Header Ads Widget

মৃত্যুর খেলা

মৃত্যুর খেলা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






মৃত্যুর খেলা
------------------


নরম বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে একটা ম্যাগাজিন পড়তে লাগলো তিতির, অঙ্কুশ বাথ টাবে উষ্ণ জলে শরীরটা ডুবিয়ে রেখে চোখ বন্ধ করলো।
দরজায় কেউ আঘাত করলো। তিতির উঠলো, দরজা খুলে কাউকে না দেখে দরজার বাইরে মুখ বাড়িয়ে করিডোরের দুই প্রান্তে নজর বুলিয়ে দেখলো সেখানেও কেউ নেই। স্ট্রেঞ্জ? মনে মনে বলে দরজা বন্ধ করে ঘুরে তাকাতে দেখলো--ড্রেসিং টেবিলের সামনে ওর দিকে পেছন ফিরে বসা মহিলাকে। তিতির চিৎকার করার আগেই আগন্তুক রহস্যময়ী ক্ষীণ স্বরে--ডোন্ট সাউটএন্ড লিভ দ্য রুম। 
বাথরুমের দরজায় টোকা অঙ্কুশ বললো --আসছি ডার্লিং।
তোয়ালেতে শরীরটা মুছে কোমরে তোয়ালে জড়িয়ে অঙ্কুশ বাথরুমের দরজা খুলতেদেখলো তিতির বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আঙুলের ইশারায় কিছু দেখবার চেষ্টা করছে, ওর হাত অনুসরণ করে অঙ্কুশ দেখলো --একজন মহিলা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে আছে। 
ও কে তিতির?
তিতির উত্তর দেওয়ার আগেই আবার সেই স্বর --আই এম মারিয়া, বাই প্রফেশন এয়ার হোস্টেস। ইট ইজ মাই রুম। লিভ নাউ।
রিসেপশন এর মেয়েটা এই শীতের গভীর রাতে --দুদিনের জন্য বুক করা রুম ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে তোয়ালে জড়ানো ঠান্ডায় ঠকঠক করা অঙ্কুশ ও ভয়ে ফ্যাকাসে হয়ে যাওয়া তিতির তিতিরের মুখ থেকে ঘটনা শুনে ওদের বললো--আই এম এক্সট্রিমলি সরি স্যার এন্ড ম্যাম। আই কান্ট লেট ইউ গো। সারভাইবার্স ক্যান এন্টার দিজ হোটেল বাট নট এক্সিট। ইটস এ হোটেল ফর দ্য ডেড।ইউ শুড হ্যাভ রিড দি নোটিফিকেশন বোর্ড অন এন্টারিং দ্য হোটেল। 
হোয়াট? অঙ্কুশ আর তিতিরের মাথায় যেন বাজ পড়লো , চোখটা অজান্তেই সেই বোর্ডে যেতে দেখলো লেখা আছে---দ্য হোটেল ইজ ক্লোজড টু দ্য পাবলিক।দিজ আইজ ল্যান্ড হোটেল,হুইচ ওয়াজ ডেস্ট্রয়েড বাই ফায়ার, ইজ নাও দ্য এড্রেস অফ আনসটিসফয়েড সোলস।বি সিওর টু রিড দ্য ওয়ার্নিং বিফোর এন্টারিং দ্য আব্যানড্যান্ড হোটেল।
অঙ্কুশ আর তিতিরের পড়া শেষ হওয়ার আগেই পুড়ে ঝলসানো শরীর গুলো একে একে ওদের ঘিরে ধরেছে, রিসেপসেনিস্ট সেই সুন্দরী মেয়েটাও কখন যেন রূপের খোলস ছেড়ে বেরিয়ে পুড়ে ঝলসানো বিকৃত মুখ এগিয়ে দিয়ে বলছে--ওয়েল কাম টু আওয়ার ওয়ার্ল্ড।
অঙ্কুশ আর তিতির-- একে অপরের মুখ চাওয়া চাওই করলো। দুজনের মুখ ভয়ে ফ্যাকাসে।
বিদেশে হানিমুন করবার প্ল্যানটা কার ছিল তিতির?
অঙ্কুশ কিছু একটা করো, এখন ওসব ভাবার সময় নয়,নইলে মরতে হবে।
কী করবো এই বিদেশি ভুতদের সামনে ?এতো আমাদের দেশি ভুত নয়, এরা খুব হিংস্র--অঙ্কুশ অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। 
উপরে করিডোর ধরে একে একে দাঁড়িয়ে সব বিকৃত মুখেরা সিঁড়ি বেয়ে নেমে আসছে। ওদের ঠেলে এগিয়ে এলো মারিয়া --বললো --দে আর নিউ কাপল। গিভ দেম এ চান্স টু এনজয় লাইফ।উই আন্ডারস্ট্যান্ড দ্য পেন অফ ডেথ।লেট দেম লিভ।প্লিজ লেট দেম গো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। ডোন্ট প্লে দ্য গেম অফ ডেথ উইথ দেম। দে আর নট রেস্পন্সবল ফর আওয়ার আনন্যাচারাল ডেথ। ইট ওয়াজ এন একসিডেন্ট। 
নো মাই ডিয়ার মারিয়া রুলস ইজ রুলস, উই কান্ট ব্রেক ইট ফর দ্য কাপল। দে মাস্ট ডাই একর্ডিং টু দ্য রুলস, বিকজ দে হ্যাভ কাম টু দ্য হোটেল অফ দ্য ডেড.আলাইভ।--একটা হিংস্র লোক বিকৃত হাতটা বাড়িয়ে দিল তিতিরের দিকে, জ্বলন্ত আগুনের লেলিহান শিখা যেন বয়ে নিয়ে আসছে হাতটা।  
অঙ্কুশ মারিয়ার দিকে তাকিয়ে-যেন মারিয়া পারে ওদের এই মৃত্যু পুরী থেকে বের করে দিতে।

তিতির চিৎকার করছে। আগুনটা ওর শরীরের কাছে চলে এসেছে তাপ অনুভব হচ্ছে। অঙ্কুশ নিরুপায় হয়ে দেখছে, আর একটু হলেই তিতিরের পোশাক আগুনের স্পর্শে দাউ দাউ করে জ্বলে উঠতো । ও চিৎকার করে অঙ্কুশকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করতে ঝপ করে সারা হোটেল জুড়ে জোরালো আলো জ্বলে উঠলো।
সরি ম্যাম ,জাস্ট এ প্রাঙ্ক,দিজ হোটেল ইজ নট হোটেল অফ দ্য ডেড । মিস্টার অঙ্কুশ নোজ ইট ভেরি ওয়েল। -- একজন এগিয়ে এসে কথাটা বলতে তিতির রাগে অঙ্কুশের দিকে তাকিয়ে দাঁত করমর করতে করতে নিজের ঘরে চলে যায়। উপস্থিত সবাই তখন হাসি আর তালি বাজিয়ে ওদের হনিমুনের শুভেচ্ছা জানাচ্ছে।।

ঘটনার সূত্রপাত। অঙ্কুশের সাথে পরিচয় ছোট্ট থেকে। খুনসুটি করা অঙ্কুশের স্বভাব সিদ্ধ। তিতির ভীতু নয়। অঙ্কুশ অনেকবার চেষ্টা করেও ভয় দেখাতে পারেনি। অথচ তিতির ওকে বহুবার ভয় দেখিয়ে ভয় পাইয়ে দিয়েছে। 
বিয়ের পর তিতিরের ইচ্ছে ছিল হানিমুনে একটা কিছু করার যেটা আজীবন মনে থাকবে। প্ল্যানটা অঙ্কুশ আগে করলেও কী করে সেটা করবে সেটা নিয়ে খুব চিন্তায় ছিল। বাঁচিয়ে দিলো বন্ধু সুজিত। দুজনের পরিকল্পনা ও হোটেলের সহযোগিতায় তিতিরকে এমন ভৌতিক অভিজ্ঞতার সারপ্রাইজ দিতে পারলো। কিন্তু তিতিরের মুড দেখে অঙ্কুশ এখন ঘরে যেতে ভয় পাচ্ছে। 
সমাপ্ত।।













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments