Header Ads Widget

দাম

দাম Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)






প্রচন্ড গরমে সেদ্ধ সেদ্ধ অবস্থা এখন চারিদিকে | তাই এই প্রাণঘাতী পরিবেশ থেকে সবাইকে খানিকখনের জন্য রিলিফ দেওয়ার একটা ছোট ভৌতিক শীতল প্রচেষ্টা করছি |কেমন লাগল জানাবেন |

#গল্প

#দাম 

উহ্ ! বাপরে কী গরম পড়েছে আজ | মনে হচ্ছে শরীরের সব রস নিঙড়ে তবে ছাড়বে |পকেট থেকে ঘামে ভিজে জবজবে র়ুমালটা বের করে কপালটা মোছে শৌভিক | ও একটা অনলাইন শপিং business এর ডেলিভারি বয় | কলকাতার কোনো এক গলিতে একটা হাতঘড়ি ডেলিভারি দিতে এসেছিল | ফেরার পথে খুব জলতেষ্টা পাওয়াতে বাইকটা রাস্তার ধারে দাঁড় করিয়ে কপালের ঘাম মুছে ডিকি থেকে জলের বোতল বের করে ঢকঢক করে বেশ খানিকটা জল খেল ও | জলটাও গরম হয়ে গেছে ,তাই খেল বাধ্য হয়ে | কাছাকাছি তেমন কোনো দোকানও নেই যে এই গরমের দুপুরে একটা ঠান্ডা মিনারেল ওয়াটারের বোতল কি আইসক্রীম কিনে খাবে | আচ্ছা অদ্ভূত পাড়া বটে !আজকাল প্রায় সব পাড়ায় কিছু না কিছু দোকান থাকে | খুব বিরক্ত লাগছিল ওর | 

" এই গরমে আইসক্রীম খাবেন নাকি দাদা?" কথাটা কানে যেতেই সামনে তাকাল,কই কেউ নেই তো? বাঁদিক,ডানদিকেও দেখল কিন্তু কাউকেই দেখতে পেল না | সত্যিই তো !এই গরমে নেহাতই তারমতো পোড়াকপাল না হলে কেই বা বেরোবে বাইরে | মনের ভুল নির্ঘাত | বাইকে চড়তে যাবে ,আবার শুনল , " দাদা আইসক্রীম খাবেন নাকি?এই যে দাদা,পেছনে দেখুন |" শৌভিক পিছনে তাকিয়ে দেখে একটা ছোটখাটো আইসক্রীমের দোকানের কাউন্টারে একজন লোক একমুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে | 

আশ্চর্য ! এই দোকানটা সে এতখন খেয়াল করেনি তো | হয়তো বন্ধ ছিল | এইমাত্র খুলেছে লোকটা | সে নিজের খেয়ালে থাকায় বুঝতে পারেনি | কিন্তু তাও দোকানের শাটার খোলার শব্দ তো পাওয়ার কথা | বাপরে! এতটা অন্যমনস্ক ছিল সে ! ধুর,যাক গে যাক,এই গরমে সে যা চাইছিল তা যখন পেয়ে গেছে ,তখন আর ভেবে সময় নষ্ট করে কি হবে?দোকানে ঢুকল ও|

-"Mango candy bar আছে?"

-" অবশ্যই আছে দাদা,এই নিন" বলে আইসক্রীমের প্যাকেটের মুখটা কাঁচি দিয়ে খুলে শৌভিকের হাতে দেয় লোকটা | 

আঃ ! কি আরাম | আরামে চোখ বুঝে আসে ওর | আইসক্রীমটা শেষ করে দাম দেবে বলে পকেটে হাত দিতেই লোকটা বলেওঠে " না দাদা,আপনি আজ আমার দোকানের নতুন customer,এই গরমে আপনাকে একটু শান্তি দিতে পেরেছি,দাম লাগবে না |" ভারি অদ্ভূত তো লোকটা ! এভাবে কেউ নিজের লোকসান করে !কিন্তু বিনা পয়সার আইসক্রীম খেতেও তার কিন্তু কিন্তু লাগে | তাই সে বলল "ঠিক আছে,আমায় আরেকটা আইসক্রীম দিন ,তবে তার দামটা আপনাকে নিতেই হবে |"

-"আচ্ছা বেশ তাই হবে,আমার কথাও রইল,আপনার কথাও |তাহলে এবার একটা চকোলেট কোন্ দিই আপনাকে |" 
ইতিমধ্যেই দোকানের কাঁচের ফ্রিজ়টা ফাঁকা দেখে শৌভিক বুঝে গেছে যে ঠান্ডা জল পাবেনা এখানে | যাই হোক ,চকোলেট কোন্ খেতে খেতেই মোবাইল বেজে উঠল শৌভিকের পকেটে | " হ্যালো !হ্যাঁ স্যার ! আপনার ফোনটা এসে গেছে...." পরের customer এর সাথে কথা বলতে বলতে দোকান থেকে একটু এগিয়ে যায় সে |

কথা বলে শেষ করে দু চার মিনিট পরই দোকানে ফিরে আসে শৌভিক | আইসক্রীমের দাম দিতে হবে | এসেই অবাক |দোকান বন্ধ ! যাহ্ বাবা !গেল কোথায় লোকটা ? নিশ্চয় ও নিজেই ফোনে কথা বলতে গিয়ে অনেক দেরী করে ফেলেছে | লোকটাও আর দাম না নিয়ে দোকান বন্ধ করে চলে গেছে |ছিঃ ! ছিঃ ! ওনার ভদ্রতা আর আন্তরিকতার এরকম প্রতিদান দিল ও! নিজেই নিজেকে দূষতে থাকে শৌভিক | ঠিক করল মিনিট দশেক wait করে দেখবে | যদি উনি আসেন তাহলে দাম মিটিয়ে দেবে | 

পনেরো মিনিট পরও লোকটা এল না দেখে খুব অস্থির হয়ে পড়ল শৌভিক |আর সময় নেই ওর হাতে | এখনই না বেরোলে আজকের বাকী ডেলিভারিগুলো শেষ করতে পারবে না | বাইকে বসেও মনটা খুঁতখুঁত করতে থাকে ওর | কি করবে মাথায়ও ঢুকছে না | এমন সময় হঠাৎ ঠং শব্দে পাশের বাড়ির গ্রীলের গেট খুলে একজন চশমা পরা বয়স্ক ভদ্রলোক বেরিয়ে একটা বাটি থেকে মাছের কাঁটা ,ভাত রাস্তার এককোণে ছড়িয়ে চুক্চুক শব্দে কুকুর ডাকতে লাগলেন | শৌভিককে দেখতে পেয়ে জিগ্যেস করলেন "কাউকে খুঁজছেন?"

ওর কাছ থেকে সব শুনে বয়স্ক ভদ্রলোকটি বললেন যে শৌভিকেরই কোথাও একটা ভুল হচ্ছে |কারণ পাশের অনিলবাবুর আইসক্রীমের দোকানটি আজ তিনবছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে | অনেক ধারদেনা করে কেনা দোকানটিতে একদিন দুপুরে ফ্রিজ় থেকে শটসার্কিট হয়ে আগুন ধরে যায় | দোকান বন্ধ করে বাড়িতে খেতে গেছিলেন অনিলবাবু |শাটারের চারপাশ দিয়ে ধোঁয়া বেরোতে দেখে আর পোড়াগন্ধ পেয়ে এপাড়ার লোকজন ফোনে ওনাকে খবর দেয় | দমকলকেও খবর দেওয়া হয়েছিল | পাশাপাশি কোদাল ,হাতুড়ি দিয়ে তালা ভেঙে দেকানের শাটার খুলে পাশের পুকুর থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা চলতে থাকে | অবশেষে দমকল এলে অনেকপর আগুন নেভে | এতখন পাড়ার সবাই অনিলবাবুকে সামলে রেখেছিল | পাগলের মত করছিল সে | শান্ত হলে তাকে বাড়ি দিয়ে আসা হয়েছিল | কিন্তু সেদিনই মাঝরাতে সে বিষ খায় |পরদিন ভোরবেলা মিউনিসিপালিটির ঝাড়ুদাররা পোড়া দোকানের সামনে তার মৃতদেহ দেখতে পায় | বড় ভালোলোক ছিলেন অনিলবাবু | নতুন খদ্দেরদের থেকে কিছুতেই পয়সা নিতে চাইতেন না প্রথমদিন | একটানা কথাগুলো বলে থামলেন তিনি | চশমা খুলে চোখ মুছলেন | "আচ্ছা আমি যাই এবার |" বলে তিনি বাড়িতে ঢুকে গেলেন | 

নিঃশ্বাস বন্ধ করে কথাগুলো শুনছিল শৌভিক | দুঃখ,শ্রদ্ধার পাশাপাশিএবার চাপা একটা ভয়ও ওর লাগতে শুরু করল | তাহলে এই দিনদুপুরে ও কারসাথে খানিকখন কাটাল!? এমনকী তার হাতে করে দেওয়া আইসক্রীমও খেল |তবে কি সে ঐ মৃত অনিলবাবুর .....???

ওর বাইকটা এখনও ঐ আইসক্রীমের দোকানের সামনেই রয়েছে | ওদিকে আকাশ হঠাৎ কালো করে এসছে | ঝড়,বৃষ্টি হবে নাকি ! গা শিরশির করে উঠল ওর | পায়ে পায়ে বাইকের কাছে গিয়ে দেখল দোকানের চারপাশে ঝোপজঙ্গল হয়ে আছে | পুরনো রঙচটা শাটারের গায়ে জঙ্ধরা তালা মারা | দেখেই বোঝা যায় বহুদিন লোকের পা পড়েনি এখানে | পকেট থেকে একটা খাম বের করে তাতে চকোলেট কোন্ আইসক্রীমের টাকাটা ভরে খামটা মুড়ে শাটারের দিকে তাক করে ছুঁড়ে দিল শৌভিক | পরখনেই বাইক স্টার্ট করে যেই রওনা দিতে যাবে শুনল কেউ বলছে -" আবার আসবেন বাবু |জলের বোতল রাখব |" মনে মনে ভগবানকে স্মরণ করতে করতেআর কোনদিকে না তাকিয়ে স্পীডে বেরিয়ে যায় শৌভিক |

                                                                  সমাপ্ত












website : BhutGolpo


Keywords

Horror Story

Bangla Horror Story

Bengali Horror Story

Horror Story in Bangla

Horror Story in Bengali

Bhut Golpo

Bangla Bhut Golpo

Bengali Bhut Golpo

Bhut Golpo in Bangla

Bhut Golpo in Bengali

Bhuter Golpo

Bangla Bhuter Golpo

Bengali Bhuter Golpo

Bhuter Golpo in Bangla

Bhuter Golpo in Bengali

Bhoot Golpo

Bangla Bhoot Golpo

Bengali Bhoot Golpo

Bhoot Golpo in Bangla

Bhoot Golpo in Bengali

Bhooter Golpo

Bangla Bhooter Golpo

Bengali Bhooter Golpo

Bhooter Golpo in Bangla

Bhooter Golpo in Bengali

Vut Kahini

Bangla Vut Kahini

Bengali Vut Kahini

Vut Kahini in Bangla

Vut Kahini in Bengali

ভূত গল্প

ভুতের গল্প

ভুতের কাহিনী

ভয়ানক অলৌকিক ঘটনা

পিশাচের গল্প

শাকচুন্নির গল্প

রাক্ষসের গল্প

ডাইনির গল্প

Post a Comment

0 Comments