Header Ads Widget

পারফিউম

পারফিউম Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)







#পারফিউম 

এই গল্প টা আমার খুব পরিচিত একটি ছেলে প্রান্তরের |অবিশ্বাস্য এই ঘটনা টি ওর কাছে শুনেছিলাম, বেশ কয়েক বছর আগে |
প্রান্তর যখন কানপুর আই আই টি তে পড়তো, সে সময়ের একটা ঘটনা | ওর বাবা মা ওখানে ওর সঙ্গে দেখা করতে গেলেই ওর পিসির বাড়িতে থাকত | ওর পিসেমশাই মন্দার রায় ওখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর | এই কাহিনীটি শুনে আমরাও খুব অবাক হয়েছিলাম |
             ওখানে আরেকজন প্রফেসর সুমন্ত স্যার ছিলেন ওদের পারিবারিক বন্ধুর মত | পরস্পরের বাড়িতে খুব যাতায়াত ছিল | মূল কানপুর শহর আর ক্যাম্পাসের জীবন কিন্ত সম্পূর্ণ আলাদা | বিশাল ক্যাম্পাস এরিয়া বিশাল বিশাল গাছপালায় ছাওয়া |ময়ূর ঘুরে বেড়াচ্ছে | চারিদিকে কত কত পাখি!শান্ত সমাহিত যেন এক তপোবন | প্রান্তরের মা তো বলতো, জায়গাটা দেখে মনে হয়, যেন মাটিতেই এক টুকরো স্বর্গ নেমে এসেছে | ফ্যাকাল্টি কোয়াটার্স গুলো থেকে ছেলেদের হোস্টেল অনেক দূরত্বে | ছেলেরা তো প্রায় সারা রাত ই ক্যাম্পাসে ঘুরে বেড়াতো || কেউ ব্যাড মিন্টন খেলতো কেউ বাস্কেট বল | পরীক্ষার সময় এলে কিন্ত সবাই খুব সিরিয়াস হয়ে যেত |
             খুবই শান্ত, নিস্তরঙ্গ জীবন | তাই প্রফেসর রা মাঝে মাঝেই এর ওর বাড়িতে ঘুরে বেরিয়ে গল্প গাছা করতেন | 
             যাই হোক, সুমন্ত স্যার ওনার স্ত্রী ছন্দা ম্যামকে কে নিয়ে প্রায়ই আসতেন প্রান্তরের পিসির বাড়ি | ওনারা ছিলেন নিঃসন্তান | স্যারের স্ত্রীও একজন ফ্যাকাল্টি ছিলেন | খুবই সুন্দরী, আকর্ষনীয় চেহারার মহিলা | সবসময় ই সেজেগুজে থাকতেন | একটা বিদেশী দামী পারফিউম ব্যবহার করতেন | ওই পারফিউমের গন্ধ টা এতো সুন্দর ছিল, যে সবার মনই নাড়া দিয়ে যেত |
             একদিন হঠাৎ সবাই জানতে পারলো, ছন্দা ম্যামের ক্যান্সার ধরা পড়েছে | কদিন ধরেই একটু অসুস্থ ছিলেন |টেস্ট করে জানা গেল, লাং ক্যান্সার | চিকিৎসার কোনো ত্রুটি রইলোনা | সবরকম ভাবেই চেষ্টা চলতে লাগলো | কিন্তু ছ মাসের মধ্যেই ছন্দা ম্যাম সবাই কে ফাঁকি দিয়ে চলে গেলেন সব হারানোর দেশে | সুমন্ত স্যার সম্পূর্ণ একা হয়ে গেলেন | স্ত্রী ই ছিল ওনার একমাত্র সাথী | তাকে হারিয়ে তিনি দিশাহারা, বিহবল হয়ে পড়লেন | সকলে নানা ভাবে ওনাকে সান্তনা দিয়ে ওনার পাশে থাকার চেষ্টা করতে লাগলো | কিন্তু জীবন তো থেমে থাকেনা |কালের নিয়মে শোক ভুলে যে যার কাজে লিপ্ত হয়ে পড়লো |সুমন্ত স্যারও নিজেকে অনেকটা সামলে নিয়ে কাজের মধ্যে পুরোপুরি ডুবে গেলেন |.
              এই ঘটনার মাস দেড়েক পরের কথা | একদিন প্রান্তর ওর পিসেমশাই এর সঙ্গে রাতে খাওয়া দাওয়া র পরে ক্যাম্পাসের মধ্যে একটু হাঁটতে বেরিয়েছে | ও হোস্টেলেই থাকতো | কিন্তু মাঝে মধ্যেই পিসি নানা রকম ভালো মন্দ রান্না করে ওকে ফোনে ডেকে পাঠাতো | পিসির ছেলে দু বছরের পুপলুও ছিল ওর ভারী ন্যাওটা |
              ওরা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের গেটের সামনে চলে এসেছিলো |ওখানে একটা চায়ের দোকানের সামনে কয়েকটা কুকুর বসে ছিল | পিসেমশাই রাতের দিকে প্রায়ই হাঁটতে হাঁটতে এখানে চলে আসতেন | ওই চায়ের দোকান থেকে কয়েকটা বিস্কুট কিনে ওই কুকুরগুলোকে খাওয়াতেন |আর কুকুরগুলোও ল্যাজ নাড়তে নাড়তে ওনার ফিরতি পথের সঙ্গী হতো | সেদিন কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো |
               কুকুরগুলো বিস্কুট খেয়ে ওনাদের সঙ্গে সঙ্গে আসছিলো রোজকার মত | হঠাৎ ওরা দাঁড়িয়ে পড়লো |একটা কুকুর তো কেউ কেউ করে করুণ আর্তনাদ করতে লাগলো | অন্য কুকুরগুলোও চুপ করে দাঁড়িয়ে কি জানি কি দেখতে লাগলো | বলা বাহুল্য যে রাস্তাটা পুরো ফাঁকা ছিল | প্রান্তর বলল,´দেখো, পিসো, কুকুরগুলোর ল্যাজ কেমন পায়ের ফাঁকে ঢুকে গেছে | ওরা কি ভয় পাচ্ছে নাকি?' 'পিসেমশায়ের অজানা ছিলোনা, যে কুকুররা এমন অনেক কিছু দেখতে পায়, যা মানুষের চোখে ধরা পড়েনা |
                তিনি ভারী অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইলেন | তারপর´ আয় আয় ` বলে ওদের ডাকতে লাগলেন | কিন্ত একটা কুকুরও এগোলোনা | ওরা অগত্যা বাড়ির পথে চলতে লাগল |লাইট পোস্টের আলো ছায়াময় চকচকে কালো পিচ বাঁধানো রাস্তাটা ধরে দুজনে নানারকম গল্প করতে করতে যাচ্ছিলো |হঠাৎ রাস্তার সব আলো দু তিনবার ফ্ল্যাশ করে পুরো অন্ধকার হয়ে গেল |
               ´যাঃ! কি হলো আবার? লোডশেডিং নাকি?` কিন্তু দূরে দূরে আলো জ্বলতে দেখা যাচ্ছিল | আর ক্যাম্পাসে তো লোডশেডিং হয়না!´যাক এসেই তো পড়েছি প্রায় | প্রান্তর বাবু! তুমি আজ রাতে আমাদের এখানেই থেকে যাও না হয় |`পিসেমশাই এর কথায় প্রান্তর বলল, ´না গো পিসো, আমার একটা এ্যাসাইনমেন্ট আছে | রাত জেগে কাজ করতে হবে | হোস্টেলে বোধহয় কারেন্ট আছে | আমি বন্ধুদের ফোন করে জেনে নিচ্ছি |`
               এমন সময় সেই চেনা পারফিউমের গন্ধটা কোথা থেকে যেন ভেসে এলো | জনমানব হীন অন্ধকার রাস্তায় সেই গন্ধটা তীব্র ভাবে যেন ওদের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো | ভয়ে পাথর হয়ে ওরা দুজনেই অনুভব করল একটা অপ্রাকৃত উপস্থিতি | পিসেমশাই একটু সাহস সঞ্চয় করে বলে উঠলেন,´ছন্দা দি!আপনিই কি এসেছেন?` প্রান্তর ভয় পেয়ে পিসেমশায়ের হাত চেপে ধরল | পিসেমশাই ওর হাতের ওপরে নিজের হাতটা রেখে যেন ওকে ভরসা দিতে চাইলেন | গন্ধটা মনে হচ্ছিলো কখনো ডানদিক থেকে আসছে, কখনো আবার বাঁ দিক থেকে | পিসেমশাই বলতে লাগলেন,,´ছন্দাদি আপনি চিন্তা করবেননা |আমরা এখানে সবাই ভালো আছি | সুমন্তদার খেয়াল রাখি আমরা | উনিও ভালো আছেন | আপনিও যেখানে আছেন, সেখানে খুব ভালো থাকবেন ছন্দাদি | `এই কথাগুলো বলা শেষ হতেই ওই গন্ধ টা যেন আস্তে আস্তে দূরে চলে যেতে লাগলো |আর রাস্তার আলোগুলো আবার একটা একটা করে সব জ্বলে উঠল |গন্ধটা তখন আর একটুও পাওয়া যাচ্ছিলোনা| | ওরা কোনোমতে বাড়ি ফিরে এলো | পিসি সব শুনে কিছুতেই প্রান্তরকে আর সে রাতে হোস্টেলে ফিরতে দিলেননা | সকালে পিসেমশাই আর প্রান্তর দুজনেই কলেজে বেরিয়ে গেল | সুমন্ত স্যারের সঙ্গে দেখা হতে পিসেমশাই সব জানালেন | শুনে সুমন্ত স্যারের চোখের কোণে জল চিকচিক করতে লাগলো | বললেন, ´মন্দার দা! ও এখনও আমার মায়া কাটাতে পারেনি | রোজ রাতে ও আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে |সেই গন্ধটা আমিও পাই | আসলে আমাদের সন্তান ছিলোনা তো!অথচ ছন্দার মধ্যে মাতৃত্ব বোধটা ছিল খুবই প্রবল | আমাকে আঁকড়ে ধরেই ও বেঁচে ছিল | আমিই ছিলাম ওর কাছে স্বামী, সন্তান সবকিছু |আপনার কাছে এসে ও বোধহয় জানাতে এসেছিলো, আমার জন্য ওর চিন্তার কথা | আপনি ওকে আস্বস্ত করেছেন বলে ও ফিরে গেছে |'
               এই আশ্চর্য ঘটনাটি ওদের মনে গভীর রেখাপাত করেছিল | আজও ওরা অবাক হয়ে ভাবে, সত্যিই কি সে রাতে ছন্দা ম্যাম এসেছিলেন ওদের কাছে? দুজনেরই কি একই সাথে মনের ভুল হবে?
               পরে সুমন্ত স্যার স্ত্রীর আত্মার শান্তি কামনায় গয়ায় পিন্ড দানের ব্যবস্থা করেছিলেন |
               __________________













website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments