গল্প থাকবেনা তা কি হয়। এখানকার প্রথম ফাঁসির হুকুমের সাজাপ্রাপ্ত হলেন মহারাজ নন্দকুমার যদিও এই বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহের অবকাশ আছে বলেই মনে করেন ঐতিহাসিকেরা । 

তিনচারটে জনশ্রুতি এখানে প্রবল। সন্ধ্যের পর মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের আত্মা এখানে পুনর্বিচারের জন্য ঘুরে বেড়ায় । গভীর রাত্তিরে ঘুঙুরের আওয়াজ পাওয়া যায় সুদীর্ঘ করিডরে । এর পিছনে জনশ্রুতি হল নিস্তার নামক জনৈক বারবনিতা। তাকে নির্মম ভাবে শিরচ্ছেদ করে হত্যা করা হয় । যখন তার দেহ উদ্ধার করা হয় তখন তার পরনে ঘাগরা আর পায়ে মোটা রুপোর তোড়া ছিল। মৃত্যুর অব্যবহিত পূর্বে তিনি হাইকোর্টে কোনও কিছুর জন্যে আপিল করেছিলেন । এই ঘুঙুরের আওয়াজ আর ঘাগরার আভাস এখনও নাকি হাইকোর্টের অলিন্দে কোনও কোনও নিশুত রাতে পাওয়া যায়। তেরো নম্বর কোর্ট রুমে নাকি সবচেয়ে বেশী ফাঁসির সাজা হয়েছে। তাই এই কোর্টরুমটি অনেকেই এড়িয়ে চলেন। একজন মেমসাহেবের ভূতও নাকি আছে। 

এবার আসি নিজস্ব অভিজ্ঞতার কথায়। কাজের সূত্রে ওখানে বহু সময় ব্যয় করতে হয়েছে। অনেকদিনই কোর্ট এবং অফিস আওয়ারের পর বেরোতে পেরেছি। প্রথমদিন রাত আটটা নাগাদ বেরোনোর সময় যে গেট দিয়ে ঢুকেছিলাম তার মুখে এসে দেখি সুউচ্চ লোহার গরাদ দেওয়া গেটটি তালাবন্ধ। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছিল । পাগোলের মত বেরোবার রাস্তা খুঁজেছিলাম । কাউকে ফোন করার কথা পর্যন্ত খেয়াল পড়েনি । 

যে সুবিশাল বাড়িটির অলিন্দগুলি দিনের বেলা অসংখ্য মানুষের আনাগোনায় গমগম করে রাতের অন্ধকারে সেগুলিই অদ্ভুত নিস্তেজ আলোয় আধিভৌতিক পরিবেশ সৃষ্টি করে। সম্পূর্ন জনশূন্য দীর্ঘ অলিন্দ পেরিয়ে অন্য দরজার খোঁজে উর্ধশ্বাসে যাবার সময় মনে হয়েছিল কে যেন আমার পিছনে ছুটে আসছে। আমি গতি কমালে সেও গতি কমায়। কিন্তু যতবারই পিছন ফিরে চাই কাউকে দেখতে পাইনা। রক্তচাপ ক্রমশ উর্দ্ধমুখী। অবশেষে একটি প্রবেশপথ খোলা পেয়ে বাইরে বেরিয়ে গভীর স্বস্তির শ্বাস ফেলেছিলাম। পরে শুনেছিলাম সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় একটিমাত্র ছাড়া বাকি সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। তবে সেদিনকার ওই আতঙ্ক আজও মাঝে মাঝে দুঃস্বপ্নে তাড়া করে ফেরে।














website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments