Header Ads Widget

পিন্ডদান

পিন্ডদান Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







#পিন্ডদান
ভুলকরে অগোছালো অর্ধেক লেখা পোস্ট করেছিলাম। এই হল পুরোটা

কোনো মানুষের মৃত্যুর অনেক বছর পেরিয়ে গেলে গয়ায় পিন্ডদান করবেন না। কেন জানেন?? শুনুন তবে-

আজ যে ঘটনার কথা বলবো তা আমার স্বামীর কাছে শোনা। যখনের কথা বলছি তখন সবে কয়েক বছর হয়েছে ও চাকরি পেয়েছে। নিজের জীবনে ভৌতিক অভিজ্ঞতার অনেক কথাই বলেছে তবে আজকের কথা অন্যরকম। চাকরি সুত্রে অনেক অবাঙালী বন্ধু আছে। এরকম ই একজন বিহারী বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক হয়।

তিনমাস ছয়মাস কি একবছর পরপর বাড়ী যাওয়া। তো দুই বন্ধু একসাথে ছুটি পেল। সেবার বন্ধুমশাই বললেন চল ভাই আমার সাথে আমাদের গ্রাম দেখাবো। নির্দিষ্ট দিনে পৌছে গেল ওরা। শুনেছি বাড়ীর লোক তো বটেই গ্রামের সবাই নাকি নিজেদের ছেলের মতো আদর করেছিল।

বন্ধু মশাই এর বোনের বিয়ে হয়েছে পাশের গ্রামে। তো বন্ধুমশাই গেলেন বোন আর ভগ্নিপতি কে আনতে যে আমার বরের সাথে আলাপ করাবে আর দুদিন বোন বাপের বাড়ীতে থেকেও আসবে। উনি যাওয়ার পর জানলেন ভগ্নপতি আর তার এক মেসো গেছেন গয়ায়। উদ্দেশ্য পুর্বপুরুষের পিন্ডদান। বোনের এক ছেলে এক মেয়ে, শাশুড়ী আছেন, শ্বশুর মারা গেছেন বহু বছর। কিন্তু তিনি ছেলের ঘরেই ছেলে হয়ে এসেছেন।এর বার বার প্রমান বোনের শাশুড়ীমা পেলেও বয়স্ক মানুষ ভেবে ওনার কথা কেউ কানে নেননি।

যাইহোক বোন জানালো বয়স্ক শাশুড়ী কে তো ফেলে ওবাড়ী যাওয়া সম্ভব নয় তুমি বরং মেহমান(যারা বলছেন এটা শুধু বাংলাদেশীরা বলে তাদের জানাই হিন্দি তেও মেহমান ই বলে) নিয়ে এখানে চলে এস। তাই হল বন্ধু মশাই পরদিন আমার বরকে নিয়ে বোনের বাড়ী গেল। খাওয়া দাওয়া করে বিকেলে দাওয়ায় বসে সবাই গল্প করছিল আর বাচ্ছারা বাইরে খেলছিল।

হঠাৎ সবাই দেখলো বোনের ছেলে খেলতে খেলতে মাটিতে পরে গেল। সবাই দেখলো কালো ধোয়া চলে গেল একটা।না রোগ বালাই না কিছু। তখনি ডাক্তার মৃত ঘোষনা করে গেল। তখন ই বন্ধু মশাই সমানে বোনের বরকে ফোন করে চলেছে ছেলের খবর দেবে বলে। ফোন তুললেন না। অনেক পরে ফোন করেন এবং খবর একটা বাবার মনকে কতটা নাড়িয়ে পারে আশা করি আন্দাজ করতে পারছেন সবাই। ওনারা আশা অবধি ছেলেকে রাখা হল। সমস্ত কাজ মেটার পর কথায় কথায় বাচ্ছাটির বাবা জানতে চাইল যে কখন এমন হল? বন্ধু মশাই বলল ঠিক যখন তোমায় ফোন করেছিলাম তার কিছু আগেই ডাক্তার দেখে যান। এবং কালো ধোয়ার কথাটাও সবাই জানায়।

এসব শুনে বোনের বর বললেন আমরা যখন পিন্ডদান এর কাজ করছিলাম বাবার নাম গোত্র বলার পর একটা ঘুর্নিপাকের মতো আসে এবং হাত থেকে পিন্ড নিয়ে চলে যায়। স্হানীয় সবার এসব ব্যাপার জানা থাকলেও তারা যথেষ্ট আতঙ্কে ছিল।ছেলেটির মারা যাওয়া ও অলৌকিক ঘটনাটির সময় কিছু আগে পরে। সবাই কাকতালীয় ভাবলেও বোনের শাশুড়ী অর্থাৎ বাচ্ছাটির ঠাকুমা বলেন কোনো পুজারী বা তান্ত্রিক সাথে ব্যাপারটি জানতে কারন ঘরে আরেকটি ছোট মেয়ে আছে।

বেশ কয়েকমাস পর এরকম এক মন্দিরের পুজারির খোঁজ পেলে ওনারা সবাই যান। এবং সমস্ত ঘটনাবলী বলা হলে উনি জানান -- পিন্ডদান এর উদ্দেশ্য হল আত্মার মুক্তি। একাল আর পরকালের মাঝে থাকা খুব কস্টের তাই পিন্ডদানের মাধ্যমে তাদের মুক্ত করা হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আত্মার আত্ম মুক্তি ঘটে এবং নবজন্ম লাভ করেন। বেশির ভাগ সময় নিজেদের পরিবার শাখার মধ্যেই। কিছু সময় অন্য কোনো রুপে বা অন্য পরিবারে।
কিন্তু কোনো আত্মার নবজন্ম হলেও তার পিন্ডদান করলে আত্মাকে শরীর ছেড়ে আসতেই হয় পিন্ড গ্রহনের জন্য। কারন শরীর নতুন হয় নতুন পোশাকের মতো কিন্ত কায়া তো একই। আমরা বলি মানুষটি হঠাৎ মারা কোনো রোগ ব্যাধী তো ছিলনা। বিজ্ঞান এর বাইরে এই ব্যাখ্যা টি পুজারী জী করেছিলেন। তাই বহু বছর হয়ে গেলে এসব নিয়ম না করাই ভালো। সবার সাথেই হবে বা সবার সামনেই ঘটবে এমন কথা নেই।

বাচ্ছাটি মারা যাওয়ার কদিন পরেই আমার বর বাড়ী যায়। ডিউটি জয়েন করার পর বন্ধুমশাই পরবর্তী ঘটনা জানান। যথা সম্ভব গুছিয়ে লেখার চেস্টা করেছি। আমি লেখিকা নই তাই ভুল ত্রুটি নিজগুনে শুধরে নেবেন দয়া করে।










website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments