অজানা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#অজানা
অনেকটা রাত হয়ে গেছিলো সেদিন বাড়ি পৌঁছতে, স্টেশনে যখন নামলাম ঘড়িতে দেখলাম প্রায় সাড়ে এগারোটা | কনকনে শীতের রাত, উপরোন্তু মফস্সল এলাকা, তাই প্রায় জনশূন্যহীন রাস্তাঘাট | কোনো কোনো জায়গায় আগুন জ্বেলে শীতের কাঁপুনি থেকে রক্ষা পেতে কিছু লোক চারপাশ ঘিরে বসে রয়েছে, সামনে মদের বোতল, ভুলভাল বকে যাচ্ছে | প্ল্যাটফর্ম দিয়ে নামতেই, কানে এলো একটা মন্তব্য,
-"বাবা, একটু জল দিয়ে যাও, ভীষণ তেষ্টা পেয়েছে |"
ঘুরে তাকাতে, একটু দূরে দেখতে পেলাম চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে রয়েছে | সমস্ত শরীরটা কালো চাদরে ঢাকা, কাছে যেতেই চাদরের তলা দিয়ে একটা শীর্ণ বিদীর্ণ হাত বেরিয়ে এলো | ব্যাগ থেকে জলের বোতলটা বার করলাম, সামান্য একটু পড়ে রয়েছে, জিজ্ঞেস করলাম,
-"এইটুকু জলে আপনার কি তেষ্টা মিটবে ?"
কোনো উত্তর এলো না, তবুও বোতলটা ওনার কাছে দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করে চলে গেলাম | ওনার কোনোরকম উত্তর এলাম না | মনে হলো উনি ক্ষুধার্ত, অথচ মুখটা চাদরের তলা থেকে বার করছেন না, একবার বললাম,
-"আপনার জন্য কিছু খাবার-দাবার এনে দোবো ?"
যথারীতি এবারও কোনো উত্তর এলো না |
নীচে নেমে খানিকটা যেতে একটা মুদির দোকান দেখতে পেলাম, সবে শাটারটা নামাচ্ছে | একটা বড়ো পাউরুটি আর দুটো লাড্ডু কিনে এনে ওনার কাছে এলাম | দেখলাম, বোতলে যে সামান্য জলটুকু ছিল সেটি শেষ হয়ে গেছে, বুঝলাম উনি খেয়ে নিয়েছেন | কাছে খাবারের প্যাকেটটা রেখে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম |
বাড়িতে ঢোকার মুখে একটা বড়ো রাস্তা পড়ে, হঠাৎ একটা ফোন এলো, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ফোনটা রিসিভ করার আগে দেখলাম, কোনো অচেনা কারুর ফোন | কেউ কোনো উত্তর না দেয়াতে, আবার কলব্যাক করলাম, খানিকক্ষণ রিং হয়ে কেটে গেলো | রাস্তা পার হতে গিয়ে হঠাৎ দেখলাম একটা বড়ো গাছ ভেঙে পড়লো প্রায় আমাদের বাড়ির দরজার কাছে | প্রচন্ড জোরে আওয়াজে সবাই বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলো |
যে কোনো তিন চারজন লোককে সম্পূর্ণ চাপা দিয়ে শেষ করে দিতে পারতো | খুব জোরে বেঁচে গেছি, ভাবলাম এই ফোনটা না এলে তো আমার সর্বনাশ হয়ে যেত | ভাগ্গিস দাঁড়িয়ে পড়েছিলাম, ইতিমধ্যে অনেক লোক এই জায়গায় জড়ো হয়ে গেছে | কোনোক্রমে বাড়ির ভিতরে ঢুকতে পারলাম, ঘরে ঢুকে অবশ্য ওই অচেনা ফোনটাকে ধন্যবাদ জানালাম |
কোনোরকমে রাত কাটিয়ে পরের দিন সকালে স্টেশনে যেতে দেখি একটা জায়গায় জটলা হয়ে রয়েছে | ওই চাদর মুড়ে যিনি শুয়ে ছিলেন, তার চারিপাশে পুলিশ আর বেশ কিছু লোকজন ঘিরে রয়েছে | কাছে গিয়ে একজনকে জিজ্ঞেস করতে তিনি বললেন, সন্ধ্যা সাতটা নাগাদ তিনি যখন বন্ধুদের সাথে ওখান দিয়ে যাচ্ছিলেন, একটা আওয়াজ শুনতে পেয়ে কাছে যেতে দেখতে পেলেন সব চুপচাপ | কেউ মারা গেছে ভেবে একজন আস্তে করে চাদরটা সরাতে বুঝতে পেরেছিলেন উনি মারা গেছেন | এরপর রেলওয়ে পুলিশকে খবর দিয়েছিলেন |
উঁকি মেরে দেখলাম পাউরুটির প্যাকেটটা খালি পড়ে রয়েছে | জলের বোতলটা যেরকম ছিল সেরকমই | ট্রেনে উঠে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মনে হতে লাগলো, সাতটা নাগাদ যদি উনি মারা যান, তাহলে ওতো রাতে আমার কাছে জল চাইলেন কেন, খাবার প্যাকেটটি কেন খালি ! অচেনা কোনো জায়গা থেকে ফোন আসা, বাড়ি ঢোকার মুখে ওই গাছ ভেঙে পড়া |
জীবনে কিছু কিছু ঘটনা ঘটে তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না | আমিও আমার জীবনে এই ঘটনার অদ্ভুত ধরণের ঘটনা, ব্যাখ্যা খুঁজে পাই নি |
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments