নিশাচর Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প-নিশাচর
লক-ডাউনের জেরে হোটেল ব্যবসা প্রায় লাটে ওঠার জোগাড়।কার্শিয়াং এ মোনোরম পরিবেশে আমার হোটেল। সুন্দর বাগান পরিবেষ্টিত পাঁচ খানা কটেজ আছে,তার পেছনে আছে ঘন জঙ্গল আর পাহাড়ি খাদ। কটেজের সামনেই আমার বিল্ডিং, একতলায় অফিস রুম আর দোতলায় আমরা তিনজন অর্থাৎ আমি আমার স্ত্রী ও মা থাকি। আমি আদিত্য হোটেল ব্যবসায়ী, সদ্য বিবাহিতা স্ত্রী বৃষ্টি রীতিমতো সুন্দরী ও বুদ্ধিমতী। হোটেল ব্যবসা লাভজনক না হলেও বৃষ্টির আগমনে দৈনন্দিন জীবন বেশ রঙিন হয়ে উঠেছিল।
ব্যবসায়িক কাজে আমাকে মাঝে মাঝে বাইরে যেতে হয়,তখন মা বিসনেস দেখাশোনা করে। সেবার কালিংপং থেকে রাত্রে ফিরে এসে দেখলাম পাঁচ নম্বর কটেজে আলো জ্বলছে, অর্থাৎ টুরিস্ট এসেছে।মাকে জিজ্ঞেসা করতে বলল নিশা নামে একটি বছর কুড়ি বয়সী মেয়ে কিছু দিনের জন্য কটেজটা চড়া দামে ভাড়া নিয়েছে। কোনো কিছু খোঁজ খবর না নিয়ে দুম করে একটা অল্পবয়সী মেয়েকে ভাড়া দেবার জন্য রেগে মাকে দু-চার কথা শোনালাম।পরেরদিন খুব ভোর বেলায় একটি অপূর্ব সুন্দরী মেয়েকে কটেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বুঝলাম এই হল নিশা.... ছিপছিপে গড়ন,ফর্সা, কোমর পর্যন্ত ঝুলছে ইয়া মোটা একটা বিনুনি। এরপর মাঝে মাঝেই দেখা হত নিশার সাথে, তার গোলগাল মিষ্টি মিষ্টি মুখ..মৃগনয়নী কাজল কালো চোখ সর্পিল ভ্রু আর মুক্ত ঝরানো হাঁসি আমার হৃদয়ে ভীষণ ভাবে দোলা দিত। তাকে কাছে পাবার জন্য মন আকুলি বিকুলি করত।সব মিলিয়ে দারুণ আবেদনময়ী। ভোররাতে উঠে ছাদে ব্যালকনিতে ঘোরাঘুরি সবই মা আর বৃষ্টির চোখে পড়ত। বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করত না। নিশার সম্মতি সূচক হাঁসি আমাকে পাগল করে তুলত।মায়ের গালিগালাজ বৌ এর জ্বলন্ত দৃষ্টি কোন কিছুরই আমাকে আটকানোর সাধ্য ছিল না। শাড়ির ফাঁকে একাদশীর চাঁদের মতো একফালি পেট,পৃষ্ঠদেশ উন্মুক্ত ব্লাউজ আমাকে ভীষণ ভাবে টানত।বড় বড় রথী-মহারথী নিজেকে আটকাতে পারে নি, আমি তো নগন্য পুরুষ মাত্র।ছেলের কুকীর্তি দেখে মা দিনরাত্রি গালিগালাজ করত নিশাকে... ছিনাল রাক্ষসী বেবুশ্যে ডাইনী ইত্যাদি বলে।আমি উল্টে মা কেই ধমকাতাম। নিশার কানে সবই যেত, কিছু বলত না শুধু চোখ দুটো জ্বলজ্বল করত। নিশার হাবভাব সাধারণ মেয়ের মতো ছিল না,সারা সকাল নিজেকে ঘরে বন্দী করে রাখত টিকিটিও দেখা যেত না। রাত হলেই বেরিয়ে যেত নৈশ অভিযানে, কোথায় যেত কখন ফিরত কিছুই টের পাওয়া যেত না। একদিন রাতে নিশাকে দেখলাম কটেজের পেছনে জঙ্গলের দিকে যেতে।আমিও পিছু নিলাম, পাহাড়ি খাদের রাস্তা ধরে নিশা নিচের দিকে নেমে যেতে লাগলো। আমি সন্তর্পনে নীচে নামতে লাগলাম, কিন্তু নিশাকে কোথাও দেখতে পেলাম না।কি করব ভাবছি এমন সময় অনুভব করলাম ঘারের কাছে ঠান্ডা নিঃশ্বাস... কেউ যেন হিস্ হিসে্ গলায় আমার নাম ধরে ডাকছে।গা ছমছম করে উঠল, কোনোদিকে না তাকিয়ে উপরের দিকে উঠতে লাগলাম।হটাৎ কিছু একটা জিনিসে হোঁচট লেগে হুমড়ি খেয়ে পড়লাম, মোবাইলের টর্চ জ্বেলে দেখতেই আঁতকে উঠলাম। হোটেলের কেয়ার টেকার কৃষ্ণলালের রক্তশূন্য ফ্যকাশে ডেডবডি।ঘাড় বাঁকিয়ে বিস্ফারিত চোখে উপরের দিকে তাকিয়ে আছে। আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উপরের দিকে দৌড়তে যাব ঠিক সেই সময় কেউ যেন আমার পা ধরে টেনে হিড়হিড় করে নীচের দিকে নামিয়ে নিয়ে যেতে লাগল। আমি প্রাণপণে পা ছাড়িয়ে দৌড়ে কোনো মতে বাড়ি ফিরলাম। পরেরদিন থেকে আমার ধুম জ্বর এলো।শরীর ক্রমশ ভেঙ্গে যেতে লাগল, চোখের নিচে কালি... সারারাত ঘুম আসে না, প্রতিদিন নিশাকে স্বপ্নে দেখি আর ভয় পাই, ডাক্তার দেখালাম.. আ্যকিউট আ্যনিমিয়া ধরা পড়ল। বৃষ্টি এখন আমাকে সর্বোক্ষণ চোখে চোখে রাখে। একদিন রাতে বৃষ্টি আর মা মার্কেট গেছে, আমি একা ঘরে শুয়ে আছি... হালকা তন্দ্রা এসেছে... হটাৎ লোডশেডিং।দুর্বল শরীরে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম,আজ পূর্ণিমা চাঁদের আলোয় ঘরটা ভরে গেছে। চাঁদের আলো উপভোগ করছি এমন সময় কাঁধে কারোর আলতো ছোঁয়া। নিশাকে দেখে চমকে উঠলাম।ওর চোখ দুটো জ্বলজ্বল করছে আর মোটা বিনুনি টা ভয়ঙ্কর সাপের মত আমার শরীরে পেঁচিয়ে ধরছে। আমি ছিটকে দূরে সরে গেলাম, নিশার বিকট চিৎকারে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে এলো... আমি ভয়ে কুঁকড়ে গেলাম।স্বদন্ত বের করে নিশা ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ঘরের কাছে প্রচন্ড ব্যাথা অনুভব করলাম... বুঝলাম আজ আমি ওর শিকার,যন্ত্রণায় ছটফট করতে লাগলাম ঠিক সেই সময় বৃষ্টি হন্তদন্ত হয়ে ছুটে ঘরে ঢুকল। নিশার বিনুনি তখন আমার গলায় সাপের মত পেঁচিয়ে... আমি শ্বাসরোধ হয়ে প্রায় নিস্তেজ হয়ে গেছি, বৃষ্টি উপায়ন্তর না দেখে দৌড়ে কাঁচি নিয়ে এসে নিশার বিনুনিটা কেটে দিল। আবার সেই বিকট চিৎকার... বিনুনিটা মেঝেতে পড়ে মড়া সাপের মত কিলবিল করতে লাগল, নিশার শরীরটা শুকনো মাটির মতো গুঁড়ো হয়ে ঝরে পড়লো। আমি জ্ঞান হারালাম।
পরেরদিন সকালে হসপিটালের বেডে চোখ খুললাম।বৃষ্টি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে।অভিসপ্ত নিশার পর আবার আমাদের সেই পুরনো সকাল ফিরে পেলাম।
সমাপ্ত
website : BhutGolpo
website link : https://www.bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments