Header Ads Widget

অজান্তে

অজান্তে Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#গল্প
#অজান্তে 

এই বুড়ির আসার আর সময় হলো না, মেয়ের বিয়ের কয়েক দিন আগে গয়নার ব্যবস্থা করে ঘরে তোলা হয়েছে | আর ওনার এখনই বেড়াতে আসার সময় হলো ? একটাই ঘর, আর বুড়ির যা স্বভাব, আনাচে কানাচে অলি গলি কোনোকিছু আর বাকি রাখবে না | ঠিক যেন শকুনের চোখ | আর, ওনার আবার পিসির ওপর দরদ উথলে পড়ে, 
-কি হয়েছে ? আরে বাবা দুপুর দুপুর আসছে, রাত কাটিয়ে আবার পরদিন সকালে বাড়ি রওনা দেবে | বুড়ি মানুষ, ভাইজিকে দেখবে না শেষবার ?
 সে ঠিক আছে, কিন্তু এই সময় এরকম ভাবে বাড়ি এসে, গয়না পত্তর দেখে যে একেবারে খবরে খবরে গ্রাম উজাড় করে দেবে | সবাই জেনে যাবে কত ভরি গয়না মেয়ের বিয়েতে জোগাড় করেছে এই সামন্ত বাড়ি |

 না, অতি সাবধানের মার নেই বাপু, অবন্তী পরিষ্কার কাপড়ে পাঁচ ভরি নতুন পুরনো গয়না বেঁধে পুকুর পারে যেখানে কচু ক্ষেতটা নতুন উঠছে ওখানেই পুঁতে দিয়ে এলো | একটা সরু শক্ত আধছোলা কাঠের টুকরো পুঁতে দিয়ে এলো, কেউ যেন বুঝতে না পারে | 
 কিন্তু বুড়ি পিসি শ্বাশুড়ি তো এলোই না, ওকে অবন্তী জিজ্ঞেস করলে বলে, 
-চুপ করে থাকো না, না এলেই তো ভালো | বুড়ি মানুষ, বলেছে আসবে হয়তো ভুলেই গেছে |

  আগামী সপ্তাহে মেয়ের বিয়ে | চুপটি করে মেঝেতে মাদুর পেতে শুয়ে প্রহর গোনে অবন্তী | বুড়ি যদি রাতেই আসে, বলা যায় নাকি ? মেয়ে আর তার বাপ নাক ডাকলেও অবন্তীর কান খাড়া আর মনের মধ্য ধকধক ক্রমাগত হতে থাকলো | কি জানি, কি হয়, যদিও পুকুর পারে কেউ আসে না | পানা পুকুরে সাপের আড্ডা, কেউ যাবেও না, তাই যেন হয় !
 উঠোনে কাদের পায়ের শব্দ পেলো অবন্তী | বেশ রাত, প্রায় দু'প্রহর | এক জোড়া না, বেশ দশ পনেরো জোড়া | এবার মনে হয় দরজা ধাক্কাবে, 
-দরজাটা ভালো মতন খুলে দে রে, আমরা ছেনি ডাকাতের দল |
অবন্তী তার স্বামীকে ঠেলে জাগিয়ে দেয়, চুপিসারে দরজা আগলিয়ে বসে থাকাটা ঠিক হবে না | দরজার খিলটা খুলে দিতেই, হুড়মুড় করে মশাল জেলে ঢুকে পড়ে ওরা |
-বার কর তাড়াতাড়ি, আমাদের অন্য আর এক জায়গায় যাবার আছে | বেশি দেরি করলে বিপদ হবে বলে দিলাম |
 অবন্তী জানে তার সোয়ামির ব্যাপার, সেই আগ বাড়িয়ে কথা কয়,
-বাপ ঠাকুর, জানি না গো কার খবরে তোমরা এখানে এসেছো, আমাদের জোগাড় হয় নি গো | বিশ্বাস না হয় সব ওলোট পালোট করে খুঁজে দেখো |
 মেয়েটা ভয়ে ঘরের এক কোণে সরে আসে | হাতে বড়ো বড়ো মশালে সমস্ত ঘর তছনছ করে খুঁজে চলে গয়না | না, যত খোঁজে, হয়রান হয়, আর ওরা রাগে গজগজ করে | চিৎকার করে ডাকাত সর্দার,
-আমার সাথে বেইমানি করবি না, যদি জানতে পারি....সেদিন কিন্তু আস্ত রাখবো না তোদের |

   ওরা চলেই গেলো, ঠিক যেমনভাবে এসেছিলো | ঘর থেকে কিছু ভাঙা চোরা আসবাবপত্র ছাড়া অন্য কিছু আর জুটলো না | রাতটা ওরকম এলোমেলো করে কেটেই গেলো ওদের | সাত সকালে পিসির ছেলেকে দেখে অবশ্য চমকে উঠলো | ছলছল চোখে সুনু জানালো, দু দিন আগে পিসি দেহত্যাগ করেছে | অবন্তী চমকে উঠে জিজ্ঞেস করে,
-কি বলছো ? এই তো পিসি ওকে জানালো আমাদের বাড়ি বেড়াতে আসবে | মেয়েটাকে বিয়ের আগে একবার শেষদেখা দেখে যাবে | 
 আসলে পিসির কঠিন ব্যামো ছিল | কিন্তু এইভাবে হঠাৎ চলে যাওয়া ? অবিশ্বাস্য ! কিন্তু গয়নার পুঁটলি লুকোনো ? শেষ রাতে কাল ডাকাতের আগমন ? সেই, কি যে কখন হয়, তার ব্যাখ্যা পাওয়া যায় না |

~~~**~~~












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments