আবদার Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#আবদার
রাতে শুয়ে শুয়ে তৃষা সেই ডাকটা শুনতে পেলো, বহুদিনের সেই চেনা কণ্ঠের ডাক এতো সহজে যে সে ভুলে যাবে, না, তাই কখনো হতে পারে নাকি,
-"বৌ-মা, অনেকদিন হলো তোমার হাতের পায়েস খাই নি, আজ খুব খেতে ইচ্ছা করছে, একবারটি করে দিও না !"
-"মা, আপনার তো এইসব খাওয়া বারণ, ডাক্তারবাবুর কড়া নিষেধ, দিলে একেবারে সর্বনাশ হয়ে যাবে !"
-"ধুউর, আর সর্বনাশ, যা সর্বনাশ হবার তো আমার হয়ে গেছে, আর নতুন করে কি হবে গো, দিয়ো না বৌমা, কেউ জানতে পারবে না, খোকারা চলে গেলে, একটুখানি করে দিও, আর কোনোদিন তোমার কাছে আবদার করবো না !"
দুদিন আগে সবাই চলে যাবার পর, তৃষা একটা ছোট্ট বাটিতে, বাসমতি চাল ফুটিয়ে তাতে একটু প্যাকেটের দুধ মিশিয়ে ওভেনে বসিয়েছিলো,
-"বৌ-মা !"
ডাকটার সাথে কেমন যেন একটা আকুতি মিশে ছিল, কোনোমতে দৌড়ে তৃষা কাছে যেতেই, শাশুড়ি মায়ের চোখ-মুখ, সমস্ত শরীর একটা অদ্ভুত রকমের সাড়া দিচ্ছিলো । বাড়ির অনেক দিনের পুরোনো কাজের লোক বাবুদাকে খুব তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনতে বললো তৃষা । আর শোভনকে খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসতে বললো,
-"মার শরীরটা কেমন যেন করছে, আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না, এক্ষুনি বাড়ি ফিরে এসো, আমি ডাক্তারবাবুকে খবর দিয়েছি !"
-"বৌমা, আমি যাচ্ছি, তোমার পায়েসটা আর আমার খাওয়া হলো না যে, তুমি ছাদের জুঁই ফুলের টবের কাছে রেখে দিও, আমি এসে খেয়ে যাবো, ভুলে যেও না কিন্তু !"
ডাক্তারবাবুর খুব তাড়াতাড়ি হসপিটালে এডমিট করতে হবে, এই কথায় এম্বুলেন্স ডেকে যতটা তাড়াতাড়ি পারা যায় ওনাকে নিয়ে যাওয়া হলো ! না, এডমিট করবার আগেই ইমার্জেন্সিতে বসা ডাক্তারবাবু চেকআপ করে জবাব দিলেন,
-"আপনারা ওনাকে আনতে অনেক দেরি করে ফেলেছেন ! আমার কিচ্ছু করবার নেই, অনেক আগেই সব শেষ হয়ে গেছে !"
শোভন আর আত্মীয়স্বজনরা সরাসরি হসপিটালে চলে এসেছিলো । বাড়িতে একবার ঘুরিয়ে সবাই শ্মশানে ফিরে যাওয়ার পর, শাশুড়ির ঘরটা গুছোতে গিয়ে ভীষণ নস্টালজিক হয়ে পড়লো তৃষা ! কত দিন, কত দুপুর এই ঘরটাতে বসে কতই না খুনসুটি করেছে তারা, সব আজ স্মৃতির পাতায় চলে গেলো ! কখনো মনে পড়লে হয়তো ওখানে থেকেই সমস্ত অতীত এবার তুলে আনতে হবে !
খানিকক্ষণ পর ঘুমিয়ে পড়েছিল, আবার সেই ডাকটা ভেসে এলো,
-"বৌ-মা !"
একবার ভাবলো শোভনকে ডাকবে, কিন্তু ওর সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর মনে হলো না, থাক । আস্তে করে উঠে ফ্রীজের তাক থেকে সেই পায়েসের বাটিটা নিয়ে ছাদের জুঁই ফুলের টবের কাছে গেলো তৃষা ! ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে ঝিঁ ঝিঁ পোকার আওয়াজে অদ্ভুত একরকমের পরিবেশ তৈরী হয়েছে ! তবে কাছে যেতেই একটা অদ্ভুত রকমের হাওয়া পিঠের কাছে বয়ে এলো, বাসি একটা শাড়ির গন্ধ তৃষার নাকে এলো ! মা যেই কাপড়টা পরে থাকতো সেটা না, পিছন ফিরতেই আবার সব কিছু যেন স্বাভাবিক, সব আগের মতনই !
বাটিটা রেখে, তার সাথে মার খুব প্রিয় চামচটা ওপরে রেখে দিলো ! ছাদের দরজাটা ভিতর থেকে বন্ধ করে নীচে নেমে এলো তৃষা, খানিকক্ষণ জেগে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই, ঘুম ভাঙলো সেই ভোরবেলা ! দৌড়ে ছাদের দরজাটা খুলে টবের কাছটাতে গিয়ে চমকে গেলো, বাটির পুরো পায়েসটা চেটে পুটে খাওয়া, অদ্ভুত ব্যাপার ! আচ্ছা চামচটা গেলো কোথায় ? ওটা তো রেখে যাবার কথা ! চারিদিকে ঘুরে বেরিয়ে কোথাও কিছু দেখতে পেলো না, তাহলে ? একবার ভাবলো শোভনকে ডেকে তুলে ব্যাপারটা পুরোটা বলবে, কিন্তু ভরসা পেলো না । ও হয়তো হেসেই উড়িয়ে দেবে !
তৃষা শাশুড়ি মায়ের ঘরে তালা খুলে ভিতরে ঢুকলো, সামনে টেবিলের ওপর রাখা ছবিটার দিকে তাকিয়ে অদ্ভুত রকমের একটা তৃপ্তি পেলো ! শরীর খারাপের সময়ে তোলা এই ছবিটিতে আগে ব্যাথার একরকমের অনুভব মুখে লেগে থাকলেও, আজ কিন্তু নেই ! যেন ভীষণ রকমের শান্তির ছাপ রয়েছে, অনেকদিনের কোনো পুরোনো ইচ্ছা পূরণের ছবি দেখতে পেলো তৃষা !
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments