সেই_বাড়িতে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#সেই_বাড়িতে
এক মাস আগে যখন অয়নের সাথে এই বাড়িতে ভাড়া থাকতে এসেছিলাম, ভদ্রলোক আমাদের মুখের দিকে অনেকক্ষন তাকিয়ে ছিলেন | উনি জিজ্ঞেস করেছিলেন, "এতো জায়গা থাকতে এখানে কেন দাদা, পরে কিন্তু সমস্যা হতে পারে !"
তখন বুঝিনি, তাই অয়ন যখন বললো, "আপনার এই বাড়ি ভাড়াটা অনেকটা সস্তা এখনকার বাজারে, আর আমার অফিসটা বিশেষ একটা দূরে না", তখন উনি আর না করেন নি |
বেশ কেটে যাচ্ছিলো, ও অফিস থেকে বাড়িতে মোটামুটি ছটার মধ্য ফিরে আসতো, আমি ছাদ থেকে নেমে এসে অনেকটা সময় দুজনে গল্প করে কাটাতাম | আসলে সামনের বড়ো মাঠটা বেশ ফাঁকা, ছাদে উঠলে মোহিত হয়ে যেতাম ঘন সবুজ ঘাস দেখতে দেখতে | কত পাখি, কিচিরমিচির করে চারিদিকে উড়ে বেড়াতো |
একদিন অয়নের আসতে একটু দেরি হচ্ছে, আমি ছাদে দাঁড়িয়েছিলাম | সন্ধ্যা হয়ে গেছে, সামনের ল্যাম্পোস্টের আলোটা জ্বলে গেছে | কে যেন আমার খুব কাছে রয়েছে অনুভব করলাম | স্পষ্ট বুঝলাম, ঘাড় আর পিঠের কাছে জোরে নিঃশ্বাস নেবার শব্দ ভেসে আসছে | প্রথমে পাত্তা দিই নি, সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম অন্ধকার ডাইনিং রুমে এক ভদ্রমহিলা বসে রয়েছেন |
আলোটা জ্বালাতেই উনি কোথায় যেন মিলিয়ে গেলেন, কিন্তু আমি স্পষ্ট দেখেছি, ওনার চুল খোলা, চোখ দুটো বড়ো বড়ো, আলুথালু শাড়ি পড়ে যেন আমার ওপর খুব রেগে আছেন | এরপর অয়ন আসতে যখন এই ঘটনা ওকে বললাম, ও হাসতে লাগলো, সে কি হাসি, কিছুতেই থামতেই চায় না | বললো, "ভুতের বইগুলো একা বসে আর পড়বে না !"
ভুতের বই তো সেই ছোটবেলা থেকেই আমি পড়ি, কখনো তো এরকম হয় নি | সেদিন ভদ্রলোক ভাড়া চাইতে এসেছেন, ওনাকে ভেবেছিলাম বলবো, "আপনার এই বাড়িতে কি অশরীরী বসবাস করে নাকি ?" কিন্তু ওনার মুখটা দেখে কিছু জিজ্ঞেস করতেই মন চাইলো না, কেমন যেন উনি !
সেদিন খুব বৃষ্টি পড়ছে, আমাদের বাড়ির সামনের রাস্তাটা জলে ডুবে গেছে | অয়নকে ফোন করতে বললো, আজ একটু দেরি হবে, বৃষ্টি কমলে তবেই বাড়ি ফিরবে | আমাদের রাস্তার সামনের আলোটা একবার নিভে যাচ্ছে, আর একবার জ্বলে উঠছে | ডাইনিং রুমে বসে টিভি দেখছিলাম, হঠাৎ লাইটটা নিভে গেলো | সোফা থেকে উঠে লাইটটা আবার জ্বালাতে গেছি, দেখি কিছুটা দূরে বারান্দায় সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, সেই একই শাড়ি, এক রকম দৃষ্টি, যেন খুব রাগী | ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, "আপনি কি কাউকে খুঁজছেন নাকি ?" উনি আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলেন, আমি দৌড়ে পিছনে হেঁটে ঘরে ঢুকে আসতে ওনাকে আর দেখতে পেলাম না ! অয়নকে চিৎকার করে ফোনে জানালাম, "তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমি আর একা একা এখানে থাকতে পারছি না !"
এতক্ষন জোরে বৃষ্টি পড়ছিলো এখন আবার বিদ্যুৎ চমকাতে শুরু করেছে | সারা বাড়িতে হঠাৎ আলো নিভে গেলো, তবুও দরজা খুলে বাইরে বেরোতে সাহস হলো না | চুপ করে বিছানায় বসে রয়েছি, শুধু ভাবছি কখন অয়ন ফিরবে ! হঠাৎ, আমার ঘাড় থেকে পিঠের মাঝখানে মনে হলো কেউ যেন হাত রাখলো, ঘুরে তাকাতে কাউকে দ্রুত সরে যেতে দেখলাম | চোখটা চলে গেলো সামনের আয়নায়, সেই ভদ্রমহিলা, এবার উনি ঘাড়টা বেঁকাচ্ছেন, এরপর ঘোরাচ্ছেন, তারস্বরে চিৎকার করার চেষ্টা করলাম | জোরে আরো জোরে, কিন্তু মনে হলো গলা দিয়ে স্বরই বেরোচ্ছে না, কি যেন শক্তমতোন আটকে রয়েছে | চোখ দুটো বুজে আসছে, কেমন যেন সারা শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছে..................|
* * *
চোখ মেলে তাকাতে নার্সিং হোমের ওপরের দেওয়ালটা চোখে পড়লো | এই ঘরটাতে শুধু আমি আর একটা মেয়ে রয়েছে | প্রথমে লক্ষ্য করিনি, মাথার কাছে অয়ন, আর বাপি বসে রয়েছে | আমি জেগে গেছি বলে, ওরা আমার সামনে এলো | বাপি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো আমার |
জিজ্ঞেস করলাম,"বাড়ি যাবো কখন ?" বাপি বললো, "এখন তুই আমাদের বাড়িতে থাকবি, আর......|"
ওদের জিজ্ঞেস করলাম, "আর ?" অয়ন বললো, "পুরোনো বাড়িটা, যেখানে আমরা ভাড়া থাকতাম, সেই বাড়িটা কাল ভেঙে পড়েছে | ভাড়া নিতে যে ভদ্রলোক আসতেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না |"
তখন বিকেল হবে, বাপি আর অয়নের সাথে আমি বাপের বাড়ি যাচ্ছি, অয়নকে জিজ্ঞেস করলাম, "অয়ন আমার কি হয়েছিল ?" ও কিছু বলতেই চায় নি কিন্তু রাতে যখন আমি ঘুমিয়ে পড়েছি, আমি স্পষ্ট শুনেছি ও আর বাপি কি আলোচনা করছিলো !
মাস ছয়েক আগে ওই বাড়িতে এক ভদ্রলোক আর তার বিবাহিত স্ত্রী থাকতেন | ভদ্রলোকের অন্য কারো সাথে অ্যাফেয়ার ছিল, তাই ওনার স্ত্রী ভাবতেন এই বুঝি তাকে সরিয়ে ওই মহিলাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসবে | একদিন হলোও তাই, খুন হলেন ওই ভদ্রমহিলা | ভদ্রলোকের জেল হয়, কিন্তু তারপর যে বা যারা ওই বাড়িতে থেকেছেন বা কিনেছেন তাদের খুব একটা ভালো অভিজ্ঞতা হয় নি ! ভদ্রমহিলাকে অনেকে দেখেছে, জানি না বাড়িটা ভেঙে পড়ায় এখন ওনার কি হবে !
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments