দৈবাৎ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#দৈবাৎ
স্কুল থেকে বাড়ি ফিরতে তখনও অনেকটা দেরি, তবুও কেন যে মা ফোন করলো, বুঝলাম না ! ক্লাস করাচ্ছিলাম, তাই ফোনটা মিউট করাই ছিল ! ক্লাস শেষে বাড়িতে ফোন করতেই, মার প্রশ্ন,
-"কি রে মনে আছে তো ? ছটার মধ্যই ওরা আসছে, তুই তার মধ্যেই কিন্তু চলে আসবি !"
-"মা, আমি তো চেষ্টা করবো, বোঝোই তো রাস্তাঘাটের যা অবস্থা !"
কলেজ থেকে বেরুবার পর কয়েক বছর পর স্কুলের চাকরিটা পেতে না পেতেই সবাই বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে, বিশেষত বাবা-মা । যেন দু-এক দিনের দেরি হয়ে গেলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে । অনুষ্ঠান বাড়িতে গেলে এমন একটা শুরু করবে, স্কুলের দিদিমনি বলে সবার সামনে আর মান-ইজ্জত বলে কিছু থাকে না । এই তো গত সপ্তাহে পাশের বাড়ির মেয়েটার অন্নপ্রাশনে বালিগঞ্জের একটা ফ্যামিলি, ছেলে একটা কোম্পানিতে সেলসে কাজ করে, ব্যস ! উঠে পড়ে খোঁজ খবর করে, আজ ওদেরকে বাড়িতে আসতে বলেছে !
* * *
এই দুদিন আগে প্রায় তিন-দিন ধরে বৃষ্টি, ভাবলাম এবার বোধহয় আবহাওয়াটা বদলাবে, না, আবার দুপুর থেকে শুরু হয়েছে ! চলছে তো চলছেই, থামবার আর কোনো নাম নেই ! স্কুল থেকে বেরিয়ে অটোতে উঠেছি,
-"দিদি, আমাকে চিনতে পারছো ?" -একটা অল্প বয়সী মেয়ের কোথায় চমকে উঠলাম,
-"না গো আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না !"
-"সেই যে, পর্ণা দিদিদের বাড়িতে, আমি ওর মাসতুতো বোন, কালীপুজোর রাতে খুব ধুমধাম করে আনন্দ করতাম ! আমি অবশ্য খুব ছোট ছিলাম ! কি সুন্দর গান করতে তুমি, অপূর্ব তোমার গানের গলা ছিল !"
-"স্পষ্ট মনে না হলেও, একটু একটু মনে পড়ছে ! তা তুমি এদিকে কোথায় !"
-"আমি এখানে একজন ডাক্তারবাবুর কাছে এসেছিলাম, মার খুব শরীর খারাপ তো, একদমই কমছে না, তাই কয়েকটা ওষুধ চেঞ্জ করতে এসেছিলাম !"
-"পর্ণা দিদির মাসি, কি ভালো উনি, তা ওনার কি হয়েছে ?"
-"তুমি চলো না, তোমায় দেখলে মা খুব খুশি হবে !"
-"সত্যি কি সুন্দর সব দিনগুলো ছিল, কিন্তু আজ যে আমার ভীষণ দরকারি একটা কাজ রয়েছে বোন, আজ থাক !"
-"এই তো সামনের স্টপেজে, চলো না, একটু বসেই চলে যাবে, মা খুব চমকে যাবে তোমাকে দেখে !"
এমনভাবে আমাকে জোর করতে লাগলো না করতে পারলাম না । আজ থেকে প্রায় বছর পনেরো-কুড়ি আগের কথা, তখন পর্ণাদের বাড়িতে খুব ধুমধাম করে কালীপুজো হতো ! আর ওর মাসি আমায় ভীষণ ভীষণ ভালোবাসতো ! কত স্মৃতি, কত হারানো সেই সব সময়, খুব মনে হতে লাগলো !
খুব পুরোনো দিনের বাড়ি, যেখান সেখান থেকে দেওয়াল খসে পড়ছে ! একটা পুরোনো আমলের খাটের ওপর মাসি শুয়ে আছেন, আগের সেই চেহারার সাথে তুলনা করলে একেবারেই চেনা যায় না ! তবুও কিছুক্ষন বসে পুরোনো দিনের কথাগুলো পুনরায় স্মৃতিচারণ করে খুব ভালো লাগলো !
মা আবার ফোন করেছে, কিন্তু যা বৃষ্টি শুরু হলো, ছাতাতে এই বৃষ্টির কিছুই আটকাবে না, সমস্ত শাড়ি ভিজে যাবে ! অপেক্ষা করতে করতে বেশ রাত হয়ে গেলো ! মা মনে হয়ে রেগেমেগে আর ফোন করছে না, ওনারা হয়তো এরমধ্যে এসে বাড়িও ফিরে গেছেন, সত্যিই খুব বিশ্রী ব্যাপার ! আসলে এখানে এসে এমনভাবে ফেঁসে গেলাম ! বাড়িতে ফিরে মাকে দেখলাম খুব রেগে গেছে,
-"কি রে তোকে কত করে বললাম আজ একটু তাড়াতাড়ি স্কুল থেকে ফিরিস, ওনারা তোর জন্য কতক্ষন বসে তারপর চলে গেলেন ! তুই না, যা হোক তোর বাবা অনেক করে বুঝিয়ে সামনের রবিবার আসতে বলেছে, কোত্থাও বেরুতে পারবি না এই আমি বলে দিলাম !"
* * *
বৃষ্টিতে বেশ রাতের ঘুমটা হলো, সকাল থেকে খুব সুন্দর পরিষ্কার আকাশ দেখা গেলেও, কালকের ঘটনাটায় একটু মনটা খারাপই লাগছে ! কিন্তু পাশের ঘরে বাবা-মার গলা পাচ্ছি, বেশ উত্তেজিত ভাবেই কথা বলছে ওরা,
গিয়ে যা জানতে পারলাম তাতে তো মাথা খারাপ হয়ে যাবার জোগাড় !
গতকাল যে ছেলেপক্ষের আসার কথা ছিল, সে তো বিশ্রী একটা কেসে ফেঁসে গেছে ! তার নাকি আগে একবার বিয়ে হয়েছিল, যে কোনো ভাবে আগের বিয়েটাকে চাপাচুপি দিয়ে আমাকে বিয়ে করবার ধান্দায় ছিল ! সত্যি ভগবান বিরাট একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন ! বাবা-মা দুজনে কাল যে রকম ভাবে আমার ওপর রেগে গেছিলো, আজ যেন ওদের দৃষ্টিপাত পুরোপুরি বদলে গেছে ! পাশের বাড়ির যে কাকুর থ্রু দিয়ে এই সম্পর্কটা হতে যাচ্ছিলো, তিনিই সকালে বাড়িতে এসে আজ আমাদের এ কথা জানিয়েছেন !
* * *
আজ দুটো ক্লাস আগেই স্কুল ছুটি হয়ে গেলো ! ভাবলাম পর্ণার সেই মাসির বাড়ি একবার ঘুরে আসি, শরীরের খবরটাও জানা যাবে আবার পরোক্ষভাবে ধন্যবাদও জানানো যাবে ! যতই হোক ওনার বাড়িতে না এসে ফেঁসে গেলে হয়তো অনেকটা দূর এদের সাথে সম্পর্কটা এগিয়ে যেত ! পরে ভুগতে হতো আমাকে সবথেকে বেশি !
পুরোনো বাড়িটাতে এসে দেখলাম দরজায় বেশ বড়োসড়ো একটা তালা ঝোলানো, জোরে ধাক্কা দিতে কেউ এলো তো নাই, উপরন্তু সাড়াও দিলো না ! কি করবো বুঝে উঠতে পারছি না, হঠাৎ একজন বয়স্ক ভদ্রলোক আমার দিকে এসে হাঁ করে তাকিয়ে রইলেন ! বললাম,
-"আচ্ছা এই বাড়িতে দু দিন আগে আমি এসেছিলাম, আজ কি ওরা কেউ কোথাও গেছেন, অনেকক্ষন ধরে তালাটা ধাক্কা দিচ্ছি, অথচ কেউ কোনো সাড়া দিচ্ছে না !"
ওই ভদ্রলোক আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে তাকালেন, এরপর জিজ্ঞেস করলেন,
-"কবে এসেছিলেন বলছেন, দু দিন আগে ! যান চলে যান, এক্ষুনি বাড়ি চলে যান !"
-"কি ব্যাপার বলুন তো ! কিছু বুঝে উঠতে পারছি না !"
-"আজ প্রায় ছ'মাস হলো এই বাড়ির একজন বৃদ্ধা অনেকদিন ধরে রোগে ভুগে মারা গেছেন । তার এক মেয়ে ছিল, সে তারপর বিষ খেয়ে মারা যায়, মনে হয় না তাদের কাছে পিঠে কেউ আছে ! তারপর থেকেই তো এই বাড়িটা বন্ধ ! কেউ আসেও না, আপনি দেখলাম এসে খোঁজ খবর করছেন, আপনি কি চেনেন নাকি এদের কাউকে ?"
-"চিনতাম একটা সময়, তাই .........!"
না ওনাকে এর থেকে বিশেষ কিছু না বলে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম ! আমার পুরোনো নীল রঙের ডাইরিতে পর্ণার ফোন নাম্বার রয়েছে, তাতে একবার ফোন করলে হয় না ! রিং করবো কি করবো না ভাবছি, হঠাৎ পর্ণার মাসি আর তার মেয়ের মুখগুলো চোখের সামনে ভেসে এলো ! হয়তো পুরোনো ভালোবাসার একটা টান ছিল, তাই হয়তো ওরা আমায় এই বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন ।
~~~***~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments