কে সে ? Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
কে সে?
সন্ধ্যে প্রায় ছ-টা। শাশুড়ি মা বাড়িতে সন্ধ্যে দিয়ে এসে, চা বানিয়ে আনল। আমাকে চা-টা দিয়ে বলল, শোন আমি এখন একটু বেরোবো, কাজ আছে। আমি কিছু প্রশ্ন করলাম না, শুধু বললাম ঠিক আছে, কিন্তু বাইরের আকাশ তো ভালো নয়, একটু পরেই বৃষ্টি নামল বলে। আজ না বেরোলেই নয়? মামনি বলল, আরে আমি ছাতা নিয়েই বেরোবো। আমি আর কিছু বললাম না। বললাম, বেশ সাবধানে যেও, রাস্তায় অসুবিধা হলে আমাকে ফোন করো। বলল, ঠিক আছে করব। আমাদের শাশুড়ি বৌয়ের চা খাওয়া শেষ হল। মামনি ছাতা নিয়ে রওনা হওয়ার আগেই আমি চায়ের কাপ দুটো ধুয়ে নিলাম। খানিক পরেই তিনি রওনা দিলেন। বাড়িতে কেউ নেই, ফাঁকা তিনতলা বাড়িতে আমি একা। বরকে ফোন করলাম, ফোনটা ধরল না, বাপিরও আসার সময় হয়নি। ভয় পেতে শুরু করলাম একটু একটু। আমি আমার টুকটাক কাজ সেরে দোতলায় আমার রুমে উঠে এলাম। বই নিয়ে বসলাম, তবে পড়াতে কিছুতেই মনস্থির করতে পারলাম না। নিজের মধ্যে একটা আতঙ্কের জন্ম হচ্ছে, ওদিকে বাইরে ঝড় উঠে গেছে, জানলাটা বন্ধ করতে গিয়েও করলাম না। মিনিট পনেরো পরেই দরজায় কে ডাকল, আমি দোতলা থেকেই সাড়া দিলাম - কে? বাইরে থেকে মামনির আওয়াজ পেলাম- খোল্ রে.. আমি।
- আসছি দাঁড়াও
দরজা খুলতেই একটা দমকা হাওয়া আমার শরীর ঘেষে পেরিয়ে গেল। দেখলাম মামনি দাঁড়িয়ে। মামনির চেহারাটা আমার কেমন যেন লাগল, চুলগুলো উস্কোখুস্কো হয়ে গেছে, হাতে ছাতাটা নেই। আমি কৌতূহলবশত প্রশ্ন করেই বসলাম- চোখমুখের কি অবস্থা করলে, আর ছাতাটা কই?
- আরে বাইরে খুব ঝড় উঠেছে তাই চোখমুখের এ অবস্থা, আর ছাতাটা একটা ড্রেনে পরে গেছে, ঝড়ে তাল সামলাতে পারিনি। আমার অদ্ভুত লাগল ব্যাপারটা। মামনি বলল, চা করবি? আমি একটু অবাক হলাম আর মনে মনে ভাবলাম, যে মামনি সবসময় নিজে চা বানিয়ে আমাকে দেয়, আজ সে আমাকে চা বানাতে বলছে! আমি মামনিকে বললাম, এই তো একটু আগেই চা খেয়ে বেরোলে, এখন আবার খাবে?
- ছাড় তবে পরেই খাব।
এই বলে আমি আবার দোতলায় আমার রুমে চলে এলাম। ঘরে বসে আকাশ কুসুম ভাবতে লাগলাম, মামনি এত জলদি চলে এল! ভাবতে ভাবতে হঠাৎ পেছন ফিরে দেখি মামনি দাঁড়িয়ে। আমি চমকে উঠলাম। ভয় পেলাম। বললাম, এরকম ভাবে কেউ দাঁড়িয়ে থাকে, সাড়ে দিতে হয়তো নাকি, আমি তো ভয় পেয়ে গেছি। মামনি হেসে বলল, আমি তো জানতাম তুই ভয় পাবি, তাই সাড়াশব্দ দিইনি। বই পড়ছিস?
- হ্যাঁ
- কি বই
- রবীন্দ্র-গল্প
- আচ্ছা পড়, আমি পাশে বসছি।
- বেশ।
বই পড়তে পড়তে হঠাৎ দেখি বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার নিচের দরজায় কে ডাকল। মামনি সাড়া দিতে গিয়েও দিল না। আমি বললাম কে? আওয়াজটা খুব অস্পষ্ট এল, বৃষ্টির শব্দের জন্য আর কিছু শুনতে পেলাম না। আমি মামনিকে বললাম তুমি বসো, আমি দেখছি।
আমি নিচে গিয়ে দরজা খুলতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার, আমি আমার সমস্ত শক্তি হারিয়েছি। দরজার ওপারে থাকা মানুষটা যে একটু আগেই বাড়িতে ঢুকেছে! আমি বলে উঠলাম, মামনি তুমি? তুমি তো..
- চোখমুখের এ অবস্থা কেন? ভূত দেখলি নাকি? আর আমি তো কি?
- না কিছু না।
মামনি পুরো ভিজে গেছে। হাতে ছাতাটাও ছিল মামনির। আমি কোনো কিছু কথা না বলে দৌড়ে দোতলায় আমার রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই।
ততক্ষণে আমি জ্ঞান হারিয়েছি।
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments