ছল Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#ছল
বারণ করা সত্ত্বেও মায়ের কথা অমান্য করেই বেরিয়ে পড়লো সুবোধ, একটা চাকরীর খোঁজে।
পারটাইম আর কটা টিউশন করে কতটুকু আর জোটে। একটা চাকরী হলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে।
বাবা মারা যাওয়ার পর থেকে কলেজে পড়ার সাথে সাথে সংসারের দায়িত্ব তার কাঁধে। মাকে অনেক কষ্টে সামলেছে। এবার সংসারের ঠিক মতো হাল ধরতে হবে তাকে। দুই কাঁধে হঠাৎ করেই বিশাল দায়িত্ব এসে পড়ায় কিছুটা অগোছালো হয়ে গেছে তার জীবন। কিছু স্বপ্ন কিছু আশা আপাতত সরিয়ে রাখতে হলো তাকে। আগে মা আর একটা পোক্ত চাকরী। বাকি সব পরে। অনুরাধা টের পায় সবই কিন্ত সেও যে অসহায়। কিছু গয়না ছাড়া এখন সম্বল বলতে আর সেরকম কিছু নেই। তাও সেগুলো ছেলের বউয়ের জন্য তুলে রাখা।
অমিত আজ দেখা করতে বলেছিলো সুবোধ কে চাকরীর ব্যাপারেই। জোর করে বাড়ি থেকে বের হওয়ার আসল কারণ এটাই। যদি কিছু হিল্লে হয় সেই আশা। অমিতের কথা মতো গেছিলো অফিসে। দেখা হয়, কথা হয়, চাকরী টাও হয়তো হবে যাবে। মার্কেটিং এ।
চারদিন কেটে গেলো এখনো কোনো খবর নেই। এর মধ্যে অমিতকে ফোন করেছে কয়েকবার, অমিত কিছু জানাতে পারেনি। অপেক্ষা করতে বলেছে তবে এই চার দিন সুবোধ খালি বসে থাকেনি ঘরে। অন্য জায়গাতেও চেষ্টা চালিয়ে গেছে আপ্রাণ। অবশেষে আজ রাতে অমিতের ফোন এলো। চাকরীটা হয়ে গেছে সুবোধের। অনুরাধা দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে হয়তো স্বামী আর ঈশ্বর কে স্মরণ করলো। যাক এবার কিছুটা স্বস্তি।
কাজটা কঠিন ও খাটনির কিন্তু আমদানী খারাপ না। অমিতকে ধন্যবাদ জানায়। সব কিছু সুন্দর গতিতে এগোতে থাকে। কিন্তু মানুষ চেনা দায়।
গতকাল এক অদ্ভুত প্রস্তাব রেখেছে অমিত সুবোধের সামনে। প্রস্তাব শোনার পর পায়ের তলা থেকে মাটি সরে গেছিলো সুবোধের। কোনো রকমে বাড়ি ফিরেছে সে। সারাটা রাত জেগে কেটে গেলো এক প্রকার।
অমিত তাকে চাকরী পাইয়ে দেওয়ার বদলে শাওনী কে চেয়েছে।
শাওনী আর সুবোধের সম্পর্ক সেই স্কুলের সময় থেকেই। এত বছরের সম্পর্ক, কি করে সম্ভব এখন। অমিত ভয় দেখিয়েছে হয় চাকরী নয় শাওনী। গত এক বছরে অনেক কষ্ট করে চাকরিতে পা জমিয়েছে সে, আর শাওনী তার জীবন , কোনোটাই ছাড়া তার পক্ষে সম্ভব নয়। অমিতে কে একথা জানাতেই হবে। অমিত ছাড়ার পাত্র নয়, সে যে সুবোধের সাথে এমনটা করতে পারে তা সুবোধের কল্পনার বাইরে ছিলো। কিন্তু এখন কি উপায়!!!
অনেক সাহস করে অমিতকে জানায় সে। অমিতের ব্যঙ্গ হাসি সুবোধের মনে ভয় ঢোকায়। দুটোর কোনোটাই ছাড়া যে তার চলবে না। মা, শাওনী আর একটা চাকরী এই নিয়েইতো তার জীবন। তাতেও এত বিপদ, এত ভয়, এত চিন্তা। অমিতকে বুঝিয়ে বলবে সে আবার। ঠিক করে আজ অফিসের পর দেখা করবে দুজনে।
অমিত শাওনী কেও পায়নি আর সুবোধের চাকরীও যায়নি। তবে এখন অমিতের জীবন অতিষ্ঠ। সর্বদা শুধু সুবোধ সুবোধ করে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে যেখানে সেখানে যখন তখন। চিকিৎসা চলছে সাথে কিন্তু তেমন কোনো উন্নতি নেই। অনুতাপ করার মতোও মানসিক অবস্থা অমিতের নেই আজ। আজ একমাস হতে চললো চাকরী চলে গেছে তার এই মানসিক রোগের কারণে ।
এতদিন পর সবে মাত্র ওষুধ নিয়ে জানালায় গিয়ে দাঁড়িয়েছে অমিত। হাতে একটা ঠান্ডা ছোঁয়া আলতো মতো। শিউরে উঠলো অমিতের সারা শরীর। মাথা থেকে পা অব্দি সবকটা স্নায়ুজাল দুর্বল হয়ে যাচ্ছে যেন। রক্ত যেন জমাট বাঁধতে শুরু করেছে যখন সে জানলায় সুবোধ কে স্পষ্ট দেখলো তার হাতের উপর হাত রেখে দাঁড়িয়ে থাকতে। কথা বলায় অস্বাভাবিকতা শুরু হলো অমিতের। উন্মাদের মতো করছে সে। চোখ দুটো অসম্ভব ভাবে বিস্ফারিত হয়ে গেছে তার। চোখের সামনে দাঁড়ানো সুবোধ আর কিছু পুরোনো কঠিন অতীত। পরিস্কার দেখতে পাচ্ছে অমিত , ' সুবোধ তাকে বোঝাতে এসেছিলো যে তার পক্ষে কোনোটাই ছাড়া সম্ভব নয়। মৃদু হেসে মজা করেছে বলে উড়িয়ে দিয়েছিলো অমিত নিজের কথা গুলো। সে নাকি সুবোধ কে পরীক্ষা করছিলো। কিন্তু না, আসলে তা একেবারেই না। জেদ চেপে গেছিলো সেদিন অমিতের। ট্রেনের দরজায় দাঁড়িয়ে মিথ্যে বন্ধুত্বের আড়ালে জ্বলে যাচ্ছিলো অমিতের বিষাক্ত মন। সময় মতো রাতের প্রায় খালি ট্রেনটির দরজায় অসতর্ক ভাবে দাঁড়িয়ে থাকা সুবোধ কে ছোট্ট একটা ধাক্কা দিয়েছিলো শুধু। ব্যস ' । তারপর থেকেই অমিতের এই হাল। আর সুবোধ তাকে এই ভাবেই বাকিটা জীবন দেখতে চায়।
এখন মাঝে মাঝে সুবোধ অমিতের সামনে এসে দাঁড়ায় শুধু।।।।।।।।
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments