Header Ads Widget

খিদে

খিদে Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#শিরোনাম_খিদে


মা! যেওনা মা!! মা একটু বোসো না মা..একটু খেয়ে যাও!! 

খাবার টেবিলে বসে তনিমার দুচোখ দিয়ে অনবরত ঝরে পড়ছে অশ্রুধারা। গলার ভিতরটা ভীষণ ভাবে জ্বলছে। শরীরে প্রচন্ড খিদে অথচ কিছুই খেতে পারছেননা। দুদিন ধরে এই একই জিনিস ঘটে চলেছে ওনার সাথে। 

সামনে খাবারের থালা। তনিমা সজল নয়নে সামনের দিকে তাকিয়ে কাউকে কাতর ভাবে অনুরোধ করছিলেন ওর সাথে থাকার জন্য, কিছু খাবার খাওয়ার জন্য কিন্তু কোনো উত্তর আসছিল না।
তনিমা কার সাথে কথা বলছিলেন? কাকেই বা এত অনুরোধ করছিলেন?

ঘরে তো আর কেউ নেই!! 

এক বছর আগের একটি দিন..

শ্বশুরবাড়িটাকে সম্পূর্ণ আপন করে নিতে পারলেও শাশুড়িমাকে একদমই সহ্য হয় না তনিমার । স্বামী ব্যবসার কাজে বেশিরভাগ বাইরেই থাকেন। অগত্যা সব সময়ের সাথী বয়স্কা শ্বাশুড়ি সুপ্রিয়াদেবী। 

শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না, এ কথাটা চিরসত্য যেন তনিমার জীবনে। মনের ক্ষোভ দিনের পর দিন জমতে জমতে একটা ভয়ঙ্কর বিতৃষ্ণার জন্ম দিয়েছে মনে। 

একে বয়স্কা তার উপর অথর্ব। তাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সমস্ত দায়িত্ব একা তনিমার। কি হবে এমন একটা জড় বস্তুকে সঙ্গে রেখে !! শাশুড়ির প্রতি রাগটা ধীরে ধীরে তনিমাকে অমানুষ করে তুলেছিল। 

কম অশান্তি দেয়নি এই বুড়ি, বৌমা এটা পার না! তোমার বাপের বাড়িতে এটা হত না! বাবা-মা শিক্ষা দেয়নি! ইত্যাদি ইত্যাদি। দিনের পর দিন এসব শুনতে শুনতে মনের কোণে জন্ম নিয়েছিল খারাপ লাগা। 

হঠাৎ একদিন সেরিব্রাল স্ট্রোক হয় সুপ্রিয়াদেবীর। হাসপাতালে দৌড়াদৌড়ি, ওষুধপত্র, ডাক্তার তো আশাই ছেড়ে দিয়েছিলেন। সত্যি বলতে মনে মনে খুশিই হয়েছিল তনিমা। 

কিন্তু এই সুখ যে ক্ষনিকের তা জানা ছিল না তনিমার, এ যাত্রায় বেঁচে ফিরে এলেন শ্বাশুড়িমা।তবে উনি সম্পূর্ণমাত্রায় কর্মক্ষমতা হারিয়েছিলেন। 

বাড়িতে একটি সর্বক্ষণের কাজের লোক ঠিক করা হল। কিন্তু সুপ্রিয়াদেবী চরম খুঁতখুঁতে মানুষ। বেশিদিন কাজের লোকটিকে টিকিয়ে রাখা গেল না। না চাইলেও শাশুড়ির সমস্ত দায়িত্ব এসে পড়ে তনিমার উপর। 

এর নয় মাস পরের একদিন,

বাড়িতে সুপ্রিয়াদেবীর উপস্থিতি সহ্যাতীত হয়ে উঠেছে ওনার বৌমা তনিমার কাছে। সর্বক্ষণ শুধু গোঙ্গানির শব্দ, একটা চাপা দুর্গন্ধ বাড়ির সর্বত্র বিরাজমান। আর পেরে উঠছিলনা তনিমা। সুপ্রিয়াদেবীর যেন খিদে আর মেটেনা। এদিকে খাবার নিজে হাতে খেতেও পারেন না। তার জন্য দরকার অন্য কারুর সাহায্য। 

এর দুমাস পরের একটি দিন,

শয্যাশায়ী শাশুড়ির সামনে খাবারের থালাটা রেখে দূরে গিয়ে বসলেন। সুপ্রিয়াদেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। মুখের অঙ্গভঙ্গি অনেক অনুরোধ করলেন তাকে খাবার দেবার জন্য, কিন্তু তনিমা নির্বিকার রইলেন। ঠায় বসে রইলেন কিছুক্ষন তারপর উঠে বেরিয়ে গেলেন ঘর থেকে। 

একই নিয়ম চলল রাতের বেলাতেও । গভীর রাতে খিদের জ্বালায় প্রচন্ড চিৎকার করেছিলেন সুপ্রিয়াদেবী কিন্তু কোনো লাভ হয়নি। পরদিন সকালে ঘরের খুলেই মৃত শ্বাশুড়ির মুখের দিকে বেশ কিছুক্ষন তাকিয়ে ছিল তনিমা। মনে ছিল একটা মুক্তির আনন্দ।

এর এক সপ্তাহ পর,

হঠাৎ একদিন খাবার টেবিলে ঘটে গেল একটা অদ্ভূত কান্ড। কিছুতেই মুখে খাবার তুলতে পারছেননা তনিমা। ওনার সমগ্র শরীর আড়ষ্ঠ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ । এমন সময় সামনে দেখতে পেলেন মৃতা শাশুড়িকে। নীরব, নির্বিকার হয়ে বসে আছেন আর এক দৃষ্টে তাকিয়ে আছেন নিজের বৌমার দিকে। 

আজ দ্বিতীয় দিন,

তনিমার শরীর আজ প্রচন্ড দুর্বল, প্রবল খিদে কিন্তু খাবার উপায় নেই। সামনে নির্বিকার চিত্তে বসে আছেন সুপ্রিয়াদেবী। চিৎকার করে কাঁদছে তনিমা,

মা! যেওনা মা!! মা একটু বোসো না মা..একটু খেয়ে যাও!! 

                           (সমাপ্ত)












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments