স্পর্শ Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
#গল্প
#স্পর্শ
লাস্ট লোকালটা আর একটু হলেই মিস করে ফেলছিলো কেতকী | আসলে রিপোর্টিং করতে গিয়ে আজ এতটা যে দেরি হয়ে যাবে একেবারেই ও বুঝতে পারে নি | এরপর সন্ধ্যা হতেই যেভাবে আকাশ কালো করে বৃষ্টি এলো, তা বেশ অনভিপ্রেত ছিল তার কাছে | অনেক বার অনুষ্কার ফ্ল্যাটে থেকে যাওয়াটার প্রস্তাব গ্রহণ করার কথা মনে হলেও, এড়িয়ে গেছে ইচ্ছা করেই | আগে থেকেই জানে রাহুলের সাথে ও লিভ টুগেদার করছে, মুখে কিছু না বললেও কানাঘুষো কথাটা শুনে শুনে এক প্রকার ওর ওপর থেকে বিশ্বাসটা হারিয়েই ফেলেছে | এর ওপর রয়েছে গত মাসে মায়ের বাথরুমে পড়ে যাওয়াটা | তাই, প্রাইভেট কারে হাওড়া স্টেশনে যখন ও পৌঁছায়, তখন শেষ ট্রেন ছাড়ার এনাউন্সমেন্ট হয়ে গিয়েছে | কামরাটা বেশ ফাঁকা, শেষ ট্রেন বলেই হয়তো ! তবে জানালার সামনে দুজনের বসে থাকাটা তার কাছে অনেকটা নির্ভরযোগ্য মনে হলো |
শ্রীরামপুর আসতেই কামরাটা ফাঁকা হয়ে যাওয়াতে বেশ ভয় ভয় হতে লাগলো কেতকীর | আসলে ডেইলি প্যাসেঞ্জারি করলেও শেষ লোকালে বাড়ি ফেরাটা কখনও তার হয়ে ওঠেনি | শ্রীরামপুর স্টেশন ছাড়তেই অদ্ভুতভাবে গাড়িটা স্লো হয়ে গেলো, প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যেতে একটু পরেই ক্যাঁচ করে আওয়াজ করে থেমে গেলো | বুকের ভিতরটা কেতকীর মোচড় দিতে লাগলো | চুপটি করে চোখ বন্ধ করে সকালের খুশির সময়গুলোর কথা চিন্তা করতে শুরু করলো অগত্যা | তবুও ফাঁকা কামরায় অদ্ভুতভাবে তার পিঠে যেন কেউ এসে হাত রাখলো |
গরম একটা অনুভূতি ভীষণ ভাবে অনুভূত হতে লাগলো | চমকে উঠে চারিদিক ভালো করে তাকাতে অবশ্য কাউকেই দেখতে পেলো না | এরপর কানের লতির কাছে আবার গরম নিঃশ্বাসের স্পর্শে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে | একবার চোখ রগড়ে চারিদিকে তাকিয়ে থাকতে লাগলো, ফাঁকা কামরাটা অদ্ভুত ভাবে একটা নীরবতা বজায় রেখে দিয়েছে | বাইরে থেকে ঝিঁ ঝিঁ পোকার আওয়াজে গা ছমছম করে উঠলো কেতকীর | একবার মনে হলো দরজার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু কেউ যেন কাঁধ দুটো জোরে চেপে বসিয়ে দিলো | একটা চেনা সিগারেটের গন্ধ এবার আসতে লাগলো তার নাকে | ভীষণ চেনা এই গন্ধ, হ্যাঁ খুব খুব চেনা গন্ধ |
প্রিন্সেপ ঘাট, বৃষ্টিস্নাত কলেজ স্ট্রিট, চাঁদনী মেট্রো স্টেশন সবেতেই তার ছিল যেন উপস্থিতি | দূর থেকে এই গন্ধটা তার নাকে এলেই বুঝতে পারতো ও আশেপাশেই আছে | মনে আছে, সেকেন্ড ইয়ারে বিষ্ণু স্যারের প্রাইভেট কোচিংয়ে ক্লাস চলাকালীন হঠাৎ লোডশেডিং | চুপ করে বসেছিল কেতকী | কয়েকজন পাশ থেকে উঠে পড়তে, বুকের ভিতরটা কেমন যেন জোরে ওঠাপড়া করতে শুরু করে দিয়েছিলো | বারবার মনে হচ্ছিলো আলো আর আসবে না | কিন্তু মিনিট পাঁচেক পরেই সেই গন্ধটা নাকে আসতেই অনেকটা নিশ্চিত হয়েছিল | ভরসা হয়েছিল, বিপদ এলে ওর হাতটা গিয়ে ধরবে |
আবার সেই স্পর্শ, এবার তর্জনীর ওপরে, আলতো করে বুলিয়ে দিচ্ছে যেন মধুর পরশ | না, এবারে দৌড়ে ট্রেনের দরজার সামনে যেতেই সমস্ত কামরাটা ঝাঁকুনি দিয়ে উঠে আবার চলতে শুরু করলো | শেওড়াফুলি স্টেশন থেকে দুজন উঠে ওর সামনে বসতে এবার যেন নিশ্চিন্ত বোধ করতে লাগলো | আর স্পর্শ নয়, এবার যেন সাহস ভর করে ওর আত্মবিশ্বাসে প্রেরণা দিতে লাগলো | বৈদ্যবাটী পেরোতেই মনে পড়ে গেলো বছর পাঁচেক আগে সেই ঘটনা | সৌম্যর প্রতিটি সদর্থক ইচ্ছাকে বারংবার না করে দিচ্ছিলো কেতকী | সে বিশ্বাস করতো আবেগে ভেসে দুটো মনের এক হওয়াটা ভীষণভাবে অবান্তর | দুম করে ভেঙে পড়তে বিশেষ একটা সময় নেবে না, আর তারপরেই তৈরী হবে নানান অবিশ্বাসের দ্বন্দ্ব | হারিয়ে যেতে যেতে অন্ধকারে মিশে যেতে হবে একটা সময় | একদিন থার্ড ইয়ার এক্সাম চলার সময়ই খবর এলো, সৌম্য আর নেই | কেতকীর ওপর অভিমানে সে পৃথিবী থেকে নিজেকে সরিয়েই নিয়েছে | স্টেশন আসতেই মনে পড়ে গেলো আজ তো সেই দিন, ২৫শে এপ্রিল | যা প্রতি বছরেই কোনো না কোনো সময় তার হৃদয়কে রিক্ত করে যায় | তবে আজ যেভাবে কখনও মনের কোণে কাঁপুনি দিয়ে যায় নি | হয়তো এবার পাঁচ বছর পূর্ণ হলো বলেই, তার আবেগটা তো কম ছিল না |
~~~**~~~
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments