Header Ads Widget

কালো রাত্রি

কালো রাত্রি Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)




#গল্প

#কালো রাত্রি #
**************
( প্রাপ্ত বয়স্কদের জন্য )

"না, আমার নাম সুন্দরী নয়.."
প্রথম ওই নাম ধরে ডেকেছিল সুতনু..
আর ওটাই এখন আমার নাম হয়ে গেছে..

সুতনুর এর সাথে রিলেসন ভেঙে যাওয়ার পরেই বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলো বাড়ি থেকে...আর আমার প্রেমের কথা না বলাই ভালো, সুতনু ছাড়াও অনেক হৃদয় ভেঙে গেলেও বিয়ে আমাকে করতেই হতো...

আপত্তি ছিলো দূর নিয়ে, সেই হায়দ্রাবাদ !! কিন্ত প্রবাসকে দেখে আমার দূরত্বটা উপলব্ধি করার বোধটাই চলে গেছিলো, শুধু আমি কেন?? সব মেয়েদেরই তাই হবে ওকে দেখলে..

বিয়ের আগে ও কলকাতাতে আসলে আমরা ঘুরতে বেড়াতাম, বেশির ভাগ লোক সবাই আমাদের দিকে তাকিয়ে থাকতো ...এক কথায় দুজনের জন্য দুজন ছিলাম বানানো...

সুতনু মেনে নিতে পারেনি, রিলেসন ভেঙে যাওয়ার পরও আমাকে নিয়মিত চিঠি দিতো... সব চিঠি সমেত শেষ চিঠিটাও এখনো আমার বাপের বাড়িতে নিজের ড্রয়ারে পরে আছে..

রিলেসন ভেঙে যাওয়ার পর হয়তো ইচ্ছে করেই আমি আর ওর রাগ অভিমান গুলো নিয়ে মাথা ঘামাই নি, কারণ ও আমাকে আর যাই করুক বিয়ে করতে পারবে না পরিবারের কারণে, আমি নন ব্রাহ্মণ তাই জন্য..
ভালোবাসাটাকে মনে চেপে রাখা ছাড়া আমার সে মুহূর্তে আর কোনো উপায় ছিলো না..

---------------------------------------------------

বিয়ে হলো, যাওয়ার পালা, ট্রেন জার্নি বলে, আলতো খোপায় মালা জড়ানো, নতুন একটা লাল হালকা সিল্কের শাড়ী, আর অল্প গয়না এই ছিলো আমার পরনে...

বিয়ের ধকল আমার সয়নি, বলা যায় অসুস্থই হয়ে গেছিলাম..

দুটো কামরা রিসার্ভ , শুধু আমদেরই বুক করা ছিল ..একটা ছেলেরা আর একটা মেয়েরা, মেয়েদের সাথের একটা কূপ শুধু আমার আর প্রবাসের..
আর আমার শশুর দুজন এক্সট্রা পার্সোনাল সিকিউরিটি বডিগার্ড এনেছিলেন সাথে, কারণ প্রচুর সোনা গয়না আর টাকা পয়সা ছিলো ওদের সবার আর আমার ...

প্রবাসের মাসতুতো দিদি ডাক্তার, আমাদের সাথেই ছিলো, সে আমার ব্লাড প্রেসার চেক করে, আমাকে এমন একটা ওষুধ দিলো, যাতে আমি ঘুমাই,আমার শাশুড়িমা আদর করে আমাকে লোয়ার বেডে শুইয়ে দিয়ে বাইরে যেতেই প্রবাস এসে দরজাটা বন্ধ করে আমার মুখের সামনে এসে আলতো করে আদর করে হেসে বললো,
 " ঘুমান ম্যাডাম, কাল ঠিক হয়ে যাবে" ---

আমি ওর দিকে তাকিয়ে হাসতে হাসতে দু একটা কথা বলতে বলতেই অগার ঘুমের দেশে.... চোখের পাতা খোলার ক্ষমতা ছিলো না, এতটাই ক্লান্ত ছিলাম...

তখন কটা বাজে জানিনা, ঘুমের মধ্যেই চমকেছিলাম, কেউ একটা ছুঁলো , একটা ঠান্ডা হাত....
 উফফফফফ, এটা প্রবাস, না আমার সারা দেয়ার মতন ক্ষমতা ছিলোনা , কি যে ওষুধ দিয়েছিল...

এক হাত দিয়ে খোঁপার মালা আর খোপা খুলে দিয়ে সব চুল এলোমেলো করে দিয়েছিল ,
হারিয়ে গেছিলাম আমি......!!
উফফফফ কি প্রবল উত্তেজনা আমার মধ্যে খেলছিল তখন...

আমি নীরব ভাবে সব আনন্দ নিচ্ছিলাম ..
ও আমাকে ট্রেনের মেঝেতে টেনে নামিয়েছিল , আদিম লীলা তে মেতেছিলাম দুজনে, আনন্দের শেষ বিন্দু, বুকের মধ্যে কি যেন লাফাচ্ছে, হারিয়ে গেছিলাম ওর দুটো হাতের মধ্যে... শরীরে আর জোর ছিল না , ওর হাতের মধ্যেই এলিয়ে পড়েছিলাম , ও আমাকে শুইয়ে দিয়েছিলো,
নাহ!!! শরীর আর দেয় নি , ওর ছোয়াতেই হারিয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম , গভীর ঘুমের দেশে....

শাশুড়ির গলাতে ঘুম ভেঙেছিল তড়িঘড়ি উঠে বসতেই এলানো শাড়ী গেলো পরে, আর শাশুড়ি আমার সেই উন্মুক্ত চেহারা দেখে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে অবাক হয়ে চিৎকার করে বললো,

" নিচে পড়লে কিভাবে? ঘুমের ঘোরে? "..

কথা বলতে বলতেই দরজাটা টেনে দিলেন... ওদিকে শাশুড়ি এর চিৎকার শুনে বাইরে সবাই দরজা পেটাচ্ছে,

" আরে কি হলো " " কি হয়েছে কি "?????

" না সব ঠিক আছে " উত্তর যাওয়াতে দরজা পেটানো বন্ধ হয়েছিল..

 লজ্জা তে মাথা কাটা যাচ্ছে, ছিঃ ছিঃ কোনো হুঁশ ছিলো না, পাগলের মতন লাগছিলো নিজেকে..

" আমি দরজা দিয়ে যাচ্ছি, তুমি পরে নাও সব, ফ্রেস হয়ে পাশের কূপে আসো, বাবু ওখানেই আছে, আর কোনো চোট টোট লাগেনিতো? বাথরুমে গিয়ে দেখে নিও একবার "!!

আমি ফ্রেশ হয়ে, পাশের কূপ এ গেলাম ... উনি দেখি উপরে বেহুঁশ , দেখে খুব রাগ হলো, আমাকে নিয়ে সারারাত তান্ডব করে উনি এসে মা এর কাছে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন..

"বাবুর শরীরটা ভালো লাগছিলো না বোধহয় , রাতে ও আমার কাছে চলে আসে, শমিতা ওকে এখানেই ঘুমাতে বলে, কারণ তুমি ক্লান্ত ছিলে তাই আমরা তখন তোমাকে ডাকিনি "

মনে মনে ভাবলাম,
 " হমমম, অসভ্য ছেলে, ওই সব করার পর উনি পাতি নিশ্চিন্তে ঘুমাতে এসেছেন, আসল ঘটনাটা তো আমি জানি, কাল উনি কি করেছেন, ঘুম থেকে উঠুক একবার ",....

বেলা গড়িয়ে উনি যখন চোখ খুললেন, আমার রাগ তখন অনেকটা কম, শুধু শরীরের ব্যাথা আর নাভির পাশের কালো দাগটা কালরাত্রির জানান দিচ্ছে...

 যখন সবাই শান্ত, তখন আমি আমার কূপে গিয়ে জানলার ধারে বসে বাইরের দৃশ্য অনুভব করছিলাম , আর কালকের রাতের কথা গুলোই বারবার করে মনে পড়ছিল তখন , প্রবাস আমাকে পুরো তছনছ করে দিয়েছে, শরীর আর মন দুটোই ... আমার আবার ইচ্ছে করছে আমার সজাগ অবস্থাতে ওর কাছে পাগলী হওয়ার...
ভাবতে ভাবতেই উনি আমার গা গেষে এসে বসে, ঘাড়ে মাথা এলিয়ে খুব হাসতে লাগলো ,

----" কাল খুব ঘুমালে, হমমমমম?? আবার পরেও গেলে "!!"

রাগে কটমট করে তাকালাম..

-----" আরে, তোমার জন্য আমি মায়ের কাছে বকা খেয়েছি"

----" ভালো করেছে "..

----" আরে কি ভালো করেছে!!! আমার তো শরীর ঠিক লাগছিলো না, তুমি ঘুমাচ্ছ দেখলাম অঘোরে, আস্তে করে উঠে মায়ের কাছে গেলাম, আর মা আজ সকালে ভাবলো আমি কাল রাতে তোমায় কিছু করে তারপর ওই কুপে ঘুমাতে গেছি ( বলে হেসে উঠলো )"

আমি চেয়ে রইলাম ওর মুখের দিকে অবাক দৃষ্টিতে ...সারারাতের সেই পাগলামিটা এখনো আমার শরীরে জানান দিচ্ছে.. আমাকে নিচে টেনে নামালো .. সব কিছু গুলিয়ে গিয়ে গা গুলিয়ে উঠলো ভেবে, শিরদাড়া শক্ত করে বলে উঠলাম,

"মানে??? মানে কি??"

( আমার শরীরের ভিতরে তখন হিমবাহ বইছে )

ও আমার কাঁধে ধাক্কা দিয়ে হাসতে হাসতে মজা করে বললো,

" এত গরম লাগছিলো, যে সব খুলে ফেলে মেঝেতে লাফ !!! তোমার গলার চেনটা সিট এর তলাতে ছিলো, স্লীপার খুঁজতে গিয়ে দেখলাম!!
বলেই ও আবার হাহাহাহা করে হাসতে লাগলো..

আমার তখন আর ওর হাসি কানে ঢুকছে না, ভিতরে যেন অন্য কিছু বইছে , শরীর অস্থির লাগছে.. মাথা ঝিমঝিম করছে,

------"-তাহলে, তাহলে??------ও কে ছিলো?.."( মনে মনে চিৎকার করে উঠলাম )

 মনে হচ্ছিলো সব ভারসাম্য হারিয়ে ফেলবো .. দুলছিল সব কিছু..উল্টো দিকে চলছে কি সব??..কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারিনি ...

প্রবাস কথা শেষ করেই চট করে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে মুখে মুখ ঘষে আদর করতে শুরু করলো ... আমি কাল রাতের ভয়ে ভিতরে সিটিয়ে গেছিলাম ওর সাথে,...ও হারিয়ে গেলো, কিন্তু আমি না..

নাহঃ!!!, এ আদর কিন্তু সেই আদর না...এ আদর আমাকে এক বিন্দুও পাগল করতে পারেনি... আমি ওর সাথে খেলাতে মাতার চেষ্টা করেছি ...কিন্তু পারিনি 
যা আমি কাল পেয়েছিলাম...

অসুস্থ অবস্থাতেই শশুর বাড়ি পৌঁছেছিলাম, সেই ঘটনার পর বলা যায় একরকম বিছানায় পরে ছিলাম, বৌভাত হয়েছিল জাঁকজমক ভাবেই কিন্তু আমি তার আনন্দ একটুও নিতে পারিনি, না পেরেছি প্রবাসকে উজাড় করে দিতে, আমি নিজের কাছেই আজ নিজেকে অপরাধী মনে হয়..অনেক বার ভেবেছি সব কথা খুলে প্রবাসকে বলবো, না পারিনি, ভয় পেয়েছি, অজানা ভয়, ও তো বিশ্বাস করবেই না, তারপরে আমি যা অসুস্থ এখন, হয়তো ভাববে আমি মানসিক রুগী....

--------------------------------------------------
অনেক বছর কেটে গেছে তারপর , সবকিছু নিজের তালেই চলছে, কারুর কোনো পরিবর্তন হয়নি, শুধু আমি ছাড়া, সেই রাত আমার কাছে যেমন আনন্দের, আবার যন্ত্রণার রাত একই সাথে...
--------------------------------------------------

উত্তর হিসাবে, সুতনুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা....আমার বিয়ের পরের দিন রাতে..

নীরবে চোখের জল ফেলেছিলাম, আজও ফেলে চলেছি...

 " সুতনু? ".

পুরানো সব স্মৃতির খাতার পাতা মনের মধ্যে উল্টিয়ে যাই এখনো .. 
সারাজীবনের জন্য একগাদা প্রশ্ন সুতনু ছেড়ে গেছে আমার জন্য... যার কোনো উত্তর নেই.. প্রবাসকে পেয়েও আমি পুরোপুরি কোনোদিনও প্রবাসের হতে পারলাম না, 
সেই রাতে একটা ডাকের ফিসফিসানি আমি শুনেছিলাম, কিন্তু স্পষ্ট ছিলো না কারণ ওষুধের ঘোর এতটাই বেশি ছিল যে নিজের কানকে সেদিন বিশ্বাস করতে পারিনি আমি,
সেটা ডাকটা আমি আজও শুনি, আজও আমাকে জাগিয়ে তোলে ...

" সুন্দরী "

আমার নীরব অপেক্ষা রইলো তোমার জন্য, যদি আবার আসো আমার কাছে "কালরাত্রির " মতন...

নাভির পাশের দাগটা আজও রয়ে আছে, প্রবাস জানে ওটা আমার জরুল...

( সমাপ্ত )














website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments