Header Ads Widget

স্মৃতিলেখা

স্মৃতিলেখা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#গল্প
#স্মৃতিলেখা

 অনেক রাত পর্যন্ত হোয়াটস্যাপ বা ফেসবুক ঘাঁটলেও, ঘুম এসে গেলে আর কোনো দিকে খেয়াল থাকে না শর্মির | পার্থর জোরে নাক ডাকা বা তিয়াসের ঘুমের ঘোরে হাত পা ছোঁড়া খুব একটা অসুবিধায় ফেলতে পারে না তাকে | গত বছর থেকে অভ্যাসে পরিণত হয়ে যাওয়া এইসব ঘটনা ক্রমশ ফ্যাকাশে হয়ে গিয়ে তাতে এখন মরচে পড়ে গেছে | কিন্তু আজকের রাতটা যেন একটু অন্যরকমের, বারবার যেন তার ঘুমটা ভেঙে যাচ্ছে | 
 একটা ডাক, যদিও দিন পনেরো আগে পর্যন্তও তা অতি স্বাভাবিক ছিল কিন্তু আজ যে অতি অস্বাভাবিক ! প্রথমে অদৃশ্য হাতের তালুর ওপরে হাত রাখা, এরপর সেই আওয়াজ | বিছানা ছেড়ে উঠে পড়ে শর্মি | জানালা দিয়ে গুমোট গরমটা শরীরের সর্বাঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলেও, বুকের ভিতর ধুকপুকুনিটা হঠাৎ যেন বেড়ে গেছে | আলতো করে দরজাটা খুললে সোজা দেখতে পায় ওনার ঘরটা | লম্বা বারান্দাটায় ছোট্ট একটা লাইট জ্বলতে মনে হলো উনি যেন দূরে দাঁড়িয়ে রয়েছেন | চুলটা সন্ধ্যাবেলা না আঁচড়ালে যেমনটি লাগতো ঠিক তেমনটি | হাঁটু থেকে পায়ের পাতাগুলো যেন শর্মির স্থির হয়ে গেছে, ক্রমশ এগিয়ে যাবার কথা ভাবলেও পিছিয়ে আসে | জোরে ডানা ঝটপট করতে থাকে খাঁচার পাখিটা, চমকে গিয়ে ঘরে ঢুকে দরজা দিয়ে দেয় সে |

 এই তো দিন পনেরো আগের ঘটনা, হঠাৎ বুকে ব্যাথা | নিঃশ্বাস নিতে ভীষণ অসুবিধা হওয়াতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসতে উনি দ্রুত ওনাকে হসপিটালে নিয়ে যেতে বলেন | একদিন, দুদিন, সে যেন যমে মানুষে টানাটানি । পার্থর না খাওয়া, না ঘুমানো মুখ দেখতে দেখতে হঠাৎ একদিন ভোরবেলা হাসপাতাল থেকে ফোন আসে | না, দেখতে আসার জন্য নয়, ওনার চিরবিদায় নিয়ে চলে যাবার আগের মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে |

 জানালার সামনে বোতলে রাখা ঠান্ডা জলটা গ্লাসে ঢালবার সময় লক্ষ করলো দরজাটা ভালো করে যেন বন্ধ করা হয় নি | পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ যেন এসে দাঁড়িয়েই রয়েছে বাইরে | দরজার পর্দাটা জোরে দুলছে, বিছানার চাদরটা আঁকড়ে ধরে শর্মি দাঁড়িয়ে পড়ে | অথচ নির্বিকার পার্থ আর তিয়াস | একের পর এক তুমুল আলোড়ন চলেছে শর্মির শরীরের মধ্যে ! ঘরের লাইটটা জ্বালিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে | ক্রমশ ছায়াটা দূরে সরে চলে যেতে লাগলো | দ্রুত গিয়ে দরজাটা বন্ধ করতে মনে হলো যেন আবার সমস্ত শরীরটা ধরে কে যেন জোরে ঝাঁকুনি দিয়েই চলেছে |

* * *

-তোমার মা যতদিন বেঁচে থাকবেন আমাকে অপমানের জ্বালা সয়ে যেতে হবে তাইতো পার্থ ?
-এমন কথা কেন বলছো ? উনি তো তোমার ভালোর জন্যই বলেছেন |
-ভালো ? তুমি বলছো আজ এই কথা | আমার বাড়ির লোকেরা কেউ নয় ? তারা মানুষ নয় ? তারা ওদের মেয়েকে দেখতে আসবে না ?
-শর্মি, তুমি চুপ করো প্লিজ | তোমার শরীরটা আবার খারাপ হয়ে যাবে |
-আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না পার্থ, তুমি আমাকে বাপের বাড়িতে রেখে এসো নাহলে আমি নিজে আমার ব্যবস্থা করে নেবো |

  শ্বাশুড়ির সাথে বিয়ের পর থেকেই শর্মির সাথে বোঝাপড়ার অভাব | ক্রমশ তা তলানিতে এসে দাঁড়ালে দুজনের পক্ষেই এই বাড়িতে সুস্থভাবে বেঁচে থাকাটা অসম্ভব হয়ে পড়ে | এরপর তিয়াস এলে তো শর্মি ঠিক করে নেয়, এ বাড়ি ছেড়ে চলে যাবে | নেহাত, এই দুর্যোগের সময়, তাই থেমে যাওয়া | আসলে, পার্থ নিজের মায়ের এই দুর্বলতাগুলো কিছুতেই মানতে চায় না | উল্টে শর্মিকে সব কিছুর সাথে মানিয়ে নিতে বলে | তবে গত তিন মাসে ওনার চরম অসুস্থতা বাড়ির আর পাঁচজনের কাছে তুমুল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় | যখন তখন চিৎকার করে বাড়ি মাথায় তোলা, আর শর্মিকে বিরক্ত করা তো আছেই | 
 সেদিন ছিল গভীর রাত | পার্থরা শুয়ে পড়লে দরজা খুলে বাইরে বেরোয় শর্মি | বুঝতে পারে একটা গোঙানির শব্দ ভেসে আসছে লম্বা বারান্দা পেরিয়ে ওনার ওই ঘরটা থেকে | শিশিটা শক্ত করে মুঠোয় ধরে এগিয়ে চলে শর্মি | দরজার কাছে এসে দাঁড়াতেই, ভিতর থেকে আওয়াজ ভেসে আসে,
-কে ? ও তুমি ? তো এসেছো যখন, বলো কি বলবে ?
-মা, আমি আপনার গলা শুনে.....|
-দাও, দাও, আর বেশি কথা বলো না, আমি হাঁ করছি তুমি মুখে ঢেলে দাও |
 শর্মি চারিদিক তাকিয়ে নেয় | অন্ধকার ঘরটিতে আবছা আলোয় শিশিটার ছিপিটা খুলতে কোনো অসুবিধা হয় না | আলতো করে প্রথমে এক ফোঁটা, এরপর আরও, তারপর....|

* * *
 কখন যে চোখটা শর্মির লেগে গেছিলো টেরই পায় নি | হঠাৎ মনে হলো কেউ যেন তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে | চিৎকার করে পার্থ আর তিয়াসকে ডাকার চেষ্টা করলেও পারছে না | ছটপট করতে লাগলো অস্বস্তিতে, এরপর আবার সব কিছু চুপচাপ | ভোরের আলো জানালা দিয়ে এসে ক্রমশ তখন চোখের পাতা বুলিয়ে দিয়ে যাচ্ছে |

(সমাপ্ত)












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments