Header Ads Widget

ফাঁসির_আসামি

ফাঁসির_আসামি Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#গল্প
#ফাঁসির_আসামি


 অখিলেশ বাবু হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে আগামী সপ্তাহে রিটায়ার করবেন, এই ঘোষণাটা এক প্রকার আজ নিশ্চিত হয়েই গেলো | তিনি যে খুব একটা এই জন্য অসন্তোষ প্রকাশ করলেন তা নয়, তবে আগামী কালই তো সেই খুনের মামলার রায় ঘোষণা | সমস্ত শহরবাসীর সাথে সাথে সারা রাজ্যবাসীও তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিচারের রায় শোনবার জন্য |
 ফেলে আসা প্রায় বছর চল্লিশের অম্ল-মধুর স্মৃতি নিয়ে তিনি বাড়ি ফিরতেই দরজার কাছে একটা চিঠি দেখতে পেলেন | চিঠিটা এসেছে একটা অদ্ভুত ধরণের খামে, একবার ভাবলেন পরে খুলবেন কিন্তু নিজের আবেগকে চেপে রাখতে পারলেন না, খামটা ছিঁড়েই ফেললেন |
 পুরুলিয়ার এক গন্ডগ্রামের ঠিকানা লেখা রয়েছে | চিঠির প্রেরক আমিনা খাতুন নাম একজন মহিলা | অস্পষ্ট অক্ষরগুলি দেখলেই বোঝা যায় উনি সেভাবে খুব একটা লেখালেখির ব্যাপারে সড়গড় নন | চিঠিটা খুলে পড়া শুরু করলেন,
-"আপনি আমাকে ঠিক চিনবেন না | আমি রশিদ আখতারের স্ত্রী আমিনা | আপনি যে ওকে চরম শাস্তি দেবেন, সবার সাথে সাথে আমিও একপ্রকার সেটা ভেবেই নিয়েছি | তবে মহামান্য হুজুর, আমার স্বামী কিন্তু পুরোপুরি নির্দোষ | ওকে এই মামলায় অকারণে ফাঁসানো হয়েছে | আমরা খুব গরিব, ভালো টাকা পয়সা না থাকার জন্য ভালো উকিল দিতে পারি নি | তাই এই মামলা হেরে গেছি কোনো রকম প্রমান ছাড়া | কিন্তু আপনাকে একটা অনুরোধ করবো যদি কাল আপনি এই বিচারের রায় একটু বিবেচনা করে ভেবে থাকেন |" 
 অখিলেশবাবু মুচকি হাসেন | বুঝতেই পারেন না, এভাবে আবার কেউ আবদার করতে পারে কি না | তবে রায় যে তিনি একপ্রকার মৃত্যুদণ্ডই ঘোষণা করবেন, তা অবশ্য সবাই বুঝেই গেছে | 

* * * 
  পাতার পর পাতা উল্টে অবশেষে সেই ঐতিহাসিক রায় ঘোষণা হলো | উচ্চৈস্বরে এক দল লোকের তুমুল উচ্ছাসে ঢাকা পরে গেলো রশিদ আখতারের চিন্তাক্লিষ্ট, হতাশ, বিবর্ণ মুখটা | কাতর স্বরে কি যেন বলতে চাইছে অখিলেশ বাবুকে | চেয়ার ছেড়ে উঠে এসে সোজা গাড়িতে গিয়ে বসতেই গতকালের চিঠিটার কথা মনে পড়ে গেলো | নিজের বিবেকের কাছে যেন নিজেকে এখন যেন অপরাধী মনে করতে থাকলেন | 
 কিন্তু কি আর করা যাবে, তার কাছে যা প্রমান ছিল, যা প্রয়োজনীয় কাগজপত্র ছিল তাতে রশিদকেই মূল অপরাধী হিসেবে চিহ্নিত না করে কোনো উপায়ই দেখতে পান নি | আজ তিনি জীবনের শেষ মামলার রায় ঘোষণা করে ফেললেন |

* * *
 আগামী কাল ভোর চারটেয় ফাঁসি | আজ রাতে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে থাকলেন বছর কয়েক ধরে এই দুরূহ মামলার সমস্ত বিচার | দুই পক্ষের উকিলের সংঘাতে মাঝে মাঝে নিজেকে যেন অসহায় মনে করতেন | তারও একপ্রকার ইচ্ছা ছিল যত দ্রুত এই মামলার নিস্পত্তি হোক | অবশেষে ফাঁসির ঘোষণার সময় তিনি একটুও বিব্রত বোধ করেন নি | এইসব ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়েছেন | তখন ভোর হবে, যে খাটটিতে তিনি শুয়ে ছিলেন সেটি ভয়ঙ্কর রকম কেঁপে ওঠাতে তিনি হঠাৎ উঠে বসলেন | দ্রুত টেবিল ল্যাম্পটা অন করতে বড়ো দেওয়াল ঘড়িতে লক্ষ করলেন চারটে বেজে দশ মিনিট সময় হয়েছে | 
 প্রথমেই তার কেমন যেন মনে হলো রশিদের ফাঁসির কথা | চোখ বন্ধ করে অনুভব করতে থাকলেন সেই দৃশ্যের কথা | কিন্তু ক্রমশ তার গলায় যেন কিছু একটা শক্ত মতন পেঁচিয়ে ধরেছে | দুটো হাত দিয়ে জোরে সেটাকে ছাড়াতেই লক্ষ করলেন ঘরের আলো নিভে যাচ্ছে | সামনের আয়নায় অস্পষ্ট ভাবে দেখতে পেলেন, একটি মুখ ঢাকা মানুষকে | ক্রমশ একটা উঁচু টুলের ওপর উঠছে, মাথার কাছে ঝোলানো রয়েছে শক্ত একটা গোলাকৃতি পেঁচানো দড়ি | একবার অখিলেশ বাবুর দিকে তাকাতে উনি লক্ষ করলেন ক্রমশ তার মুখের ঢাকাটা খুলে যাচ্ছে | চোখ দুটো জ্বলন্ত, একটা জোরে ধাক্কা, চিৎকার করে ও মেঝেতে পড়ে গেলো | ভয়ে চোখ বন্ধ করে ফেললেন অখিলেশ |
 চোখটা খুললেন যখন, তখন তার বিছানার চারিদিক আগুনে জ্বলছে | ঘরটা ক্রমশ ধোঁয়ায় ভরে উঠছে, দম বন্ধ হয়ে যেতে দরজা খুলে বেরোতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না | পিছন ঘুরতেই দেখতে পেলেন ওনার ঘরের সিলিঙে ঝোলানো রয়েছে রশিদ আখতারের মৃতদেহ | হাত দুটো পিছন দিকে বাঁধা, ধীরে ধীরে মাথাটা ঘুরছে | একটা সময় ওর চোখদুটো আর অখিলেশের চোখদুটো এক দৃষ্টিতে গিয়ে থেমে গেলো | কিন্তু এবারের দৃষ্টি অনেক করুণ, যেন বলতে চাইছে আমি নির্দোষ, আপনার রায় মিথ্যায় সাজানো এক ঘটনা | 
 সকালে ঘুমটা ভাঙতেই বুঝতে পারলেন গতকাল রাতে যা যা ঘটেছে সেটা তার দুঃস্বপ্ন | অবিশ্বাস্য মনে হলেও চারিদিক তাকিয়ে একটু পর মনে হলো ঘরের সব কিছু তো স্বাভাবিক রয়েছে | খবর পেলেন নির্বিঘ্নে রশিদ আখতারের ফাঁসি সম্পন্ন হয়েছে | 
  নিজেকে মনে মনে স্বাভাবিকভাবে ধিক্কার দিতে থাকলেন | চোখ বন্ধ করতেই দেখতে পেলেন গতকাল রাতের সেই ভয়ানক দৃশ্য | ঝুলন্ত রশিদের দেহ ক্রমশ তার দিকে যেন এগিয়ে আসছে, তার সাথে চাপা একটা কান্নার আওয়াজ | 
 দরজার কাছে একটা ছোট্ট ভাঁজ করা কাগজ দেখতে পেলেন অখিলেশ বাবু | খুলতেই দেখলেন লেখা রয়েছে, যতদিন না আপনি আমায় সঠিকভাবে বিচার করতে পারছেন, আমি কিন্তু প্রতিদিন রাতে আপনার কাছে আসবো হুজুর ! 
 অখিলেশবাবু লক্ষ্য করলেন চিঠির কালিটা ক্রমশ যেন কালো থেকে লাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন রক্ত দিয়ে লেখা !

~~~***~~~












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments