দূরবীন Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
চন্দন আর পায়েল এর সাথে গত ছয়মাসে দেখা হয়নি সায়কের। দূরবীন টাও বাস্ক বন্দী। জীবনের মূলস্রোতে ফিরছে সায়ক। অনেক টা ক্ষমা করে দিয়েছে ওদের। একটা শেয়ারের সাব ব্রোকার এর অফিস খুলেছে সায়ক। দুটো কর্মচারী কাজ করে ওর অফিসে। পুরোনো কোম্পানির কলিগদের সাথেও কনট্যাক রয়েছে।
চলে যাচ্ছে ভালোই। ওদের খবর রাখার আর দরকার নেই।
চন্দন আর পায়েল ও ভূলে গেছে সায়ক কে। সায়ক যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে এরকম ব্যবহার করছিলো তার কনফার্ম হলো। আর সায়কের ব্রকিং এর ব্যবসা তে ভালো চলছে তার অফিসে কলিগদের মুখে বিশেষ করে নেহার মুখে শুনেছে।
সায়কের পুরোনো অফিসের একজন নন বেঙ্গলি কলিগ নেহা। সে সিকিউরিটি মার্কেট এ ইন্টারেস্ট ছিল । নেহা মিউচুয়াল ফান্ড , শেয়ার ইনভেস্ট করতো সায়কের সাহায্যে। ফলে প্রতিদিন সায়কের সাথে কথা হতো। নেহা ব্যারাকপুরে থাকতো তাই সায়কের সাথে দেখা সাক্ষাৎ হতো।
একদিন নেহার এনগেজমেন্ট রিসেপশনে ব্যরাকপুরে আমন্ত্রিত হলো সায়ক, পায়েল, চন্দন । রাতে তিনজন তিনজনকে দেখলো কিন্তু কোনো কথা বললো না কেউ কারোর সাথে। কিন্তু একদম শেষ বেলায় চন্দন সায়ককে বলল বাড়িতে যাবি কিসে? আটোয় চড়ে? তুই চাস তো তোকে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে পারি। পায়েল বললো আমাদের লেট হয়ে যাবে ও ঠিক ব্যবস্থা করে নেবে। একজাস্ট করাটা ওর অভ্যস হয়ে যাওয়া উচিৎ এতোদিনে। সায়ক একটাও কথা বললো না ভিতরের ঘৃনা টা আবার চাগার দিয়ে উঠলো। মন স্থির করলো ওরা শাস্তি পাবেই।
ঠিক দের মাস পর আজকে নেহার বিয়ে। সায়ক কনফার্ম চন্দন আর পায়েল আসবে। নিজের দূরবীন নিয়ে সায়ক রেডি সন্ধ্যা সারে আটটায়।
বিয়ে বাড়ির ছাদে সায়ক, তাক করে বসে তার বন্দুক নিয়ে। কিন্তু রাত বাড়তে বাড়তে ভিড় বাড়তে লাগলো। এতো ভিড়ের মধ্যে কি করে তাক করবে ওদের। এর পর চন্দন আর পায়েল এলো ওদের গাড়ি নিয়ে। ম্যাচিং নীল শাড়ি আর নীল ব্লেজার এ সেজেছে বিষধর যুগল। কিন্তু এতো ভিড়ে তাক করা যাচ্ছে না। অপেক্ষা করতে করতে যখন রাত এগারোটা পঁয়তাল্লিশ কিছুটা হালকা হল ভিড় ওরা যাওয়ার ঠিক আগে সায়ক তাক করলো দূরবীনে ওদের। দুইজন একসাথে এক ঢিলে দুই পাখি । প্রায় 5 মিনিট তাক করে রাখল দূরবীন। তার পর নিজের বাড়িতে ফিরে এলো। সায়ক এখন জানে যে ওরা আর কয়েক ঘন্টার অতিথি এই দুনিয়ায়। কিন্তু ওরা বুঝবে কি করে রে ওদের মৃত্যুর হলফনামা লিখলো কে?
