Header Ads Widget

বন্ধু

বন্ধু Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)





#বন্ধু

রিপার টর্ড্ গার্লস স্কুলে পড়া ছোট্ট লিলি খুব ভালো ছবি আঁকে । তাই 200 বছর পুরনো স্খ্রীষ্টান মিশনারি স্কুলের পিছনের ঝুলন্ত বারানা কখনো তার রংতুলির টানে ফুটে ওঠে, তো কখনো বড় বড় থামের দালান ।

সেদিন স্কুলের পেছনের চার্চের ছবি আঁকছিল সে ।
        হঠাৎ তার পাসে এসে বসল,,,,,,,
             নিশ্বাসের শব্দ আরো কাছে এলো লিলির । এই শব্দ সে সহ্য করতে পারছে না, দমবন্ধ হয়ে আসছে যেন তার ।
-"এরিনা এ কেমন দুষ্টুমি?"
        পেছনে তাকাল লিলি, না এ তো এরিনা নয়, তবে এ কে !! আগে কখনো স্কুলে দেখিনি !! পরনে একি স্কুল ড্রেস, সম বয়সি দেখে একটু সান্ত হল লিলি, পরক্ষণেই উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে ? তোমাকে তো স্কুলে আগে দেখিনি, কোন ক্লাসে পড় ?"
        -"আমার নাম ডেইজি। নাইনে পড়ি ।"

-"একি ক্লাস তো, তোমাকে আগে দেখিনি কেনো ??"
- "অন্য সেকশন, এরিনা তোমার বন্ধু ?"
-"হ্যাঁ; এরিনা, রোজি ওরা সবাই আমরা বন্ধু; কেনো বলোতো ?"
-"জানো আমার কোন বন্ধু নেই, কেউ কথা বলে না আমার সাথে, তুমি আমার বন্ধু হবে ?"
-হ্যাঁ; এরিনা, রোজি দের সাথে ও আলাপ করিয়ে দেবো; কিন্তু এতো বড় স্কুলে কেউ তোমার বন্ধু না !!"
-এই তো তুমি বন্ধু ।
                    হা! হা! হা! হা!

পরের দিন লিলি স্কুলে সারা ক্লাস খোঁজেছে কিন্তু ডেইজি কে আর পায় না । টিফিন টাইমে যখন সবাই খেলতে ব্যস্ত আর লিলি রংতুলি নিয়ে ছবি আঁকায় মত্ত, ঠিক তখন সেই নিশ্বাসের শব্দ । আবার দমবন্ধ হয়ে আসছে লিলির, পিছনে তাকিয়ে,,,,
      -"ডেইজি!"
-"আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না আমাকে।"
-"ধুর পাগল, জান আজ স্কুলে এসেথেকে তোমাকেই খুঁজছি, এরিনা, রোজি দের সাথে বন্ধুত্ব করবে না ? কোথায় ছিলে এতক্ষণ ??"
-সব জানি, আমি দেখেছি, তুমি আমাকে খুঁজছিলে, তবে এরিনাদের সাথে নয়, আমি শুধু তোমারি বন্ধু থাকবো ।
      এর পর বেশ কিছু মাস, ডেইজির সাথে লিলির দেখা হতে থাকে, কথা হতে থাকে, ডেইজির নতুন গল্পের বই, নতুন খেলনা সব কিছুর ভাগ পেতে থাকে লিলি, কারণ লিলি কে যে এই ভাবেই ভুলিয়ে রাখতে হবে ।

      এর পর একদিন লাইব্রেরিতে লিলি, এরিনার সাথে বই দেখছিল, সেই লাইব্রেরি ছিল হস্টেলের মুখোমুখি বিল্ডিং এর দোতলায়, ওখানকার বারান্দা থেকে স্পষ্ট দেখা যায় নীচের কুয়ো টা । হঠাৎ লিলির চোখে পড়ে ডেইজি একটি টেবিলের এক কোনে বসে বই পড়ছে, ছুটে যায় লিলি, এরিনাকে ডাকে আলাপ করিয়ে দেয়, ডেইজি এরিনা ও বন্ধু হয়ে ওঠে । এরিনা ডেইজি কে জিজ্ঞেস করে,
      -"তুমি এতো একা কেনো ? কারোর সাথে কথা বলো না ?"
-"কারণ আমি যা বলবো, তোমরা তা আপাত দৃষ্টিতে দেখতে পাবে না আর বিশ্বাস ও করবে না ।"
এই কথা শুনে গলা শুকিয়ে আসছে লিলির, কি দেখতে পাওয়া যায় না, কি বিশ্বাস করা যায় না ?সব কেমন গুলিয়ে যাচ্ছে লিলির, অবাক হল এরিনা ও।

লাইব্রেরি থেকে ফেরার পথে লিলি এরিনা কে জিজ্ঞেস করে ডেইজি কে আগে কখনো দেখেছিলি ?
        এরিনা বলে,- "হ্যাঁ, ও অন্য সেকশনে পড়ে, তুই চিনবি না এটাই স্বাভাবিক, তুই তো অন্য সেকশনের খবর ই রাখিস না, শুনেছি ওকে সবাই পাগল বলে, বেশি মিসবি না ওর সাথে, চল তো ।"

লিলির সারা দিনটা এটা ভেবেই কেটেগেল, যে সে অন্য সেকশনের খবর রাখে না ঠিকই, কিন্তু স্কুলের মেয়ে অথচ লিলি দেখেনি, এ ও কী হতে পারে !!

এর পর লিলি দেখে ডেইজি ওদের স্কুলের ডানদিকের যে অংশ ওই বড় জালি ঢাকনা দেওয়া কুয়ো টার ওপরে অগছাল হয়ে এলো চুলে বসে আছে, আঁতকে ওঠে লিলি,,,,,,, এতো ভয় এর আগে কেনো দিন পায়নি লিলি, ডেইজি কে !! লিলি নিজে ও বুঝতে পারে না । এক পা এক পা করে ডেইজির কাছে যায় লিলি, জিজ্ঞাসা করে,
-"এই খানে এইভাবে কেনো বসে আছো ??"
-"তুমি কী জানো না কেনো বসে আছি ?" 
এতো ভয় পায় লিলি, যে পিছপায়ে ছুটে পালিয়ে যায় । তার পর থেকে লিলি যতবার ডেইজি কে দেখেছে পালিয়ে গেছে ছুটে ।

লিলি ডেইজি কে ভয় পায় !! শুনে হা! হা! করে হেসেছে এরিনা । বলেছে 
    -"কি এমন আছে ডেইজির মধ্যে !! একটা পাগল মেয়ে !! এই জন্যই বলি আরো বন্ধর সাথে মেস, কে ওই ডেইজি !"

 কিন্তু ডেইজি র ওই রূপ ভুলতে পারে না লিলি । তাই একদিন লিলি স্কুল তোলপাড় করে ডেইজি কে খোঁজে ।
        খুঁজতে খুঁজতে লিলি ওদের স্কুল হস্টেলের তিনতলার ছাদের চিলেকোঠায়, খুঁজে পায় ডেইজি কে । একটা দরজা বন্ধ তালা দেওয়া ঘর, লিনটন ওবদি গাঁথা, পাসেই সিঁড়ি ছাদ দেখা যাচ্ছে, দরজা দিয়ে অনেক আলো আসছে, সেই একি রূপ ডেইজির, ডেইজি বলছে,
  -"এখানে একা একা থাকতে খুব কষ্ট হয় ! তাই বন্ধু খুঁজতে হয় ! তবু মনের কষ্ট বলার মতো বন্ধু পাওয়া যায় না ! আমি যে তোমাকে সেই বন্ধু,,,,,,,,,"
-"তুমি কে ডেইজি ? না আমি তোমার বন্ধু হবো না, কখ্খনো না ।"

           এর পর ডেইজির সাথে লিলি আর দেখা করেনি, তবে ডেইজি লিলির সাথে দেখা করেছিল, শেষ বারের মতো স্কুলের পিছনের চার্চ লাগোয়া কবর স্থানের মাঠে,,,,,,
           কারণ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওই তিনতলার ছাদের চিলেকোঠায় লিলি আর ডেইজির দেখা হওয়ার পর, লিলি ডেইজি, এরিনা দের নাইনের ফাইনাল পরীক্ষা হয় । তার পর এরিনা নতুন ক্লাস নতুন বই নিয়ে মেতে ওঠে, বেশ কিছু মাসে সবটা ধাতস্থ হওয়ার পর এরিনার মনে পড়ে লিলি আর ডেইজির কথা ওদের সাথে তো আর দেখা হয় না !! 

এরিনা ডেইজি কে খোঁজেনি, নিজের ক্লাসরুমে খুঁজেছে লিলিকে, পায়নি । তবে কী স্কুল ছেড়েছে লিলি ??
          এরিনার তখন মনেপড়ে ডেইজির কথা, এরিনা ক্লাস টেনের অন্য সেকশনে যায় ডেইজি কে খুঁজতে পায়নি, স্কুল ছুটির পর হোস্টেলে এসে দেখে ডেইজি বসে আছে নিজের রুমে, এরিনা ছুটে যায় ডেইজির কাছে, ডেইজি বলে,
  -"আমি জানতাম তুই আসবি আমার কাছে ।"
-"জানতিস !! কেনো এসেছি বলতো ?" 
-"চল"
ডেইজি এরিনা কে নিয়ে যায় হোস্টেলের সেই ক্লাস নাইনের লিলি দের সেকশনে পড়া মেয়েদের ঘরে । 

সেখানে এসা, রিসা এর মত মেয়েরা বলে, লিলি ওদের সাথে ওই ক্লাসেই পড়ে, আর লিলি ওদের বন্ধু । হাপ ছেড়ে বাঁচে এরিনা । ডেইজি বললো,
   -"তারপর এরিনা ! দেখা করবি না তোর পুরনো বান্ধবীর সাথে ?"
এর পর সারা হোস্টেল তার পর স্কুল খুঁজেছে এরিনা লিলি কে, কিন্তু,,,,,

এর পর ডেইজি এরিনা কে নিয়ে যায় তিনতলার সেই চিলেকোঠার ঘরে, তালা টা একটা ইঁট দিয়ে ভেঙে দেয় ডেইজি, সেদিন ডেইজির মধ্যে অদ্ভুত শক্তি দেখে এরিনা । এরিনা ভাবে, ঠিক বলে লিলি, ডেইজি অদ্ভুত একটা মেয়ে, এরিনার ও ভয় লাগছে আজ,
            ঘরটা খুলতেই এক বীভৎস আর্তনাদ, আমি বাঁচতে চাই । আমি বাঁচতে চাই ।
  পিছন ফেরে দুজনে
              দেখে লিলি, অগছাল হয়ে আছে, মাথায় উস্কখুস্ক চুল।
ছুটে আসে এরিনা, 
     -"লিলি, কোথায় ছিলি, জানিস কতো খুঁজেছি তোকে ??"
এরিনার কথার উত্তর না দিয়ে লিলি বলে 
-"এটা তুমি কেন করলে ডেইজি ??"
-"একজন প্রকৃত বন্ধু হিসাবে তো আমাদের এটাই করতে হতো, আজ বলো তো কেনো তুমি বন্ধু খোঁজ ? কী বলতে চাও তুমি ?"

-"প্রায় ১০০বছর আগে আমি তখন নাইনে পড়তাম, একদিন এরকম সন্ধ্যা ছিল, আমি ছাদে দাড়িয়ে ছিলাম, হঠাৎ এলি পিছন থেকে ধাক্কা দেয় আর আমি পড়ে যাই কুয়ো তে, আমি চেঁচাচ্ছিলাম, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, এলি বাঁচানোর চেষ্টা ও করেনি, কাউকে কিচ্ছু জানায়নি । যখন কুয়োতে ভেসে উঠল আমার বডি, ওরা আমাকে কবর দেয়ানি, সিঁড়ি দিয়ে টানতে টানতে উপরে এনে এই ঘরে বন্দি করে ফেলে রাখল, আর আমার পচা গলা দেহটার পাসে বসে থাকি আমি একা । তাই আমার ও মুক্তি হল না আর আমি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকলাম।"

     -"আর এলির বংশধর এরিনা জেনে এরিনার সাথে বন্ধুত্ব করে ওর ক্ষতি করতে চাইলে ?"
-"তা আর পারলাম কই তোমার জন্য, বলে লাল লাল চোখে লিলি ধেয়ে আসতে যায় এরিনার দিকে ।

ডেইজি হাত ধরে নিজের কাছে টেনে নেয় এরিনা কে, বলে
-"এরিনার কথা না হয় বুঝলাম, কিন্তু বাকিদের সাথে বন্ধুত্ব করতে কেনো, আর শুধু নাইনের মেয়ে কেনো ?"
-"আমার কষ্টের কথা কাকে বলবো ? বন্ধু লাগবে আমার । আমি ও তো তখন নাইনে পড়তাম, আমি শুধু এরকম থেকে যাই আর ওরা সবাই বড় হয়ে যায় , শুধু মাঝখানে তুমি এসে সব ভেস্তে দিলে, একটা বছর চলে গেল, আর এরিনা বেঁচে গেল । কিন্তু তোমাকে আমি দেখতে পেতাম না কেন"

-"হু, প্রথমে আমি দেখি এরিনা কারোর সাথে গল্প করে, কিন্তু কার সাথে ??
      আমার মনে পড়ে যায় আমি অতৃপ্ত আত্মা দেখতে পাই বলে মা আমাকে এই ক্রস টা পরায় যাতে আমরা কেউ কাউকে দেখতে না পাই, আর ওটা খুলে দিতেই আমি তোমাকে আর তুমি আমাকে দেখতে পেতাম । আর তোমার মনোভাব ও বুঝতে পারি ।"

  এর পর এরিনা আর ডেইজি মিলে লিলির কঙ্কাল তুলে নিয়ে গিয়ে কবর স্থানে মাটি খুঁড়ে কবর দিয়ে দেয়, তখন ডেইজি আর লিলি মুখোমুখি দাঁড়ায় ।
ডেইজি বলে,
-"দুঃখ্যিত বন্ধু,এলির দোষের সাজা ১০০বছর পর তুমি এরিনা কে দিতে পারো না, তাই তোমাকে তোমার উপযুক্ত স্থানে পৌছে দিলাম ।"

-"তুমি সত্যিই প্রকৃত বন্ধু, এরিনার হাত দিয়ে তুমি আমাকে মাটি দিয়েছো, এলির পাপের প্রায়শ্চিত্ত এরিনা করল, এতেই আমার মুক্তি। আর এরিনা কে জীবন দিয়েছ তুমি ।" বলে লিলির আত্মা বিলীন হয়ে যায় ।

এরিনা ভাবতেই পারছে না, যাকে ও পাগল ভাবতো, সেই নিজের প্রান বিপদে ফেলে লিলির সাথে বন্ধুত্ব করে এরিনা কে বাঁচিয়েছে !! এরিনা ডেইজির হাত টা চেপে ধরে, বলে
-"সত্যিই আপাত দৃষ্টিতে আমরা যা দেখতে পাই না তা আমরা বিশ্বাস ও করি না বন্ধু ।"

(ক্ষুদ্র প্রচেষ্টা, ভুল থাকলে মার্জনা করবেন)














website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments