গাঁট্টা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প
#গাঁট্টা
টিউশন সেরে ফিরতে আজ একটু দেরীই হয়ে গেল বর্ষার |ফোনের চার্জও শেষ যে বাড়িতে জানিয়ে দেবে | পা চালিয়ে গলিতে ঢুকতে যাবে দেখল কিছু বখাটে ছেলে ওদের পাড়ার মোড়ে বাইকের ওপর বসে গুলতানি করছে | সিগারেট আর মদের কটু গন্ধে ভরে গেছে জায়গাটা | পায়ের স্পীড আরও বাড়িয়ে ওদের পেরোচ্ছিল সবে হঠাৎ পেছন থেকে ওড়নাটায় টান পড়ল | একটা ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে পেছনে না তাকিয়েই ওড়নাটা হঠাৎ করেই গলা থেকে খুলে দিয়েই ছুট লাগাল ও | কিন্তু বেশীদূর এগোনোর আগেই ছেলেগুলো ঘিরে ফেলল ওকে | শীতের রাতে রাস্তায় লোকজন প্রায় নেই | তাও চেঁচালে পাড়ার লোকজন তো বাড়ি থেকে বেরিয়ে আসবে ভেবে চিৎকার করতে যেতেই পেছন থেকে একটা হাত ওড়না দিয়ে ওর মুখ বেঁধে ফেলে | একটা ছেলে বলে ওঠে : "টাটকা!" কুৎসিত শব্দে বাকিরা হেসে ওঠে |
হঠাৎ করে একটা ঘুষি পড়ে "টাটকা" বলা ছেলেটার গালে | "উ: " বলে গাল চেপে বসে পড়ে সে | ভালো করে সবাই কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু চড়,লাথি,ঘুষি আছড়ে পড়ে তাদের ওপর| রাস্তায় দাঁড় করানো বাইকগুলো যেন ক্যারামের স্ট্রাইকার দিয়ে ঘুটি তছনছ করার মতো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল |অথচ কাউকে দেখাও তো যাচ্ছে না | অদৃশ্য কোনো এক শক্তি যেন তাদের শাস্তি দিচ্ছে |বর্ষাও এমন হতভম্ব যে এই সুযোগে পালিয়ে বাড়ি চলে যাওয়ার কথাও মাথায় আসেনি ওর | বেশ খানিকখন পর সব যেন শান্ত হল |ছেলেগুলোও যেন ভুলে গেছে তাদের শিকারের কথা | "চল্ ,চল্,পালা " বলতে বলতে রাস্তায় পড়ে থাকা বাহনগুলো কোনরকমে তুলে স্পীডে বেরিয়ে যায় তারা | ততখনে বর্ষাও মুখ থেকে ওড়না খুলে ফেলে গলায় জড়িয়ে নিয়েছে আগের মতো | রাস্তা থেকে ব্যাগটা কুড়িয়ে নিয়ে এগোতে যাবে অমনি তার মাথায় কে যেন একটা গাঁট্টা মারল আলতো করে | চারিদিকে তাকিয়ে নিয়ে বাড়ির দিকে ছুট লাগালো ও |
******পরদিন সকাল*****
আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই বর্ষা চলে এসেছে ওদের পাড়ার পার্কে | কতকিছু যে মনে পড়ছে আজ | চোখ দিয়ে জল পড়তে শুরু করে ওর | ব্যাগ থেকে চিঠিটা বের করে শেষবারের মতো পড়ে : ডিয়ার দাদা,
Happy Birthday! জানিস তোকে আমরা কত মিস্ করি? মা তো আজকাল ঠিক করে আর খাওয়াদাওয়া করে না | বাবাও আর অফিস যেতে উৎসাহ পায়না | আর আমি সবথেকে বেশী মিস করি তোর গাঁট্টাগুলো যে গুলো তুই সুযোগ পেলেই আমার মাথায় মারতিস আর আমি বাবাকে বলে তোকে বকা খাওয়াতাম | তুই শুনলে হাসবি ,এই দুমাসে আমি কতবার মনে মনে তোর গাঁট্টাগুলোই খেতে চেয়েছি | তুই চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম খুব একা হয়ে গেছি কিন্তু কালকের ঘটনার পর একটু relaxed feel করছি | ওহ্ যা পিটিয়েছিস তুই ওদের! আর কোন মেয়ের সাথে misbehave করার আগে দুবার ভাববে | I am proud of u dada |আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে ওটা তুই ছিলি | চেনা গাঁট্টা খেয়ে বুঝলাম | বাড়িতে কাউকে এখনো বলিনি কিছু | যাই হোক , যেখানে থাকিস ,ভালো থাকিস | Happy birthday to u my dear,darling dada |
ইতি
তোর বনু গেঁড়ি |
চিঠিটা রোল করে উঠে নিজের হাতে বেঁধে রাখা ওদের দুভাইবোনের প্রিয় হলুদ আর নীল রঙের গ্যাসবেলুনের সুতোতে সাবধানে আটকে উড়িয়ে দেয় আকাশে ,তার দাদার কাছে |
আজ ওর দাদার ১৮তম জন্মদিন |বর্ষার দাদা বাদল ঠিক দুমাস আগে আজকের দিনটাতেই মারা যায় | রাতে টিউশন সেরে ফেরার পথে কালকের মতোই কিছু অসভ্য ছেলে ঘিরে ধরেছিল তারই বোনের বয়সী একটা মেয়েকে |মাথা ঠিক রাখতে পারেনি বাদল | সঙ্গে থাকা বন্ধুকে নিয়ে রুখে দাঁড়িয়েছিল | কিন্তু ছজন হাট্টাকাট্টার মিলিত শক্তির সাথে যুঝতে পারেনি | মেয়েটা সুযোগ বুঝেই পালাতে পেরেছিল | হাতের শিকার ফস্কে যাওয়ায় ওরা বেশীরভাগ রাগ মিটিয়েছিল বাদলের ওপর | Internal injury হয়ে গেছিল ওর | হসপিটালে নিয়ে যাওয়ার ঘন্টাদুয়েকের মধ্যেই মারা যায় ও | সেই বন্ধুটিকে তার মা,বাবা আর ভি়ড়তে দেননি ঝামেলার ভয়ে |
বেলুনগুলো উড়িয়ে দিয়ে আরও খানিকখন কাঁদে বর্ষা | বাড়ি গিয়ে ফোন করে তার বন্ধু ঋদ্ধিকে : "ঋদ্ধি,তুই বলছিলি না যে তোদের পাড়ার ক্লাবে নতুন ক্যারাটে ক্লাস খুলেছে ,দুটো ফর্ম আনিস তো ,একটা তোর,একটা আমার |" সে ঠিক করেছে যে নিজের নিরাপত্তার দায়িত্ব এবার সে নিজেই নেবে |দাদা তো রইলই |
সমাপ্ত
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments