লাস্ট _লোকালের_মেয়েটা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#লাস্ট _লোকালের_মেয়েটা
~~~
-মালটা খুব ঝারি মারছে রে!
সুবলের গলায় চাপা উত্তেজনা আর হাসির মিশ্র ইঙ্গিত। পাশে বসা হারুকে সে হালকা কনুইয়ের খোঁচা দিল। হারুর চোখ মুখ থেকে তখন আদিম প্রবৃত্তির লালা নিঃসৃত হতে শুরু করেছে।
রাতের এই লাইনে লোকাল ট্রেন গুলো এমনিতেই নির্জন থাকে। তার ওপর আজ আবার রবিবার।
কোন দায়বদ্ধ যন্ত্রের মতো একঘেয়ে দুলুনিতে ট্রেনটা ফাঁকা নির্জন গ্রাম্য আঁধার চিরে ছুটে চলেছে। প্রায় নির্জন ট্রেনের ভিতরে আলো আঁধারের ক্রমাগত লুকোচুরি খেলা....আর.... আরও বড়ো কোন একটা খেলা সংঘটিত হতে যাওয়ার প্রস্তুতি যেন নীরবে সলতে পাকিয়ে চলেছে।
বাঁদিকের গেটের ঠিক আগের সিটটায় মেয়েটা বসে আছে। একা একা। একমনে জানালা দিয়ে অপসৃয়মান দৃশ্য দেখে যাচ্ছে নিজের মনে, মাঝে মাঝে হালকা ঘাড় ঘুরিয়ে দেখে নিচ্ছে পিছন দিকে, যেখানে দু'জন উঠতি যুবক ক্ষুধার্ত নজরে অপেক্ষা করছে কোন এক বিশেষ মুহূর্তের জন্য!!!
সামনে একটা ছোট্ট স্টেশন পড়বে, তারপর পরের স্টেশন আসতে ভালোই সময় লাগবে আর সেই ফাঁকেই.......
বাঁকা হাসি খেলে গেল দু'জনের মুখে।
মেয়েটা কি কোন বস্তির মেয়ে? ওরকম চড়া মেকাপ করেছে কেন? গায়ে পড়া স্বভাভটাও তো হাবভাবে প্রকট! এরা এভাবে আগুন নিয়ে খেলতে যায় কেন? একা দু'জনের সাথে পারবে? পরে ক'দিন পর আবার খবরের কাগজ জুড়ে ওর নগ্ন ক্ষতবিক্ষত শরীরটা স্থান দখল করে থাকবে না তো???
এসব নীরবে ভেবে চলেছে এক ঘরফেরৎ অশীতিপর বৃদ্ধ, একেবারে শেষের সিটটায় বসে। মাঝখানে ছোট্ট স্টেশনে যখন ট্রেন থেমেছিল, হয়তো সে সময় কোন এক ফাঁকে উঠেছে, কেউ খেয়াল করেনি।
এ সময় ট্রেনটা একটা গোঁ করে শব্দ করতে করতে লম্বা অন্ধকার টানেলে ঢুকলো। আর ট্রেনের ভিতরে খেলা শুরু হলো!!!!
একটা হুলুস্থুল শুরু হলো কামরার ভিতরে! এক কোণে বসে থেকে অশীতিপর বৃদ্ধ ঠিক ঠাহর করতে পারলেন না, ছেলে দুটো মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়লো নাকি.....?! কিছুক্ষণ হুটোপুটি.... আর্তনাদ..... গোঙানি...আর তারপর সব স্থির!!! নীরব!!!
শুধু ট্রেনটার নিরলস যান্ত্রিক একঘেয়ে দুলুনিময় ঘটাং ঘটাং শব্দ ছাড়া আর একটা শব্দ, কান পাতলে শোনা যায়। অশীতিপর বৃদ্ধের ভীত দ্রুত নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। জবুথবু মেরে লোকটি দেখতে পেল,সিটের নীচ থেকে গলগল করে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে। দু'টো টাটকা বডি পরে আছে সেখানে।
পুরুষ মানুষের চোখে যে এত ভয় থাকতে পারে!!! এত আতঙ্ক?!?! দু'জোড়া চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে! কীসে এত ভয় পেয়েছে ওরা?! ঘাড় দুমড়ে পড়ে আছে মেঝেতে, আর...আর... ঘাড়ের পেছনে....ওটা...ওটা কিসের ক্ষত?!?! কে দাঁত ফুটিয়েছে?!?! ঠিক যেন চার আঙুলের ব্যাবধানে শিক ঢুকিয়ে দিয়েছে কেউ!!! রক্ত গলগল করে বেরিয়ে গিয়ে ভেসে যাচ্ছে কামরার মেঝে।
ট্রেনটা এবার তার গতিবেগ কমিয়ে ধীরে ধীরে সামনের স্টেশনে থামতে উদ্যত হচ্ছে। এমন সময় ঝটপট করে ডানা ঝাপটাতে ঝাঁপটাতে কী একটা পাখির মতো যেন উড়ে বেরিয়ে গেল ওখান থেকে। কালো কুচকুচে। মুখের দিকটা এত লাল কেন?!
ট্রেনটা থামতেই পড়িমড়ি করে ছুটে নামতে গিয়ে লোকটা লক্ষ্য করলো মেয়েটা ট্রেনের মধ্যে কোথ্থাও নেই।
~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments