Header Ads Widget

হলেও -সত্যি

হলেও -সত্যি Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)









##গল্প -হলেও -সত্যি

পরিষ্কার দেখতে পেলো সায়নী আরে আরে পেরাম্বুলেটর টা গড়গড়িয়ে এগিয়ে যাচ্ছে নীচের দিকে ,,বাচ্চা টা ভয় পাওয়া চোখে অবিরত কেঁদে চলেছে।

কেউ দেখতে পাচ্ছে না ?নাকি খেয়াল করছে না,,
এতদূর থেকে ছুটে গেলেও ও বাঁচাতে পারবে না ,,
ভীষন ভয় পাওয়া মুখ নিয়ে সামনের সীটে বসা লোকটা কে আঙ্গুল তুলে দেখিয়ে বললো সায়নী ,,ওই ওই দেখুন বাচ্চা টা পড়ে যাবে তো খাদে।
আরে ওর সাথে কেউ নেই নাকি?
প্লীজ কিছু একটা করুন।
"ম্যাডাম কি বলছেন আপনি?কোথায় বাচ্চা ?
কেউ নেই ওখানে ,,দেখুন ভালো করে।
সহযাত্রী টির কথায় যেনো চমক ভাঙলো সায়নীর।
সম্বিত ফিরে পেয়ে দেখলো সত্যি ই তো পুরো চত্বর ফাঁকা শুনসান।
তাহলে কি ও এতক্ষন ধরে যে বাচ্চাটার পড়ে যাওয়ার দৃশ্য টা দেখলো তা মনের ভুল?
এতটা মনের ভুল হবে?
পুরো আস্ত পেরাম তার মধ্যে বসা বাচ্চা তার ভয় পাওয়া আতঙ্কগ্রস্থ অসহায় চোখ এই সব সব ভুল দেখলো।
হবে হয়তো ,,কিন্তু কেন এমন হয়?
এর আগেও এমন হয়েছে ওর সাথে।এর কোন ব্যাখ্যা আছে কি?
কে জানে।

সেবারেও ঘর ভর্তি লোকের সামনে অপদস্থ হতে হয়েছিলো,,,ওই সেই রাজুর জন্মদিনের পার্টি তে,,জোড় আড্ডা চলছিলো রাজুর ঘরে,,ওরা দশ বন্ধু এক জায়গায় জড়ো হলে যা হয় প্রতিবার ,,,
তো হঠাৎই সায়নীর মনে হলো ,,না না মনে হবে কেন?স্পষ্ট দেখলো যে একটা ভয়ংকর ময়াল সাপ ঠিক যেখানে বাজু তে হেলান দিয়ে, জোনাক একটা সিগারেট ধরিয়ে আয়েশ করে টান দিচ্ছে ঠিক সেই বাজু তেই জড়িয়ে সাপ টা উঠেছে উপরে আর ফনা টা কি ভয়াবহ ভাবে একদম জোনাকের মাথার উপর।
কি ভয়ানক চীৎকার করে সেবার সায়নী আড্ডার মুড বিগড়ে দিয়েছিলো সবার, আর প্রচণ্ড ভয় পেয়ে ওরা সভয়ে ছিটকে এসে সবাঈ দেখলো কিছু নেই ,,তখন এটা নিছক ই সায়নীর ঠাট্টা বলে ধরে নিয়েছিল ওরা,,
কিন্তু সায়নী যখন আবার হুস ফিরে তাকালো ,দেখলো সব শুনসান ,,পরিস্কার খাটের বাজু যেমন ছিলো তেমন আছে শুধু চমকে উঠাতে জোনাকের হাতের সিগারেট টা পড়ে গেছে নীচে ,,,একটু পুড়ে গেছে বিছানার চাদর।
তার ঠিক পড়েই সায়নি নিজে হতভম্ব হয়ে গেছিলো।
বাড়ি ফিরে বারবার নিজের মন কে বোঝাতে চেষ্টা করেছে যে চোখের ভুল ,,কিন্তু মন তো মানছিলো না,,

এ ভাবে চিন্তা করতে বসলে এরকম ঘটনা মাঝে মাঝেই তার সাথে ঘটে ,,কিন্তু এর কোন উত্তর পায় নি আজ ও।
তবে কি ,,তবে কি সে পাগল হয়ে যাবে?
নানা ,,আর দেরী করা ঠিক নয়।এবার ফিরেই দেখা করতে হবে ডাক্তার রায় এর সাথে।
উনি মানসিক রোগের একজন নামী ডাক্তার।

আর ওই কালিম্পঙে সেবার যা হলো ,,,ওদের হোটেল টা ছিলো একদম পাহাড়ের গায়ে একটু উঁচুতে।
বারান্দায় দাঁড়িয়ে নীচ টা দেখতে বেশ ভালো লাগতো।
সে রাতে একাই বারান্দায় দাঁড়িয়ে ছিলো ও।
একটু পড়েই দেখলো দীপ ও নীচে নেমে দাঁড়িয়ে আছে ,,
আকাশ বেশ থমথমে ছিলো সেদিন,,বেশ ভালো লাগছিলো দূরের সারি সারি পাহাড় আর তার গায়ে ছোটো ছোট ঘরবাড়ি দেখতে।

দীপ কে নীচে দেখে ও নেমে এলো ,বেশ দুজনে একটু একসাথে হেঁটে আসবে ভেবে।
ওমা ওতো উঁচু তলা থেকে কষ্ট করে নেমে দেখে কেউ কোথাও নেই,,
আবার ঘরে ফিরে এসে দেখে দীপ অকাতরে নিদ্রা যাচ্ছে।
ওতো রাতে ওকে আর ডেকে তোলেনি সায়নি কিন্তু পরের ভোরে ওকে জিজ্ঞেস করতেই ও বলেছিলো ,ওর কি মাথা খারাপ ,যে সারা দিন জার্নি করে এসে রাতে দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য দর্শন করবে?
এর মধ্যে মাথাখারাপের কি হলো বোঝেনি সায়নী কিন্তু ও তাহলে কাকে দেখেছিলো গতরাতে,,
যে হুবহু দীপ ওই জামা প্যান্ট ওই চেহারা ,ওতো ভুল দেখলো সায়নি,,সেই টা হলো ওর জীবনের দ্বিতীয় ঘটনা আর আজকের টা তিন নম্বর।
কেন ওর সাথে বারবার এমন হয়?
এর কি কোন মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে?
দেখা যাক ,,এবার আর অপেক্ষা নয় ,,ফিরে আগেই ডাক্তার,,,

চলবে,,,,











website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments