Header Ads Widget

সেদিন_হঠাৎ_এসে

সেদিন_হঠাৎ_এসে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







#গল্প
#সেদিন_হঠাৎ_এসে


গতকাল রাতেই ওর সাথে কথা হয়েছিল | ও বলেছিলো শান্ত হয়ে থাকতে, দুপুরে ল্যান্ড করেই সরাসরি ফ্ল্যাটে চলে আসবে | মাত্র কয়েক ঘন্টার তো তফাৎ, আলমারি থেকে সেই জামরঙের শাড়িটা বের করে আয়নায় নিজেকে দেখলো | সেই বেনারসি প্যালেসে গিয়ে জোর-জবস্তি করে রিঙ্কু মাসির বিয়েতে কেনানো | প্রায় মাস তিনেক হয়ে গেলো অফিসের কাজে মুম্বাই গেছে, ফোন করতে করতে এখন আর ভালোই লাগে না | গত সপ্তাহেই অপর্ণা জানিয়েছিল,
-"তুমি যদি না আসতে পারো বলো, আমি কিন্তু সোজা তোমার ওখানে চলে যাবো, যা হবে দেখা যাবে !"
ও হেসে বলেছিলো,
-"আরে এখানে অনেক রকমের অসুবিধা রয়েছে, তুমি দুম করে চলে এলে তো হবে না !"

বিয়ের পর দক্ষিণখোলা এই ফ্ল্যাটে এসে প্রায় বছর দুয়েক হয়ে গেলো অপর্ণার | শাশুড়ি মা আর একটি অল্পবয়স্ক কাজের মেয়ের সাথে এখানে বেশ সময় কেটে যায় |
বাইরের দরজায় কলিং বেলের আওয়াজ শুনে দৌড়ে গেলো অপর্ণা | পোস্ট অফিস থেকে পাঠানো একটা খাম | লোকটিকে আগে কখনো দেখেছে বলে মনে হলো না | খুব সম্ভবত মায়ের জন্য, দৌড়ে খামটা দিতে গিয়ে অপর্ণা দেখলো খুব আলতো সুরে সুচিত্রা মিত্রের গানের কণ্ঠস্বর ঘর থেকে ভেসে আসছে | খামটা দেওয়ার সাথে ইশারায় উনি জিজ্ঞেস করলেন উনি, ভিকি আসেনি এখনো ! মাথাটা নেড়ে চলে আসতে বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেলো উত্তর পশ্চিম কোণ থেকে একটা কালো মেঘ এসে ঢেকে ফেলছে সাদা আকাশকে, দুপুরের দিকে বৃষ্টি হলেও হতে পারে | একবার মোবাইলে মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করলো, কোথায় ? না, কোনো রিপ্লাই এলো না !

* * *
দুপুরে খাওয়া দেওয়ার পর বিছানায় গিয়ে শুতেই আবার একবার কলিং বেলটা বেজে উঠলো | এবারও দৌড়ে গেলো অপর্ণা | দরজা খুলতেই লক্ষ্য করলো ভিকিকে, হাতে বড়োসড়ো একটা লাগেজ কিন্তু মুখে ভীষণ রকমের অপ্রসন্নতার হাসি | বিমর্ষ, বিষন্ন ভিকি ঘরে ঢুকেই তাকিয়ে থাকলো দূরে দেওয়ালে টাঙানো প্রথম বিবাহবার্ষিকীর ছবি | ফ্রেমটার কাছে গেলো খুব ধীরে ধীরে, তাকিয়ে নিজের মনে কি সব বলতে লাগলো |
অপর্ণা হাতটা ধরে জিজ্ঞেস করলো,
-"তুমি কি খুব টায়ার্ড ? খিদে পেয়েছে ? সকালে কি খেয়েছো ? চলো ঘরে চলো !"
ভিকি জিজ্ঞেস করলো,
-"আমার একটা ভীষণ জরুরি কাজ বাকি ছিল, করেই আবার মুম্বাই ফিরে যেতে হবে ! এখানে থাকলে চলবে না !"
অপর্ণা হতচকিত হয়ে জিজ্ঞেস করলো,
-"তুমি এসেছো আধ ঘন্টাই তো হয় নি, এখনিই চলে যাবে ?"
ওর দুটো চোখ দৃষ্টিটা ভীষণ অচেনা | বিছানায় বসে লাগেজ থেকে একটা ডাইরি বার করে ব্যাংকের চেক বার করলো, গম্ভীর গলায় বললো,
-"দশ লক্ষ টাকার একটা চেক ! দু-এক দিনের মধ্যেই ব্যাংকে ফেলে দিও, প্লিজ একদম দেরি কোরো না !"

অদ্ভুতভাবে ও উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেলো ! জিজ্ঞেস করলাম,
-"মা ঘরে আছে, দেখা করবে না ?"
আবারও অপর্ণার দিকে ও তাকিয়ে রইলো, সেই অচেনা দৃষ্টি, যেন কি একটা বলতে চাইছে ! নিরুপায় অপর্ণা তাকিয়ে থাকলো ওর চলে যাওয়ার দিকে ! মনে পড়ে, বিয়ের প্রথম কয়েক মাস অফিস থেকে মিথ্যা কথা বলে চলে আসতো ! একদিন প্রচন্ড বৃষ্টির মধ্য জোর করে ভিক্টোরিয়া নিয়ে গেছিলো ! একটা বড়ো রেইনকোটের মধ্য ঢুকে নিস্পলক দৃষ্টিতে দুজন দুজনকে দেখে গেছিলো, কতই না অব্যক্ত কথা বলার ছিল সেদিন ! জোরে বিদ্যুৎ চমকে দুজন দুজনকে শক্ত করে আঁকড়ে ধরেছিলো !

* * *
-"হ্যালো, আপনি কি ভিকি মিত্রর বাড়ির লোক বলছেন ?"
-"হ্যাঁ, আমি ওনার ওয়াইফ বলছি !"
-"আমি ওনার একজন অফিস কলিগ, গতকাল ভোর রাতে হাইওয়ের ওপর একটা দুর্ঘটনা ঘটেছে ! উনি এখন আই সি ইউতে রয়েছেন, অবস্থা খুব একটা ভালো না ! আপনারা কি এখানে আসতে পারবেন ? আসলে আপনারা তো নিজেদের লোক, কাছে থাকলে খুব ভালো থাকতো !"

অপর্ণা চোখের সামনে থেকে সমস্ত কিছু ঘোলাটে দেখতে থাকে | মাথা ঘোরার সাথে ভীষণ গা বমি বমি ভাব শুরু হতে থাকায়, মনে পড়ে গেলো বেশ কিছুদিন আগে ভিকি একজন গাইনোকোলজিস্ট দেখানোর কথা ভেবেছিলো, বলেছিলো কলকাতা পৌঁছেই এপয়েন্টমেন্ট নেবে | বুঝতে উঠতে পারলো না এখন কি করবে ! আবার মোবাইলটা রিং হচ্ছে, ওপার থেকে একটা গম্ভীর, ভীষণ স্থির একটা কণ্ঠস্বর ভেসে এলো,

-"হ্যালো, আমি একটু আগেই আপনাকে ফোন করেছিলাম ! একটা ভীষণ খারাপ খবর আছে..................!"

~~***~~











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments