Header Ads Widget

জন্ম_জন্মান্তর

জন্ম_জন্মান্তর Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#গল্প
            #জন্ম_জন্মান্তর
                 
                              -

      " ওরে নতুন বৌ এসেছে রে।" চারদিকে যেন হইচই পড়ে গেলো। কপোতাক্ষী লজ্জায় আরো জড়োসড়ো হয়ে যায়। বাবা-মা নেই। সিউড়িতে মামার কাছে মানুষ। বিয়ের কথা পাকা হতে মামা রীতিমতো হাঁফ ছেড়ে বেঁচেছে। উত্তর কলকাতায় পাত্রের বিশাল বাড়ি। বাবার একমাত্র ছেলে। বিশাল ব্যবসায়ী পরিবার। গয়নায় ভাগ্নীকে মুড়ে রেখে দেবে। এ সব শুনে মামা খুশীও হয়েছে। বৌভাত খেতে এসে ওদের গ্রামের অনেকেই রীতিমতো ঈর্ষান্বিত হতে হয়েছে। ওরা আন্দামানে ঘুরে এলো বিয়ের পরে। দীপ ওকে ভালবাসে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু, ওর কাছে ব্যবসা সব থেকে গুরুত্বপূর্ণ। আন্দামানে হানিমুন সেরে দীপ ব্যবসায় ব্যস্ত হয়ে পড়লো। কাজের লোক এতো বেশী যে, তেমন কোনো কাজও নেই কপোতাক্ষীর। শাশুড়ী নেই৷ বৃদ্ধ শ্বশুর ব্যবসার কাজ থেকে অবসর নিয়ে নিজের ঘরের মধ্যেই নিজেকে গুটিয়ে রেখেছে। দীপের এক দূরসম্পর্কের ভাই রণিত বাড়ির অধিকাংশ কাজকর্ম নিয়ন্ত্রণ করে। ওকে দেখে কেমন চেনা চেনা লেগে কপোতাক্ষীর। কিন্তু কখনো দেখেছে বলে মনে পড়ে না।

    দীপদের পূর্বপুরুষের বাড়ি বর্ধমানে। সেখানে ঘটা করে দুর্গাপুজো হয়। সে সময় ওরা সবাই বর্ধমানেই থাকে। তাই বিয়ের পরে দুর্গাপুজোয় ওরা সবাই চললো বর্ধমানে। পুরনো দিনের জমিদার বাড়ি। এই বাড়ির আনাচে কানাচে কতো ইতিহাস লুকিয়ে রয়েছে। কিন্তু, এই বাড়ির প্রত্যেকটা ঘর যেন কপোতাক্ষীর চেনা। এমন কি বন্ধ ঘরগুলোর ভিতরে কি আছে তাও যেন ওর অজানা নয়। খুব অস্বস্তি হচ্ছে কপোতাক্ষীর। নতুন বৌকে সবাই ভালবেসে পুজোর কাজে টেনে নিয়েছে। কিন্তু, কিছুই নতুন ঠেকছে না কপোতাক্ষীর। ওর দরিদ্র মামার বাড়িতে দুর্গাপুজোর কোনো ব্যাপার ছিলো না। এসব প্রথা ওর জানার কথা নয়। কিন্তু অনায়াসে সব কাজ সম্পন্ন করছে কপোতাক্ষী। ওর কাজ দেখে সবাই মুগ্ধ। বিজয়া পর্যন্ত ভাবার কোনো অবকাশই পায় নি ও। লক্ষ্মীপুজো পর্যন্ত থাকতে পারবে না দীপ। ও চলে গেলো। 

     লক্ষ্মীপুজোর আগের রাতে বারান্দায় বসেছিলো কপোতাক্ষী।সে রাতে চাঁদের আলোয় ভেসে যাচ্ছিলো চরাচর। রণিত এসে বৌদির পাশে বসে। কোথা থেকে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। হঠাৎ কপোতাক্ষীর মনে হয় ও যেন সময়সরণীর অন্য এক প্রান্তে বসে আছে। এই বাড়িতেই পুজোর কাজ চলছে। পুজোর শাড়ি পরে ফল কাটছে কপোতাক্ষী। ওর সামনে এসে কে যেন দাঁড়িয়ে আছে। রণিত না! "বর্ণালী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।" ওর মুখ দিয়ে বেরিয়ে এলো,"প্রীতম, আমাদের বিয়ে হতে পারে না। বাবা কিছুতেই এ বিয়ে দেবে না।" বিষণ্ণ প্রীতম ব্যথিত চোখে ওর দিকে তাকিয়ে থাকে। "আমরা কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারি না।" বর্ণালীর চোখে জল ঝরে, " আমি পারবো না প্রীতম। " বর্ণালী জানে, বাবা নায়েবের ছেলের সঙ্গে ওর বিয়ে দেবে না। পালিয়ে গিয়ে বিয়ে করার সাহস বা ইচ্ছে ওর নেই। " আমি চিরকালের মতো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি বর্ণালী। পরের জন্মে যেন তোমাকে পাই।" নিঃশব্দে বেরিয়ে যায় প্রীতম। আর তখনি ফিরে আসে বর্তমানে। সামনে বসে রণিত ওর দিকেই তাকিয়ে আছে। ওর চোখে জল। " বর্ণালী, এ জন্মেও তোমায় পেলাম না। কিন্তু, এ বাড়িতে আর আমার থাকা চলে না। কোনো না কোনো জন্মে আমি তোমায় পাবোই। " উঠে দাঁড়ায় রণিত। কপোতাক্ষীর বুকের ভিতরে যেন শ্রাবণের বৃষ্টি ঝরছে। দুজনে পরস্পরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর রণিত ছুটতে ছুটতে বেরিয়ে যায়। " দাঁড়াও প্রীতম, দাঁড়াও।" কপোতাক্ষীর মন বলে ওঠে। মুখ দিয়ে কিছু বেরোয় না। কপোতাক্ষী বারান্দা দিয়ে নীচের দিকে তাকায়। জ্যোৎস্নার আলো গায়ে মেখে চিরকালের মতো হারিয়ে যাচ্ছে রণিত। বারান্দার রেলিং চেপে ধরে সে দিকে জলভরা চোখে তাকিয়ে থাকে কপোতাক্ষী। আর রণিতকে দেখা যাচ্ছে না। দমকা হাওয়ায় গাছগুলো দুলছে। বকুলতলার ঘাটে পুকুরের জলে চাঁদের আলো পড়ে চিকচিক করছে।












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments