Header Ads Widget

দেহ ফাঁদ

দেহ ফাঁদ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)








দেহ ফাঁদ

আমি তুহিন।বেশ কিছুদিন থেকেই আমি প্যারানরমাল থিওরি নিয়ে লেখা পড়া করছি।বিভিন্ন লাইব্রেরী থেকে বই নিয়ে এসে পড়া থেকে শুরু করে ইউটিউব এ বিভিন্ন লোকের এক্সপেরিয়েন্স এই সব ই এখন আমার অভ্যাস হয়ে গেছে। তবে আজ থেকে আর না। আমি নিজেই নিজের অজান্তে নিজের শেষ ডেকে নিয়ে এসছি। আজ ই হয়ত আমার শেষ দিন। তাই ঘটনা টা আপনাদের জানিয়ে যাই। আমি কিন্তু শুরু থেকেই বিশ্বাস করতাম যে আত্মা বা কোনো অশরীরী আমাদের মাঝে বিরাজমান। আমাদের ইন্দ্রিয় ক্ষমতা দিয়ে আমরা তাকে বা তাদের আমরা প্রত্যক্ষ করতে পারিনা। কিন্তু বিভিন্ন ভাবে আমি এটা বুঝেছি যে তাদের ডাকলে তারা আসে। কিন্তু কিভাবে? ধরুন আমরা একটা ৩ dimensional জগতে বাস করি। আর এই আত্মা বা অশরীরী রা বাস করে অন্য একটা dimension e। এখন ২ টো dimension er মাঝে যদি একটা দেওয়াল থাকে যার ওপর বা নিচ অনন্ত আর সেটা ভাঙা ও যাবেনা তাহলে কি করে সম্ভব কি যে ওপারে আছে সে এপারে আসবে। সম্ভব দেওয়াল টাকে ভাঁজ করে। আপনারা খাতায় ২ বিন্দু দিয়ে তার মাঝে যদি দাগ কেটে দেন তাহলে এক ই ভাবে খাতা ভাঁজ করে আপনি ২ টি বিন্দু কে মেলাতে পারবেন। কাউকে একমনে ডাকলে একটা এনার্জি র সৃষ্টি হয়। যদি সেই এনার্জি বেশি হোয় তাহলে সেই আত্মা র মধ্যে ক্ষমতা আসে সেই dimension ভাঁজ করে আমাদের জগতে চলে আসার। এমনিতে তাদের কিন্তু কোনো ক্ষমতা নেই। এই কারণে ই লোকে প্ল্যানচেট করে। গত কাল রাতে আমরা মানে আমি আর আমার একমাত্র বোন এইরকম একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। বোন আসতে চায়নি। আমি জোর করে ওকে নিয়ে আসি।একা ডাকলে যা এনার্জি তৈরি হবে ২ জন ডাকলে তার থেকে অনেক বেশি এনার্জি তৈরি হবে এই জন্য। আমরা কিন্তু নির্দিষ্ট কাউকে ডাকিনী। শুধু একটা ঘরে রাতের বেলা দুজন বসে আত্মার কথা চিন্তা করে গেছি। প্রায় আধ ঘন্টা পর আমার মনে হয় যে ঘরে আমরা ২ জন নেই। আরো কেউ যেনো আছে।কিন্তু আমার বোন দেখি কেমন যেনো একটা ঘোরের মধ্যে চলে গেছে। যাই হোক আমি তখন স্লেট এ লিখি কেউ কি এসেছেন? কিন্তু স্লেট এ আর কোনো লেখা ফুটে ওঠেনা। আরো ১৫ মিনিট হবার পর আমি বুঝলাম যে আমাদের মিশন সাকসেস hoyni। তখন বোন কে বলি যে চল শুতে যাই। কেউ আসবেনা মনে হচ্ছে। তখন বোনের মুখে দেখি অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে। ওর চোখ টা কেমন যেনো স্থির। আর আশ্চর্য ব্যাপার তাতে কোনো পলক পরছেনা। আমার একটু অদ্ভুত লাগে। আবার বলি চল রে শুতে হবে তো নাকি? তখন বোন বলে হুমম চল যাই। আচ্ছা আমাদের বাড়ির পিছনে একটা বিড়াল বাচ্চা দিয়েছে না? আমি চমকে উঠি। বোনের গলা যেনো মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে।আর বিড়াল এর প্রসঙ্গ কেনো? যাইহোক রাত ১২.৩০ এর দিকে দুজনেই দুজনার ঘরে চলে গেলাম। আজ বাবা মা নেই। ওরা মামার বাড়ি গেছে। মেজমামার শরীর খারাপ তাই। রাত ২.৩০ এ ঘুম ভেঙে গেলো আমার। একবার বাথরুম যেতে হবে। বাথরুম এ গিয়ে দেখি জানলার বাইরে থেকে কচ কচ করে কিছু চিবানোর আওয়াজ আসছে। আমি মুখ বাড়িয়ে যা দেখি তাতে আমার মাথা ঘুরে যায়। আমার বোন বিড়ালের বাচ্চা গুলোকে মুখে ভরে চিবাচ্ছে আর মা বিড়াল টা পাশে ঘাড় মুটকে পরে আছে। আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনা। একটা আর্ত চিৎকার করে আমি বলি বোন তুই কি করছিস। তখন ও আমার দিকে তাকায়। মুহুর্তের মধ্যে আমার গা বেয়ে একটা শীতল রক্তে র স্রোত নেমে যায়। ও কে ও কি আমার বোন। ২ কষ দিয়ে রক্ত পরছে। চুল এলোমেলো। চোখে সেই ঠান্ডা দৃষ্টি। গাল দুটো তেও রক্তের ছিটে। হটাৎ ও উঠে দাড়িয়ে আমার দিকে এগিয়ে আসে। আমি আর পারিনা। আতঙ্কে আমার ঘরে চলে আসি আর দরজা ছিটকিনি দি। বাইরে থেকে আওয়াজ আসে ভাইরে আমার খুব খিদে। কত দিন কিছু খাইনি। একবার দরজা টা খোল। আমার মাথা র ভিতর সব অস্পষ্ট হয়ে যায়। আর কিছু মনে নেই। যখন জ্ঞান হয় তখন দেখি আমার ঘরের মেঝে তে আমি পরে আছি। মাথায় খুব ব্যথা। আমি ঘড়ি দেখি সন্ধ্যা ৭ টা বাজে। মানে আমি গত রাত প্রায় ৩ টে থেকে এত খন অজ্ঞান হয়ে আছি। হটাৎ দরজা তে আওয়াজ শুনি। ভাইরে আমায় কিছু.... এবার সব মনে পরে যায়। আমার বোনের ব্যাপারটা আমি এবার বুঝতে পারি। কোনো আত্মা কে প্রচন্ড ভাবে ডাকলে তার মধ্যে এত এনার্জি তৈরি হয় যে সে কোনো দুর্বল আত্মার শরীর যদি পায় তাহলে তার মধ্যে প্রবেশ করতে পারে সেই আত্মা টাকে বার করে দিয়ে। আমার বোনের ক্ষেত্রেও তাই হয়েছে। ও ডাকতে চায়নি। আমি ওকে জোর করেছিলাম। এই অবস্থার জন্য আমি দায়ি। কিন্তু আর কিছু করার সময় নেই। ওই ওই ও আবার ডাকছে। খেতে চাইছে। এবার জোরে জোরে আঘাত করছে। দরজা ভাঙতে চাইছে। আমার গলা শুকিয়ে কাঠ। চিৎকার ও বেরোচ্ছে না। যে আত্মা এসছিল সে আমার বোনের দেহ ফাঁদে আটকা পড়েছে। ও এখন আর আমার বোন নয়। ও অন্য কেউ। দরজা য় এখন জোরে জোরে আঘাত করছে ও। আমার মাথা আর কাজ করছে না। শরীর অবস হয়ে আসছে। একটু জল খেতে পারলে ভালো হতো। খটাং করে একটা আওয়াজ হলো। ছিটকিনি টা ভেঙে গেলো। দরজা হাট করে খুলে গেলো। আমার শরীর কাপছে। অন্ধকার হয়ে আসছে চারদিক যেনো। ওই ও আসছে..... একটু জল.....










website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments