Header Ads Widget

আমৃত্যু - বন্ধু

আমৃত্যু - বন্ধু Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







আমৃত্যু - বন্ধু

আপনারা কি জানেন মৃত্যু কেমন? তার যন্ত্রণা টাই বা কেমন? জানেন না। ইনফ্যাক্ট কেউ ই জানেনা। কারণ সেটা জানতে হলে তো মরতে হবে তাই না। কিন্তু আমি জানি। কি করে? সেটাই বলবো আজকে।

অনেক দিন আগের কথা, তখন আমি শিলিগুড়িতে কাঠের ব্যবসা করি। শুকনা র জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে আমার ওখানে চেরাই করা হতো। আমি প্রতি মাসে একবার করে বাড়ি আসতাম। বাড়ি মানে দমদম এ।

এই রকম ই একবার বাড়ি আসছিলাম দার্জিলিং মেইল এ। রাত ১২.৩০ পেরিয়ে গেছে। সবাই যে যার বার্থ এ। আমার ট্রেন এ বিশেষ ঘুম আসেনা। তাই চোখ বুজে শুয়ে আছি। হঠাৎ একটা বিকট আওয়াজ এ ধরমর করে উঠতে যাবো এই সময় মনে হলো ট্রেনটা যেনো দুলে উঠলো। তারপর আবার একটা আওয়াজ এর সাথেই সব লন্ডভন্ড হয়ে গেলো।

কে কোথায় ছিটকে পরলাম কে জানে? এই অবস্থায় আমার চোখে অন্ধকার নেমে গেলো আর আমি জ্ঞান হারালাম। তারপর কতক্ষন পরে জানিনা জ্ঞান ফিরলো আমার। শরীরে প্রচন্ড যন্ত্রণা। মাথা যেনো ছিড়ে যাচ্ছে। একটু চোখ মেলে তাকাতেই বুঝলাম ট্রেন টা বেলাইন হবার জন্য এই অ্যাকসিডেন্ট টা হোয়েছে। আমার পাশেই একটা হাত দেখতে পাচ্ছি।

কিন্তু দেহটা কোনোকিছুর নিচে চাপা পড়ে আছে। আমার শরীরে তখন যন্ত্রণা বাড়ছে। আর সহ্য করা যাচ্ছেনা। আমার গোটা গা এ রক্ত। মাথা টা ফেটে গেছে মনে হচ্ছে। ডান পা কোনো ভারী কিছুর নিচে চাপা পড়ে গেছে। টেনে বার করার চেষ্টা করলাম কিন্তু এ কি? যন্ত্রণায় সঙ্গে সঙ্গে শরীর শক্ত হয়ে গেলো। মুখ দিয়ে লালা ঝরতে লাগলো।

দেখলাম হাঁটুর হার বেরিয়ে এসেছে আর বাকি পা টা ঝুলছে। সারা শরীরে যেন মনে হচ্ছে হাজার হাজার ছুঁচ ফোটান হচ্ছে, আরো কিছুক্ষন কাটার পর যেনো মনে হলো যন্ত্রণা কিছু টা কমে গেলো, কিন্তু জল তেষ্টা পাচ্ছে প্রচন্ড, আর ক্রমাগত হেঁচকি উঠছে। কেউ কি জল দিতে পারবে আমায়? চিৎকার করতে চাইলাম আমি " কেউ কি একটু জল দেবেন" কিন্তু না। কেউ কোনো কথা বললোনা।

হটাত ই মনে হলো আর কোনো যন্ত্রণা নেই।কেমন হালকা লাগছে নিজে কে। একটু যেনো আরাম পেলাম। এই সময় দেখা হলো শেখর এর সাথে। আরে ও এখানে কি করে? ও আমার সেই ছোট্ট বেলার বন্ধু। হরিহর আত্মা ছিলাম আমরা। তবে খুব গরীব ছিল ওরা। অনেকবার এমন গেছে কি ওদের ঘরে কিছু নেই, মা ওদের নিমন্ত্রণ করে খাইয়েছে, ওকে আমি নিজের জামা কাপড় ও দিয়েছি পুজোতে। এইসব সময় ও ছলছলে চোখে বলতো "বন্ধু তোর এই ঋণ আমি ঠিক শোধ করবো" । তারপর বাবার বদলি হলো। আর আমরাও অন্য জায়গায় গেলাম।

প্রথম প্রথম চিঠি লেখালেখি হতো। তারপর অনেক বছর কোনো খোজ খবর নেই। সেই শেখর। আমাকে বললো "বন্ধু এই নে জল। হাতে আর বেশি সময় নেই। চল ফিরতে হবে। " আমি বললাম "মানে, কোথায় যাবো দেখছিস না কি অবস্থা আমার" ও বললো " জানি সব জানি, তাইতো বলছি চল তাড়াতাড়ি, তোকে আমি আসতে দেবনা।

তোকে আমি ফেরাবই"। আমি বললাম "কোথায় ফেরাবি?" ও বললো " ওখানে" আমি তাকিয়ে দেখি উবুর অবস্থায় একজনের দেহ পড়ে আছে। অর্ধেক টা কোনো একটা বার্থ এর নিচে। আর তার ওপর আরো অনেক কিছু। কিন্তু দেহটা কার? দেখি আমার পা কাপছে, চোখ দুটো যেনো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসবে,
কারণ দেহ টা আমারই। তার মানে ..... তার মানে আমি??? নাহ আর ভাবতে পারছিনা। হটাত শেখর বললো "চল চল আর দেরি না। বলেছিলাম না ঋণ শোধ করবো। তার সময় এসে গেছে।" বলতে বলতে আমাকে টেনে ওই আমার দেহ টার ওপর শোয়ালো, তারপর হটাত আবার আমি সেই অসহ্য ব্যথা টের পেলাম।

সাথে শুনলাম অনেক লোকজন এর হইচই। ওই মনে হয় উদ্ধার কারিরা এলেন। আমি ডাকলাম ওকে" শেখর এই শেখর, তুই এখানে এলি কিভাবে? আর কোথায় যাচ্ছিস" কোনো সাড়া নেই। হটাত ই মনে হলো কোথায় শেখর ও তো বছর খানেক আগেই ট্রেন এ কাটা পরে মারা গ্যাছে...... আস্তে আস্তে আমার চোখে জল এল, এভাবে কি আর ঋণ শোধ করা যায়, ও যে আমার আমৃত্যু বন্ধু।











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments