Header Ads Widget

সামনে_তমসা

সামনে_তমসা Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






#গল্প
#সামনে_তমসা

 বৃষ্টিটা তখন সবে একটু কমেছে, বাজারের থলেটা নিয়ে বেরোতে যাচ্ছি, হঠাৎ কলিং বেলের জোরালো শব্দ | বিরক্ত হলাম, তবুও বাধ্য হয়েই দরজাটা খুলতে হলো | কাঁচা-পাকা চুলের এক ভদ্রলোক, পরনে খদ্দেরের পাজামা-পাঞ্জাবি, হাতে একটা ছাতা ! জিজ্ঞেস করলেন,
-আপনি কি....?
উত্তর দিলাম,
-হ্যাঁ, আমিই....| আসুন, ভিতরে |
উনি ঘরে ঢোকবার সময় কেমন যেন ইতস্তত বোধ করছিলেন | চায়ের অফার করতে, উনি আমার দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকালেন | বললাম,
-বলুন, আপনি কি জন্য এসেছেন ?
 উনি পকেট থেকে একটা রুমাল বের করে চশমার কাঁচটা মুছতে মুছতেই বললেন,
-আমি সঞ্জীব চক্রবর্তী | আমার মেয়ের আজ প্রায় বছর দুয়েক হলো বিয়ে হয়েছে মধ্য কলকাতার এক অভিজাত ফ্যামিলিতে | ছেলের অনেকগুলোর ব্যবসার মধ্য একটা প্রধান ব্যবসা হলো ওষুধের | সারা দেশে প্রায় গোটা দশেক বড়ো দোকান রয়েছে | আর মেয়ের শ্বশুরমশাই মূলত কলকাতার ব্যবসাগুলোই দেখাশোনা করেন |
এই কথাগুলো বলবার পর একটু থামলেন, এরপর শুরু করলেন আবার,
-বেশ কিছুদিন আগে আমার মেয়ে জানতে পারে, ওই ওষুধের ব্যবসার বেশীরভাগটা জাল | নামি কোম্পানির লেবেল তুলে নিজেদের তৈরী লোগো লাগিয়ে বাজারে চালিয়ে থাকে | কিন্তু মাস তিনেক আগে পুলিশ এসে একটা ফ্যাক্টরি রেড করতে গিয়ে সন্দেহ করে | হুমকির পাশাপাশি কড়া করে সতর্কও করে দেন জামাই এবং শ্বশুরমশাই দুজনকেই | ওরা বেশ মুষড়ে পড়েন | 

 কিন্তু ওদের সন্দেহ জাগে আমার মেয়ের ওপর | কারণ এর আগে একদিন আমার মেয়ে জামাইকে দোষারোপ করেছিল, জোর করেছিল এই ব্যবসা ছেড়ে চলে আসতে | ব্যাপারটা ওরা একদমই ভালো ভাবে মেনে নিতে পারে নি | ওরা আমার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার কথাও বলে |

  এই কথার মধ্যেই আমি বলে ফেলি,
-আপনার মেয়ে কি আপনাকে এই কথা জানিয়েছিল ?
 উনি একটু থেমে আমাকে জানালেন,
-মেয়ে জানিয়েছিল কিন্তু শেষ রক্ষা করতে আমি ব্যর্থ হয়েছিলাম | একদিন শুনলাম ওরা মানে মেয়ে আর জামাই মুসৌরি যাচ্ছে বেড়াতে | বেশ কাটাচ্ছিল, আমাকে ওখান থেকে খুব সুন্দর ছবিও পাঠিয়েছিল কিন্তু তারপর এলো সেই খারাপ খবর | পাহাড়ি রাস্তায় গাড়ি দুর্ঘটনায় খুব বিশ্রী ভাবে প্রাণ হারায় আমার মেয়ে |
 চমকে গেলাম, ওনাকে থামিয়ে বলতে শুরু করলাম,
-সে কি ! গাড়ি কি নিজেদের না ভাড়া করা ?
 উনি উদাসভাবে জানালার দিকে তাকিয়ে ছিলেন বেশ কিছুক্ষন, এরপর বললেন,
-নিজেদের গাড়ি থাকলেও, সেদিন কেন যে ভাড়া করা গাড়িতে চড়েছিল বুঝে উঠতে পারি নি ! কিন্তু শুনলে চমকে উঠবেন, আমার জামাই বাবাজি কিন্তু বহাল তবিয়তে বেঁচে ফিরলেন | অবশ্য আমার সামনে অন্য রূপ দেখিয়েছিলো ! আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারি নি !
 
   বুঝলাম উনি ভীষণ ভাবে আহত হয়েছেন মেয়ের মৃত্যু সংবাদে | কাছে গেলাম, ওনার কাঁধে হাত দিতে চমকে উঠলাম | ভীষণ ঠান্ডা গা, জিজ্ঞেস করলাম,
-আপনি সুস্থ তো ? আপনার শরীর এতো ঠান্ডা কেন ?
 উনি এবার মুচকি হাসলেন, বললেন,
-অনেক সুস্থ এখন, শুধু মেয়েটা যদি থাকতো ! আপনার ঠিকানা একজনের কাছ থেকে নিয়ে তবেই এসেছি, অনেক ভরসা আপনার ওপর কারণ আপনিই পারেন এই জটিল সমস্যার সমাধান করতে |
 উনি আরও মিনিট দশেক এখানে ছিলেন, বিদায় জানাতে উনি শেষবারের মতন যখন আমার দিকে তাকালেন, অদ্ভুত রকমের দৃষ্টি দেখতে পেলাম |

* * *
  তখন বেলা প্রায় সাড়ে দশটা হবে, একজন বিশ্বস্ত সাব ইন্সপেক্টরকে নিয়ে মধ্য কলকাতার বিখ্যাত মিশ্র বাড়িতে হাজির হলাম, অবশ্য পরিচয় গোপন রেখে | দারোয়ান আমাদের ঘরের মধ্য বসতে বললো | বেশ কিছুক্ষন পর একজন বেশ বয়স্ক ভদ্রলোক আমাদের কাছে এলেন | দেখে মনে হলো ভীষণ দাপুটে, গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন,
-আপনারা ? কোথা থেকে আসছেন ?
 আমি উত্তর দিলাম,
-আমরা সঞ্জীববাবুর ছোটবেলাকার বন্ধু | ওনার মেয়ে বলতে গেলে নিজের মেয়ের মতোই | উনি খুব অসুস্থ, আর সেই ব্যাপারেই একটা বিশেষ দরকারে ওর সাথে কথা বলতে এসেছি !

 উনি অদ্ভুতভাবে আমাদের দিকে এগিয়ে এলেন, এমনভাবে তাকালেন যেন ভুত দেখছেন, বললেন,
-আপনারা সঞ্জীববাবুর হয়ে এসেছেন ? উনি অসুস্থ ? আপনারা ভাই সত্যি করে বলুন তো কে ?
 আমি এবার একটু উত্তেজিত হয়ে পড়লাম, গম্ভীর সুরে বললাম,
-কেন ? আপনার অসুবিধাটা কি বলুন তো ?
 একজন কমবয়সী ছেলে আমাদের কথা শুনতে শুনতেই কাছে এলেন, বললেন,
-সঞ্জীববাবু, মানে সঞ্জীব চক্রবর্তী আমার শ্বুশুরমশাই, কিন্তু উনি তো ইহজগতে নেই, প্রায় মাস আটেক হলো মারা গেছেন ! আর আপনি কি ওনার মেয়ে মিঠুর সাথে কথা বলতে এসেছেন ? দুঃখিত, আমরা একটু বাদেই ট্যুরে বেরিয়ে যাচ্ছি, মুসৌরি, যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন !
 ভীষণ চমকে গেলাম, দেখতে পেলাম একজন ভদ্রমহিলাকে, বিষন্ন চিত্তে আমাদের দিকে আসতে লাগলেন, বললেন,
-আপনারা বাবার বন্ধু ? কিন্তু বাবা তো ...............|

* * * 
 মাথাটা ঘুরে গেলো, বুঝলাম না আগে ঘটে যাওয়া ঘটনাটা ভুল না এখন যা ঘটতে চলেছে সেটা ভুল ! তবুও মুসৌরিতে থাকা আমার এক পরিচিত পুলিশ ইন্সপেক্টরকে পুরো ব্যাপারটা জানিয়ে দিতে ভুললাম না !

~~~**~~~












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments