ভুতুরে পিয়ানো Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প:- ভুতুরে পিয়ানো
-----------এর্নাকুলাম পৌঁছাতে আলপ্পুঝা এক্সপ্রেস বেশ দেরি করে ফেললো| সৌর লাগেজগুলো নিয়ে যখন স্টেশনের বাইরে এলো তখন দিনের আলো প্রায় নিভে এসেছে| পনেরো মিনিট বাস স্ট্যান্ডে অপেক্ষা করার পরও কোন বাসের দেখা পাওয়া গেলো না| এদিকে দু-দিনের ট্রেন জার্নিতে বেশ ক্লান্ত লাগছে| ক্ষিদেটাও যেন চেপে বসেছে| দূর থেকে একটা অটোকে আসতে দেখে হাত দেখায় সৌর| মিনিট পনেরোর মধ্যেই হোটেলের দরজায় এসে দাঁড়ালো অটো| নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সৌর| তারপর একটু ফ্রেশ হয়ে হোটেল বয়ের দেওয়া এক কাপ কফি খেয়ে শরীরটা যেন একটু চাঙ্গা লাগে| মনে মনে ভাবে--------একটু বীচ থেকে ঘুরে আসা যাক---!!!!
-----‐-‐-------------হাঁটতে হাঁটতে কখন যে এতো দূর চলে এসেছে সে খেয়াল নেই সৌর-র|
--------সন্ধ্যের পরে এই বীচ এরিয়া মোটেই সুরক্ষিত নয়------!!!!! হোটেলে ফিরে যান----!!! অপরিচিত এক কন্ঠস্বরে পিছন ফিরে তাকায় সৌর| আলো-আধারিতে সেই আগন্তুককে সম্পূর্ণ বোঝা না গেলেও সৌর এইটুকু অনুমান করতে পারলো ভদ্রলোক বেশ রাশভারী চেহারার| গলার স্বরটাও ভারী অদ্ভুত| শুনলেই যেন সারা শরীরে একটা শিহরণ জেগে ওঠে| নিজের মনকে বেশি পাত্তা না দিয়ে সৌর পাল্টা প্রশ্ন করে-------আপনি কে বলুন তো???আর আমাকে সাবধান করতেই বা এসেছেন কেন????সৌর-র প্রশ্নবানে আগন্তুক এবার অট্টহাসি দিয়ে বললো-----আমি কে???? আপনি আমাকে চিনবেন না| আমি এই কাছাকাছি থাকি| তা বলি কি মশাই!!!! আপনি যে হোটেলে উঠেছেন সেই হোটেলের বেশ দুর্নাম আছে| একটু সাবধানে থাকবেন| বিদেশ বিঁভুই বলে কথা----------বলেই আবার সেই গগনভেদী হাসি| উফঃ অসহ্য লাগছে সৌর-র| এই পাগলটাকে আর পাত্তা না গিয়ে এবার হোটেলের দিকে ফেরা যাক------!!!!!
-------------রাতের খাওয়ার শেষ করে বিছানার ওপর ল্যাপটপ খুলে বসে সৌর| কালকের প্রেজেন্টেশনের ফাইলগুলো ফাইনালি আর একবার চেক করে নিতে হবে| ওপরতলার অফিসাররা সৌর-র ওপর অনেক ভরসা করে তাকে এখানে পাঠিয়েছেন| আগামীকাল এখানকার একটা পাঁচতারা হোটেলে এক বিদেশী কোম্পানির সাথে কলকাতার এক কোম্পানির চুক্তি স্বাক্ষর হতে চলেছে পাঁচ বছরের জন্য| মূলতঃ সেই কারণেই সৌর-র এখানে আসা---!!!!
----------যাক বাবা!!!! সব ঠিক আছে| আর রাত করে লাভ নেই| এবার শুতে হবে| বাড়িতে একটা ফোন করে ঘরের সব জানলা দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয় সৌর| গত দু-দিনের ক্লান্তিতে বিছানায় শোওয়ার সাথে সাথে তলিয়ে যায় ঘুমের গভীরে-----!!!!!!
-----------টুং টাং----টুং টাং-----‐-----
পিয়ানোর মিষ্টি সুরে ঘুম ভেঙ্গে যায়| রাত তখন কটা ঠিক আন্দাজ করতে পারে না সৌর| কাঁচের জানলা ভেদ করে চাঁদের আলো উঁকি দিয়েছে ঘরে| দমকা হাওয়ায় এলো পাথারি উড়ছে জানলার পর্দা| পিয়ানোর সুর তীক্ষ্ম থেকে তীক্ষ্মতর হচ্ছে| একটা সময় পর পিয়ানোর আওয়াজ থেমে গেলো| কয়েক মুহুর্তের নিস্তব্দতা| এরপর সৌর-র চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো-----!!!!!
-------------একজন ভদ্রলোক ঘরের এককোণে বসে পিয়ানো বাজাচ্ছেন| কিছুক্ষণ পর একজন সুন্দরী মহিলা মদ্যপ অবস্থায় ঘরে প্রবেশ করলেন| তারপর শুরু হলো দু-জনের মধ্যে বচসা| অশান্তির পারদ চড়তে লাগলো| আরে!!!এ তো সেই ভদ্রলোক!!!যাকে সন্ধ্যেবেলায় সৌর সমুদ্রের ধারে দেখেছিল| কিছুক্ষণ পর মহিলাটি একটি ধারালো ছুরি দিয়ে এফোড় ওফোড় করে দিলেন ভদ্রলোককে| মুহুর্তের মধ্যে তার রক্তমাখা দেহটি মাটিতে লুটিয়ে পড়লো| সৌর চিৎকার করার চেষ্টা করলো| কিন্তু মুখ থেকে গোঙানি ছাড়া আর কোন আওয়াজ বেরলো না-----!!!!!
-----------অনেক দরজা ধাক্কাধাক্কির পরেও ভিতর থেকে কোন আওয়াজ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ নিজেদের ডুপ্লিকেট চাবি দিয়ে রুমের দরজা খুলে অজ্ঞান অবস্থায় সৌরকে উদ্ধার করে| চোখে জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরানো হয়| রাতের সমস্ত ঘটনা খুলে বলতেই সেখানে উপস্থিত ম্যানেজারবাবুর মুখটা বেশ থমথমে হয়ে যায়| সৌর-র চোখে চোখ রেখে এবার তিনি বলতে শুরু করেন-------আজ থেকে পনেরো বছর আগে এখানে এক দম্পতি থাকতো| তাদের কোন সন্তান ছিল না| ভদ্রলোক ছিলেন অত্যন্ত মাটির মানুষ| কিন্তু তার স্ত্রী ছিলেন সম্পূর্ণ বিপরীত| পার্টি নাইট ক্লাব রঙিন পানীয় পরপুরুষেই ডুবে থাকতেন তিনি| একদিন তার স্বামী প্রতিবাদ করায় অশান্তি হয় দু-জনের| অশান্তি চরম পর্যায় পৌঁছায় এবং তার ফলস্বরূপ ভদ্রলোকের প্রাণহীন দেহ দু-দিন পর আশেপাশের লোক ঘরের ভিতর থেকে উদ্ধার করে| কিন্তু ভদ্রমহিলাকে আর কোনদিন দেখা যায়নি| পরে একজন বাঙালি ভদ্রলোক বাড়িটি কিনে নেন এবং এখানে এই হোটেলটি তৈরী করেন| একটানা কথাগুলো বলে থামলেন ম্যানেজারবাবু| সৌর কোনমতে ফ্রেশ হয়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ে| এই হোটেলে আর নয়| কিছুদূর এসে একবার পিছন ফিরে তাকায়| দোতলার জানলায় চোখ যেতে স্পষ্ট দেখতে পায় সেই ভদ্রলোককে| বিষাদভরা মুখে তাকিয়ে আছেন তিনি| হয়তো অনেক কিছু বলার ছিল| কিছুই বলা হলো না| আর একমুহুর্ত দেরি না করে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায় সৌর-----!!!!!!!
:সমাপ্ত:
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments