Header Ads Widget

অভিশপ্ত_আত্মা

অভিশপ্ত_আত্মা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)




#গল্প 
#অভিশপ্ত_আত্মা


  গোধূলির আলো যখন সবে পশ্চিম দিকে ঢলে পড়েছে, আকাশে তখন পাখিদের পাখনা ঝাপটানোর পালা | উড়ে যেতে যেতে কখনোই তারা একবারের জন্যও খেই হারিয়ে ফেলছে না | বেশ লাগে দেখতে, আসলে অঞ্জলি খুব ছোটবেলা থেকেই চারিদিক ঘেরা বদ্ধ ফ্ল্যাট বাড়িতে থেকে এসেছে | কিন্তু বিয়ের পর উত্তর কলকাতার এই বনেদি বাড়িতে প্রথম বার এতো বড়ো একটা ছাদে গিয়ে দাঁড়ানো, একটা অন্যরকমের অনুভূতি যেন চারপাশ থেকে ওকে ঘিরে ধরে | সন্ধ্যা হয়ে যাবার আগেই নীচে চলে আসতে হবে, এই হলো শাশুড়ি মায়ের কড়া হুকুম | 
 আজ যখন সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছে, হঠাৎ কে যেন মনে হলো শাড়ির আঁচলটা পিছন থেকে টেনে ধরলো | পিছন ফিরে অবশ্য অঞ্জলি কাউকেই দেখতে পেলো না, কিন্তু চমকে গেলো এই ঘটনায় | অবশ্য বিয়ের পর যেদিন প্রথম থেকেই এ বাড়িতে যখন পা দিয়েছে, অদ্ভুত ধরণের এইরকমের অভিজ্ঞতা মাঝে মাঝেই তার হচ্ছে | ওর স্বামীর সাথে এ ব্যাপারে অবশ্য কথা বলা যাবে না, সে সব সময়েই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে | গতকাল ওকে এই ঘটনাগুলো বলাতে এমন একটা করলো যেন কিছুই নয় | সবসময়েই ও নিজেকে এতটা ব্যস্ত রাখে, কিছু বলতে গেলেই দশবার ভাবতে হয় |
 কলকাতার আর পাঁচটা জায়গার তুলনায় এই জায়গাটা একটু অন্যরকম | রাত বারোটা বাজলেই কেমন যেন নিঝুম হয়ে যায় সারা পাড়াটা | আজ একটু তাড়াতাড়িই ঘুম পেয়ে গেছিলো, হঠাৎ ভেঙে গেলো তখন রাত প্রায় আড়াইটে বাজে | একটা কান্না যেন ভেসে আসছে বাড়ির কোনো একটা জায়গা থেকে | অরিত্রকে একবার ডাকবে মনে হলো কিন্তু বিশেষ একটা লাভ হবে না ভেবে খুব সাবধানে দরজাটা খুলে বাইরে বেরুলো | নীচের কোনো একটা ঘর থেকে কান্নার শব্দটা আসছে | 
 ওখানে অনেকগুলো ঘর, তার মধ্য বাম দিকে একটা ঘর আছে যেটা প্রথম দিন থেকেই তালা বন্ধ হয়ে আছে দেখেছে | আওয়াজটা ওখান থেকেই যে আসছে অঞ্জলি একপ্রকার নিশ্চিত হলো | একবার ভাবলো ঘরে এসে শুয়ে পড়বে কিন্তু আওয়াজটা যেন তাকে ক্রমশ ডাকছে | মোবাইলের টর্চের আলোটাকে জ্বালিয়ে এগিয়ে গেলো নীচের দিকে | আওয়াজটা ক্রমশ জোরে হচ্ছে, দরজাটা কিন্তু তালা দিয়ে বন্ধ করা | আলতো করে কান পাতলো দরজার গায়ে, এবারে অঞ্জলি পুরোপুরি নিশ্চিত হলো আওয়াজটা এই ঘর থেকেই আসছে | 
 মুঠো করে দরজার কড়া দুটো ধরে ঝাঁকাতেই কান্নাটা হঠাৎ থেমে গেলো | একবার, দুবার জোরে ঝাঁকুনি দিতেই ধড়াম করে দরজাটা খুলে গেলো | অন্ধকার ঘরটাতে চারিদিকে মাকড়সার ঝুল, মনে হলো বহুদিন যেন পরিষ্কার করা হয় নি | হঠাৎ মনে হলো কে যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে, ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়তে চমকে গেলো | পিছন ফিরে তাকাতে অবশ্য কাউকেও দেখতে পেলো না | একবার মনে হলো ঘরে ফিরে যাবে, কাউকে না বলেই তো সে এখানে এসেছে, যদি কেউ কিছু মনে করে ! 
 সকাল হতেই অঞ্জলি এই বাড়ির সবথেকে পুরোনো কাজের মাসি অতসীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
-"মাসি, একটা কথা জিজ্ঞেস করবো ? নীচের ওই তালা দেয়া ঘরটাতে আগে কেউ কি থাকতো ?"
 মাসির হাসি মুখটা কেমন যেন বিষণ্ণতায় ভরে গেলো | চারিদিক তাকানোর পর চুপিচুপি বললো,
-"সে অনেক গল্প আছে, তুমি নতুন এসেছো, আমি বলবো, যদি তুমি কিছু মনে করো !"
 অঞ্জলি অবাক হয়, বলে,
-"মনে করবো কেন ? তবে তুমি যদি আমাকে না বলো, আমি কিন্তু সত্যিই তোমার ওপর রাগ করবো |"
 মাসি অঞ্জলীর একটু ঘনিষ্ঠভাবে কাছে এসে চুপিসারে বলতে লাগলো, 
-"তোমার স্বামীর জানো তো দুটো বিয়ে ?"
 অঞ্জলি চমকে যায়, বুঝতে পারে তার সাথে একটা ভীষণ অন্যায় হয়েছে, কিছু বলতে যাবার আগে, মাসি আবার বলতে থাকে,
-"অজ পাড়াগাঁয়ের একটা মেয়ের সাথে আগে দাদাবাবুর বিয়ে হয়েছিল | কিন্তু বিয়ের কিছু দিন পরে জানা গেলো, মেয়েটির মাথায় নাকি গন্ডগোল রয়েছে | একেবারেই বনিবনা হতো না এদের সাথে | আমরাই তো দেখেছি, তোমার শ্বাশুড়ি মা যা নয় তা ওকে বলতো | একদিন ভীষণ গন্ডগোল হয়, শোনা যায় দাদাবাবু কিছু একটা দিয়ে বৌদির মাথায় ভীষণ জোরে মেরেছিলো ! তারপর আর বৌদির কোনো খোঁজ পাওয়া যায় নি | কেউ কখনো কখনো বলতো, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ আবার বলতো ওর ভীষণ শরীর খারাপ, ডাক্তারেরা বারণ করে দিয়েছে বাইরে বেরুতে | সবাই এরপর আর এই বিষয়ে কোনোরকম কথা বলতো না, তোমার শাশুড়ি মা-ও চাইতো না এবিষয়ে কোনোরকমের আলোচনা ! তবে চারপাশে কান রাখলে শুনতে পাওয়া যায়, প্রচুর টাকা পয়সা খরচ করে এই ঘটনাটা চাপা দেওয়া হয় ।"
 অঞ্জলি ভীষণ শকড হয় এই কথাগুলো শোনবার পর | মনে মনে দৃঢ়প্রতিজ্ঞ হয় কিছু একটা করবার জন্য |

* * *
 কারোর সাথে এই বিষয়ে অঞ্জলী কোনো রকম আলোচনাই করলো না । রাতের বেলা ফেসবুক করতে করতে মোবাইলের কাঁচে একটা অদ্ভুত রকমের ছায়ামূর্তি চোখে পড়লো অঞ্জলীর | দ্রুত উঠে বসে পড়লো বিছানায়, কানে আসতে লাগলো আবার সেই কান্নার আওয়াজ | তখন প্রায় ঘড়িতে দুটো বাজে । দ্রুত নেমে পড়লো খাট থেকে, এগিয়ে চললো মোবাইল আর একটা জোরালো টর্চ নিয়ে | ঘরটিতে বেশ খানিকক্ষণ জোরে ধাক্কা মারতেই আগের দিনের মতনই খুলে গেলো দরজাটা | চারিদিকে টর্চের আলো ফেলতে, দূরে দেওয়ালের গায়ে দেখতে পেলো একটা রক্তের দাগ | বহুদিন আগের দাগ, তাই প্রায় শুকিয়ে গিয়ে একটু অন্যরকম লাগছে | বাম হাতটা দিয়ে জোরে ওখানে ধাক্কা দিতেই খানিকটা নড়ে গেলো | 
 সন্দেহ জাগে অঞ্জলীর, কিছুটা দূরে পড়ে থাকা একটা লোহার চাকতি তুলে ধরে ক্রমাগত আঘাত হানতে থাকে ওই দেওয়ালের গায়ে | চমকে ওঠে, সমস্ত শরীরে তার শিহরণ জেগে ওঠে, একটা কঙ্কাল দেখে | আরো অবাক হয় কঙ্কালটার গায়ে সিঁদুর আর হাতে সোনার বালা দেখে | অঞ্জলীকে কিছু যেন ইশারা করে বলতে চাইছে | নিস্তব্ধে ঘর ছেড়ে বেরিয়ে আসে অঞ্জলি, নিজের বিছানায় উঠে চুপটি করে শুয়ে পড়ে |

 মোবাইলে একজনের হোয়াটস্যাপ থেকে স্থানীয থানার ফোন নম্বর বের করে, অঞ্জলি অপেক্ষা করতে থাকে সকালের জন্য | এ বাড়ির সবাই সকাল হতেই তখন যে যার কাজে ব্যস্ত থাকলেও, পুলিশের গাড়ি দেখে ঘাবড়ে যায় ! অঞ্জলি একজন অফিসারকে ডেকে নিয়ে চলে সেই ঘরটির দিকে | এই বাড়ির লোকজনেরা বাধা দিলেও সে কোনোরকম ভ্রূক্ষেপ করে না | 
 অবশেষে পুলিশ অঞ্জলীর স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে | আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জঘন্য অপরাধ করার জন্য কঠোর শাস্তিও হয় তাদের | অঞ্জলি নিজের বাড়ি ফিরে যায়, উদ্যোগ নেয় নিজের জীবন শুরু করবার !

~~~***~~~














website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments