Header Ads Widget

মায়ের_স্নেহ

মায়ের_স্নেহ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#মায়ের_স্নেহ



আমরা যে তার ই সন্তান, তাই আমাদের কষ্টে তিনি নিজেই আসেন। 

" মা " শব্দটাই বড় মধুর, তাই এই অধমের কষ্টের ডাকে তিনি এসেছিলেন । এই মায়ের থানে আমি ছোট থেকে খেলাধুলা করে বড় হয়েছি । তিনি রক্তে মাংসের কোন মানুষ নন তিনি স্বয়ং মা শীতলা। 

ভ্যাকসিন নিয়েছি ছোটবেলা থেকেই কোন টা মিস যায়নি যেমন পোলিও, হাম , বসন্ত ইত্যাদি এ ছাড়াও টিটিনাস।

সময়টা চৈত্র মাসের ২২-২৪ তারিখ হবে, পাড়ায় তখন অনেকের ই বসন্ত হয়েছে। ছোটবেলায় একবার হাম হয়েছিল । আগেই বলেছি ভ্যাকসিন নিয়েছিলাম , তার স্বত্বেও সেই বছর পাপের ফল গায়ে ফুটে বের হল।

আমি থাকি যৌথ পরিবারে, পাড়ায় যাদের বাড়ি বসন্ত হয়েছে তাদের বাড়ি আমার বাড়ির এক ব্যাক্তির গলায় গলায় ভাব। তাই বসন্ত হয়েছে তাদের নিঃশ্বাস প্রশ্বাস এর মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক এই রোগ ছড়ায় এবং বাড়ি থেকে বারবার যেতে না করলেও তাদের বাড়ি গিয়ে ওখানে থেকে বয়ে আনে পরিবারে। 

অন্য একটা কারণে তখন ডাক্তার দেখাতে গেছি, সেদিন বাড়ি এসে দেখলাম একটা ছোট ফুসকুড়ি মতন পেটে। অতটা গায়ে আমল করলাম না, পরদিন চললাম আলিদা বিবি মাতা পূজোর মেলায়। মেলা থেকে রাতে বাড়ি ফিরে দেখলাম পেটে দুটো ফুসকুড়ি তাও বড় বড় জল ভরে আছে যেন ভেতরে। 

ঠিক তার দুদিন পর একে একে পরিবারে প্রায় সকলের ই তখন বসন্ত দেখা দিয়েছে । তাই আমার ও বাদ গেল না। সারা গায়ে ভরে গেল বড় বড় ফোসকায় । আমার ইউনিট যাদবপুরে সি. টি. আর এর স্যারেরা খোঁজ নিল আমি কেমন আছি, ছবি পাঠিয়ে ছিলাম তারা দেখে আঁতকে উঠেছিল। সে দাগ আজও মেলায়নি।

আমার মনে পড়ে এখনও বারান্দায় মাদুরে কাঁথা দিয়ে বিছানা করা, আর সারাদিন মাথার কাছে ফ্যান চলত। গায়ে নিমের হাওয়া দেওয়া হত, ধূপ ধূনো জ্বালাত সন্ধ্যায়। 

খাবার ইচ্ছে একবারে চলে গেছে, সিদ্ধ টাইপ শাক সবজি কত কী পালন করতে হত। রাতে ঐ বারান্দার বিছানায় আমি ঘুমাতাম আর আমার মা বারান্দার তক্তায় ঘুমাত। 

দেখতে দেখতে বেশ কিছুদিন কাটল কিন্তু সারছে না কিছুতেই। ফোসকা গুলো ফাটে আর জ্বালায় ছটকাতে থাকি। কষ্টের চোটে দুচোখ দিয়ে জল আসে। 

ঘটনাটা ঘটল একদিন রাতে, তখন পাড়ায় বারোয়ারি কালি পূজো চলছে আমার ঐ অবস্থা তাই পড়ে আছি বিছানায়। রাতে মাইক বন্ধ নাহলে হয়ত গলার আওয়াজ শুনতে পেত না। 

গভীর রাতে আমার গলা পেল মা আমি বারবার ডাকছি " মা ও মা, মা গো , খুব কষ্ট হচ্ছে, সারা গা জ্বলছে গো মা, ও মা " অনেক্ষন ধরে ডাকছে দেখে আমার মা সবে আমার বিছানার দিকে তাকিয়ে সাড়া দিতে যাবে। দেখল মা আর নড়াচড়া করতে পারছে না, সারা শরীর অবস হয়ে গেছে হাতের আঙুল নড়ানোর ও ক্ষমতা নেই । 

এভাবে নাকি আধঘণ্টার বেশি সময় ধরে মায়ের শরীর অবস হয়ে ছিল। আমার কষ্টের চোটে মা ডাকা যতক্ষন না বন্ধ হয়েছিল।

পরদিন আমাকে মা জিজ্ঞাসা করতে আমি বললাম আমি নিজে কিছু জানিনা রাতে কখন কী হচ্ছিল যুমের ঘোরে ছিলাম যে, কেন কী হয়েছে। তারপর মা আমাকে রাতে শরীর অবস হয়ে যাওয়ার কথা বলে। 

বয়স্ক পাড়ার এক বৃদ্ধা মা কে সেই কথা শুনে বলেছিল যেন রাতে আমি মা গো খুব কষ্ট হচ্ছে বললে মা যেন আমার বিছানার দিকে না তাকায় কারণ ঐ সময় " মা শীতলা " তার চামর দিয়ে শরীরের কষ্ট নিবারন করতে আসেন। আমরা সবাই যে তার সন্তান সে তো ছেলের কষ্টে আসবেই এটাই স্বাভাবিক। 

এছাড়াও সেই বৃদ্ধা অনেকদিন বসন্ত রোগে ভুগছি দেখে মায়ের হাতে ঔষধ পাঠায় সেটা বেটে গায়ে মাখার জন্য। মা গঙ্গা জল দিয়ে বেটে মাখিয়ে ছিল, এছাড়াও হোমিওপ্যাথি ডাক্তারের ঔষধ খাই। 

গায়ের ফোসকা গুলোর ভেতরে তখন পুঁজে পরিণত হয় দেখে কী একটা গাছের কাঁটা এনে দেয়। ঐ কাঁটা দিয়ে গেঁথে পুঁজ বের করে তুলো দিয়ে মুছে পরিষ্কার করতে হত। এবং যে চামড়া উঠত গায়ে থেকে তা সমেত ঐ তুলো গুলো দূরে বনের মধ্যে মাটিতে পুঁতে দিতে হয়েছিল। 

এরপর 21 দিনে স্নান হলেও ঘা সব শুকানো হয়নি বেস কিছু সময় লেগেছিল। তারপর থেকে সারা গায়ে বাটার মেখে ছিলাম, খুব উৎকট গন্ধ তৈরি হত কিন্তু দাগ ৯৮% মিলিয়ে গেলেও ২% আজ ও রয়ে গেছে। 

মা আছেন, তিনি আসেন তার সকল সন্তানের কষ্ট দূর করতে। 

জয় মা শীতলা 🙏 সকলের মঙ্গল করিস মা।












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments