হসপিটাল Bangla Bhuter Golpo (bhutgolpo.blogspot.com)
গল্পের নাম :
( হসপিটাল )
সালটা ছিল 2013 আমি সদ্য নির্মিয়মান একটি Hospital এ কাজে যোগ দেই, 5 তলার সেই হসপিটালের Top Floor টা ছিল একদম কোলাহল বিহীন এমন একটি জায়গা যেখানে মাঝে মাঝেই আমি যেতাম একটু একা একা বসে গান শুনতে, টিফিন খেতে, ফোনে কথা বলতে......
চারিদিকে বড় বড় কাঁচের সাদা জানালা, জানালা খুললেই সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য আর ফুরফুরে ঠাণ্ডা হাওয়া যেন আমার একাকিত্বের জীবনে একটু আনন্দ ও একটু শান্তি এনে দিত, তাই এই জায়গাটি ছিল আমার খুব পছন্দের, কিন্তু সেই দিনটি অন্য সব দিনের থেকে একদম ই অন্যরকম ছিল, কারন আকাশ কালো মেঘে ঢেকে গেছে চারিদিক এ প্রায় অন্ধকার নেমে এসেছে কিন্তু ঘড়ির কাঁটায় তখন বাজছে বিকেল 4 টে অন্য দিনগুলোতে এইসময় সুর্যের আলো ঝলমল করে তার সাথে একটু গরম ভাব ও থাকে, কিন্তু সেই দিন হাওয়া যেন একটু বেশিই ঠাণ্ডা লাগছিল, আমি টিফিন বাটি খুলে খাবার শেষ করলাম, জল খেলাম, বাটি ধুয়ে বোতল আর বাটি ব্যাগে রাখলাম, সেদিন হাতে বেশি কাজ ছিল না তাই একটু রেষ্ট নিতে খুব ইচ্ছে করছিল, যেমন ভাবনা তেমনি কাজ, ঠাণ্ডা হাওয়া আরও একটু বেশি করে উপভোগ করার জন্য আমি জামার 3 টে বোতাম খুলে ষ্টিলের লম্বা চেয়ারে পা ছড়িয়ে বসে পড়লাম সাথে একটা সিগারেটে টান দিতে দিতে মোবাইলে একটা রোমান্টিক গানও চালিয়ে দিলাম, এরপর কেন যানিনা একটু শুতে ইচ্ছে হল, ঐ যে কথায় আছে না, খেতে পেলে শুতে চায় 😊 ব্যপারটা কিছুটা ওইরকম ই ধরে নিন 😊....
যাইহোক এইরকম ঠাণ্ডা ওয়েদার কি Miss করা যায় এই ভেবে আমি চেয়ারে পা মেলে পায়ের ওপর পা দিয়ে একটু শুয়েই পড়লাম, এখানে একটু বলে রাখি ( নিচের ছবিতে দ্রষ্টব্য ) আমার ঠিক পাশেই ছিল লাশ ঘর, যেটা আমি জানতাম কিন্তু আজকে যে এইরকম কিছু আমার সাথে ঘটবে সেটা আমি কল্পনাও করিনি,
যাইহোক চেয়ারে শুয়ে থেকে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও যানিনা, বেশ গভীর ঘুম চলে এসেছে এমন সময় হঠাৎ করে কেও যেন আমার চারিদিকে বেবি স্টেপ নিয়ে হাঁটাহাঁটি করছে তার পায়ের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কিন্তু চোখ খুলছিনা পাছে আমার ঘুমটা ভেঙ্গে যায়, ঠিক 10 সেকেন্ড পরই পায়ের আওয়াজ বন্ধ হয়ে যায়, আমি ভাবলাম কেও আছে হয়ত Cleaning Staff মেঝে ধোয়ামোছা করছে, করুক গো আমি তো আরো একটু ঘুমিয়ে নেই, মনে করে আমি আবার ঘুমের জগতে চলে গেলাম, ঠিক এরপরই আমার সাথে যেটা ঘটল তা আমি আশা করিনি,
পায়ের আওয়াজ বন্ধ হতে না হতেই কেও যেন আমার পায়ে, হাতে, মাথায় হাত বোলাল, আমি একটু বিরক্ত হয়েই ঘুমের ঘোরে বলে উঠলাম ধুর আমি আরও একটু ঘুমাব প্লিস ওরকম কোরো না তো, আমার কথা শেষ হতে না হতেই কেও যেন পরপর দুটো করে দুবার চড় মারল আমার পায়ে আর মাথায়, আর আমি নিশ্চিত ভাবে বলতে পারি তারা দুজন ছিল কিন্তু যেন দুজন বাচ্চা ছিল কারন একজন বড় ব্যক্তির হাতের জোর আর একটা বাচ্চার হাতের জোর আমরা নিশ্চয়ই অনুভব করতে পারি, আর আমি এ ও নিশ্চিত যে দুজন ছিল, তার কারন একটু হলেও আগে পরে পরপর দুজেনের দুজাগায় হাতটা পড়ে, আমার ঘুম সেকেন্ডের মধ্যেই ভেঙ্গে যায় কিন্তু তাকিয়ে দেখি সেখানে সত্যি সত্যিই কেও ছিল না, আমি একটু সন্দেহবশত তাড়াতাড়ি লিফটের কাছে আর সিঁড়ির কাছেও যাই কিন্তু সেখানেও কেও ছিল না, তখন আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে আমার গায়ে যেদুজন হাত দিল তারা কে ছিল??
website : BhutGolpo
website link : https://bhutgolpo.blogspot.com
Keywords
Horror Story
Bangla Horror Story
Bengali Horror Story
Horror Story in Bangla
Horror Story in Bengali
Bhut Golpo
Bangla Bhut Golpo
Bengali Bhut Golpo
Bhut Golpo in Bangla
Bhut Golpo in Bengali
Bhuter Golpo
Bangla Bhuter Golpo
Bengali Bhuter Golpo
Bhuter Golpo in Bangla
Bhuter Golpo in Bengali
Bhoot Golpo
Bangla Bhoot Golpo
Bengali Bhoot Golpo
Bhoot Golpo in Bangla
Bhoot Golpo in Bengali
Bhooter Golpo
Bangla Bhooter Golpo
Bengali Bhooter Golpo
Bhooter Golpo in Bangla
Bhooter Golpo in Bengali
Vut Kahini
Bangla Vut Kahini
Bengali Vut Kahini
Vut Kahini in Bangla
Vut Kahini in Bengali
ভূত গল্প
ভুতের গল্প
ভুতের কাহিনী
ভয়ানক অলৌকিক ঘটনা
পিশাচের গল্প
শাকচুন্নির গল্প
রাক্ষসের গল্প
ডাইনির গল্প

0 Comments