রাত দুটো সায়ক ফোন করলো চন্দন কে পর পর দুই বার কিন্তু কোনো সাড়া এলোনা ।
সারারাত ঘুমোলোনা সায়ক। সকালে একদম চন্দন আর পায়েল এর বাড়ির সামনে। সকাল থেকে দুপুর দুটো বেজে গেল কেউ বেড়োলোনা।
অনেক কিউরিসিটি নিয়ে সায়ক ফিরে এলো।
ওরাতো ডেফিনেটলি মারা গেছে। কিন্তু খবর পাওয়া যাচ্ছেনা । চারদিন পর খবড়ের চ্যানেল দেখালো দুটো পচা গলা মৃতদেহ উদ্ধার। বডি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
সায়ক এখনও নিশ্চিত দুই বিষাক্ত শত্রু চলে গিয়েছে ওর জীবন থেকে। পুলিশ কিছুই পাবেনা তদন্ত করে। একরকম ভেবে ভূলে গেলো ওদের।
কিন্তু এখানেই শেষ নয়। একমাস পর পুলিশ এলো সায়কের অফিসে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করল চন্দন আর পায়েলকে নিয়ে। চন্দন এর ডাইরি তে সায়কের ব্যপারে জেনেছে পুলিশ আর মারা যাবার রাতে দুই বার চন্দন কে ফোন করাটা উচিত হয়নি সায়কের। যাইহোক মোটিভ ধরতে পারলেও খুন করার প্রমাণ পাওয়া টা অসম্ভব। পুলিশ সায়ক কে এলাকা ছাড়তে বারন করেছে। সায়ক ও সবকিছু ঝামেলা আর সমস্যার কথা খুলে বলেছে পুলিশ কে।
পুলিশ এর ঐ একই প্রশ্ন সায়ক মারল কি করে ওদের? এর মধ্যে ময়না তদন্তের রিপোর্ট এসেছে
দুই জন সাফোকেসান এ মারা গেছে। দমবন্ধ অবস্থায় বদ্ধ ঘরে।
পুলিশ তদন্ত শেষে সায়ক কে বলল যখন ডাকব তখন হাজিরা দিতে হবে থানায় ।
সায়ক হাসছে আর হাসছে। সে মৃত্যুর দেবতা থানাটোস!!! আজ রাত সায়কের বিজয়ের রাত। এই রাত স্মরণীয় করতে ব্র্যান্ডেড হুইস্কি খেতে লাগলো সায়ক । পুরো অর্ধেক বোতল শেষ । বিছানায় সায়ক শুয়েপড়লো ওর দূরবীন কে বুকের মাঝে নিয়ে। নেদারল্যান্ডস এর এক অভিশপ্ত বাইনোকুলার আছ এক নেতিয়ে পড়া বাঙালির কাজে লেগেছে।
রাত বাড়লো মদের নেশায় বুদ সায়ক চোখ খুলতে পারছেনা। কেমন যেন দমবন্ধ হয়ে উঠেছে ঘড়টা। সায়ক উঠে পরলো হাতরাতে হাতরাতে দরজা ,জানালা খুললো। জল খেলো।
কিন্তু না, সায়ক নিঃশ্বাস নিতে পারছে না। শেষ পর্যন্ত সায়ক শুনতে পেলো চন্দনের গলায়। "সায়ক তোকে মিডিল ক্লাস এর আয়না টা দেখাতে এলাম।"
তিনদিন পরে পলতায় সায়কের বাড়ির সামনে ব্যপক ভিড়। পচা গন্ধ ভেসে আসছে সায়কের ঘড়টা থেকে সায়ক মৃত। পুলিশ এসেছে একের পর এক উদ্ধার হচ্ছে মদের বোতল, কাগজ পত্র,
অবশেষে সেই দূরবীন যার ঢাকনা টা খোলা আর তাক হয়ে আছে সায়কের বিছানার উল্টো দিকের আয়নায়।
সমাপ্ত।
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments