Header Ads Widget

ছোঁয়া

ছোঁয়া Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






আগের ন্যাশনাল লাইব্রেরি তে ঘটনা ঘটার পর ও আমার জীবনে আরো একটি ঘটনা ঘটে সেটিও supernatural বলতেই পারেন. এটিও আমার এক বিচিত্র অভিজ্ঞতা.

 আজ আপনাদের সাথে সেই অভিজ্ঞতাই share করবো. আমার বাবারা দুই ভাই পাঁচ বোন. আমার একটাই কাকা. কাকা আমার জীবনে বেশ অনেকটা স্থান অধিকার করে ছিলেন. 

2008 এ আমার বিয়ে হয় আর এক বছর পর মেয়ে. কাকা কে ছোটো থেকে আমি কাকাই বলতাম আমি কাকাই এর একমাত্র ভাইজি. কারণ আমি বাবা মা এর একমাত্র সন্তান আর আমার কাকা ছিলেন নিঃসন্তান. 

যাই হোক এবার আসল ঘটনায় আসা যাক, সাল টা 2011 আমি আমার কলেজের কর্মসূত্রে excursion এর জন্য vizag যাই. সময় টা ছিলো december. যাবার আগে বাড়ীতে সবার সাথে দেখা করতে আসি, আমার গলার আওয়াজ পেয়ে কাকাই ওপর থেকে তাড়াতাড়ি করে নেমে এসে বলে " কি রে তোর মেয়ে আসে নি? " 

আমি বললাম না কাল বেরিয়ে যাবো তাই দেখা করতে এসেছি. তখন কাকাই বললো মেয়ে কে অনলি না কেন? কাকাই বরাবর বাচ্ছা ভালোবাসতেন. সেদিন খুব অল্প সময়ের জন্য দেখা করে চলে যাই যাবার সময় গাড়িতে যখন উঠছি তখন বারবার বাড়ীটার দিকে চোখ চলে যাচ্ছিলো.অদ্ভুত অনুভূতি হচ্ছিলো. 

তারপরের দিন আমি আমার স্বামী মেয়ে নিয়ে vizag চলে যাই. ওখানে যাবার পর বাবা daily phn করে হঠাৎই একদিন লক্ষ্য করলাম বাবার phn বন্ধ হয়ে গেল. আমি তখন ঘুরিয়ে phn করতে শুরু করলাম বাবা একটা দুটো কথা বলে phn নামিয়ে রেখে দিতো. তখনও জানি না কি ঘটতে চলেছে. ইতিমধ্যে আরাকু ভ্যালি তে যাবার পর দুপুরে খেতে বসেছি হঠাৎ চোখে পড়লো একটা মিশ মিশে কালো বিড়াল আমার দিকে একদৃষ্টিতে চেয়ে আছে. আমার মন টা তারপর থেকে কিরকম খারাপ হয়ে গেল তারপরের দিনই আমার ফেরার কথা ছিলো. 

এয়ারপোর্ট এ নেমে আমার husband আমায় বললো " কাকা নেই " আমি প্রথমে আমার কাকা শ্বশুরের কথা ভেবেছি তারপর যখন শুনলাম আমার কাকাই নেই. শোনার পর মনে হলো যেন বুক থেকে কেউ একটা পাঁজরের হার বের করে নিয়ে গেছে কি অসহ্য যন্ত্রনা কি কষ্ট, লিখে বোঝাতে পারবো না. কথায় বলে সময় থেমে থাকে না দিন কেটে যেতে লাগলো মাঝে মাঝে কষ্ট হতো খুব. কাকার ছিলো accidental death. ভুলেও ভুলতে পারি নি. ঠিক 7 মাস পেরোলো. এই রকমই কোনো এক বর্ষার দিন ছিলো. আমি মেয়ে নিয়ে ঘুমোচ্ছি husband ছিলো না তখন wb এর বাইরে. 

বাইরে ঘোর বর্ষা বৃষ্টি পড়ছে. হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলাম একটা হাত আমার গালের উপর পরম স্নেহে কেউ রেখেছে আমি চোখ খুলতে পারছি না এতো ঘুম পাচ্ছে আর ঠান্ডা লাগছে. ঘুমের মধ্যেই বুঝতে পারছিলাম মাথার কাছে কেউ দাঁড়িয়ে. আমি ঘুমের ঘোরে মেয়ে কে ছোঁয়ার চেষ্টা করলাম, হঠাৎই ঘুম টা ভেঙে গেলো, কিছু বুঝতে পারার আগেই আমি চারিদিক দেখলাম একটা কথাই মনে হচ্ছিলো হাতের ছোঁয়া টা চেনা. নিজের অজান্তেই খুব কেঁদে উঠলাম. এতো কাঁদছিলাম যেন মনে হচ্ছিলো আমি সেই দিনই কাকাই কে হারিয়েছি. আমার কান্নার আওয়াজে যখন মেয়ে ওঠে গিয়েছিলো তখন ওকে দেখে সম্বিৎ ফিরে পেলাম. Light জ্বালালাম. বিশ্বাস করুন একটুও ভয় পাই নি খালি মনে হয়েছিলো একবার যদি দেখতে পেতাম. ক্ষতটা আজও আছে. অভিজ্ঞতা share করতে গিয়ে এখনো অজান্তেই জল পড়ছে চোখ দিয়ে. ভালোবাসার মৃত্যু হয় না স্নেহের মৃত্যু হয় না...... সম্পর্কেরও মৃত্যু হয় না.🙏












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments